অসাধু ব্যবসায়ীরা জনগনকে জিন্মি করে ব্যবসা করছেন : শিল্পমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘দেশে অচল পরিস্থিতি সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করার চেষ্টা করছে কিছু ব্যবসায়ী। বড় বড় দেশে এ প্রবণতাগুলো নেই। কিন্তু আমাদের দেশে এগুলো বিদ্যমান। এক ধরনের অসাধু ব্যবসায়ীরা এটা করে। অধিক মুনাফা করার জন্য তারা জনগণকে জিম্মি করে ব্যবসা করতে চায়।’

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যবসা আপনার করবেন, এর লাভও আপনারা নেবেন। আপনারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগতভাবে এগিয়ে যান। সরকার সব ধরনের সুবিধা দেবে। তবে জনগণকে জিম্মি করবেন না। এটা হতে দেয়া যাবে না।’

আজ সোমবার শিল্প মন্ত্রণালয় এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা-২০১৯ অবহিতকরণ’ বিষয়ক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

দেশে একটি টেকসই, পরিবেশবান্ধব ও কমপ্লায়েন্ট চামড়া শিল্পখাত গড়ে তোলাই আমাদের সরকারের লক্ষ্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সব ধরণের নীতি সহয়তা প্রদান অব্যাহত রেখেছে। ট্যানারি স্থানান্তরের জন্য সরকারের প্রতিশ্রুত ক্ষতিপূরণের অর্থও ইতোমধ্যে উদ্যোক্তাদের দেয়া হয়েছে। এরপরও কতিপয় অসাধু ট্যানারি মালিক কমপ্লায়েন্ট কারখানা স্থাপনে গড়িমসি করেছেন। তাদের বিরুদ্ধে নিয়ম মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী কারখানা নির্মাণসহ উৎপাদন কার্যক্রম শুরুতে ব্যর্থ হওয়ায় সাভার চামড়া শিল্প নগরীর ১১টি প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে। চামড়া শিল্পের অপার সম্ভাবনা কাজে লাগাতে শিল্প মন্ত্রণালয় চামড়া ও চামড়াজাতপণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ প্রণয়ন করেছে। এর আলোকে চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বাংলাদেশ তৈরি পোশাক শিল্প আরএমজি সেক্টরকে ধ্বংস করার ষড়যন্ত্র আছে। এটি মোকাবিলা করে এ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে ২০২৪ সালের মধ্যে চামড়াজাত পণ্য রফতানির মাধ্যমে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয়ের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে সেটি অর্জন করতে হবে।’
স্টকমার্কেটবিডি.কম/

সৌদিতে কর্মরত নারী কর্মীদের সব দায়িত্ব রিক্রুটিং এজেন্সির

122747garments-labour-processionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারী কর্মীরা যত দিন সৌদি আরবে কর্মরত থাকবেন, তত দিন তাঁদের দায়দায়িত্ব বাংলাদেশ ও সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি বহন করবে। যেসব নারী কর্মী প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন, প্রত্যাবর্তন না করা পর্যন্ত তাঁদের আবাসন ও অন্যান্য দায়িত্বও বহন করবে রিক্রুটিং এজেন্সি। বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কারিগরি কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, যেসব নারী কর্মী কাজ ছেড়ে পালিয়ে যান, তাঁদের কোনোভাবেই নিয়োগকর্তার কাছে হস্তান্তর করা যাবে না। কর্মীর বিস্তারিত ঠিকানা, দুই দেশের এজেন্সি ও নিয়োগকর্তার যোগাযোগের পূর্ণ ঠিকানা, নিয়োগকর্তা পরিবর্তনের তথ্য, আগমন, হস্তান্তর ও প্রত্যাবর্তনের তথ্য সৌদি সরকারের আইটি প্ল্যাটফর্মে (মুসানেদ) থাকতে হবে। মুসানেদ সিস্টেমে বাংলাদেশ দূতাবাসের জন্য প্রবেশাধিকার সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করবে সৌদি আরব।

গত ২৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত কারিগরি সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা। ওই বৈঠকের অগ্রগতি জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেলিম রেজা বলেন, বাংলাদেশ দূতাবাসের অনুমতি ছাড়া নিয়োগকর্তা (কফিল) পরিবর্তন করা যাবে না। এ ছাড়া নারী কর্মী নির্যাতন বা মৃত্যুর ঘটনা আলাদা করে তদন্ত করবে সৌদি সরকার।

নির্যাতনের বিচারসংক্রান্ত এক প্রশ্নের জবাবে সচিব বলেন, একজন কর্মীও যদি বিদেশে নিগৃহীত হয়, তা অবশ্যই সরকারের জন্য উদ্বেগের। তাই প্রতিটি ঘটনার বিচার হতে হবে। কিন্তু মামলা পরিচালনার জন্য অভিযোগকারীকে সেখানে (সৌদি) থাকতে হবে। তাঁর থাকা-খাওয়ার সব ধরনের ব্যবস্থা আছে। কিন্তু কেউ থাকতে চান না। আর সব মামলার ক্ষেত্রে দূতাবাস পাওয়ার অব অ্যাটর্নিও নিতে পারে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন। এতে বলা হয়, চুক্তির মেয়াদ শেষে নারী কর্মীর প্রত্যাবর্তনের দায়িত্বও এজেন্সির। নতুন করে নবায়ন হলে অবশ্যই দূতাবাসের অনুমোদন নিতে হবে। নারী কর্মীর সুরক্ষায় গুরুতর অভিযোগ উঠলে সৌদি সরকারের ‘ডিপার্টমেন্ট অব প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট’ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। ভিসা-বাণিজ্য বন্ধের বিষয়ে দুই দেশ একযোগে কাজ করবে।

সচিব জানান, সৌদি আরব থেকে কোনো বৈধ কর্মীকে জোর করে ফেরত পাঠানো হচ্ছে না। আর পুরুষ কর্মী পাঠাতে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো চুক্তি নেই। একটি চুক্তির খসড়া নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে। সৌদি আরবে কর্মরত কর্মীদের বিমা সুবিধা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের বাধ্য করার উদ্যোগ নেবে সৌদি সরকার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, অতিরিক্ত সচিব সাবিহা পারভীন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্যিকভাবে ব্যক্তিগত ইউটিউব চালালে দিতে হবে ট্যাক্স

hasan-masud-20180318150740স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ ব্যক্তিগত ইউটিউব চালালে তাকেও প্রচলিত আইন অনুযায়ী ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগতভাবে যে কেউ ফেসবুক অ্যাকাউন্ট যেমন করতে পারে তেমনি কেউ ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও করতে পারে। কিন্তু কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে করে…, আমরা কিন্তু ইউটিউব, ফেসবুকসহ সবার সঙ্গে আলোচনা করেছি।

তাদের মাধ্যম ব্যবহার করে যে ব্যবসা হচ্ছে বা বিজ্ঞাপন যাচ্ছে সেগুলোতে ট্যাক্স আরোপ করার কথা বলেছি। আমরা এনবিআরের সঙ্গেও কথা বলেছি।

সুতরাং বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ যদি করে সেক্ষেত্রে অবশ্যই দেশের নিয়ম-ট্যাক্সেশন আইন অনুযায়ী আইন মেনে করতে হবে, যোগ করেন তথ্যমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/

মিরাকল ইন্ডাস্ট্রিজ ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আজ ২ ডিসেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. প্রিমিয়ার ব্যাংক
  3. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  4. আইএফআইসি ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. ডাচ বাংলা ব্যাংক
  7. ফরচুন সুজ
  8. ন্যাশনাল টিউবস
  9. এক্সিম ব্যাংক
  10. সিটি ব্যাংক লিমিটেড।

উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫২১ কোটি ৬৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.২১পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩২ পয়েন্টে। আর ডিএসই সূচক ৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৬৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬২৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৪টির। আর দর অপরিবর্তিত আছে ২৮ টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম বিডি, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মা, ডাচ বাংলা ব্যাংক, ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস, এক্সিম ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪১২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৯ লাখ টাকা। গতকাল রবিবার সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে লাফার্জ হোলসিম বিডি ও সী পালর্স রিসোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অ্যামচেমের নতুন সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ

IRASAD AMCAMস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ এরশাদ আহমেদ। তিনি এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেডের এ দেশীয় ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক।

সৈয়দ এরশাদ আহমেদ নেতৃত্বাধীন অ্যামেচেমের নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ড সিঙ্গাপুর হোল্ডিংয়ের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আর-প্যাক (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক মো. শফিকুল আজম।

অ্যামচেমের নতুন কমিটি ২০১৯-২০ মেয়াদে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্যরা হলেন—ডুপন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক শওকত আলী সরকার, সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এন রাজেশেখরন, বিটন ডিকিনসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিজনেস ম্যানেজার (বাংলাদেশ) মির্জা সজিব রাইহান। অ্যামচেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাজধানীর প্রগতি সরণিতে অ্যামচেমের নিজস্ব অফিসে সম্প্রতি সংগঠনের নির্বাহী কমিটির সভায় নতুন কমিটির নাম চূড়ান্ত করা হয়।

গত সেপ্টেম্বরে ২৩তম বার্ষিক সাধারণ সভায় টানা তৃতীয়বারের মতো অ্যামচেমের সভাপতি নির্বাচিত হোন মো. নূরুল ইসলাম। তিনি আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানির (মেটলাইফ) বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের চেয়ারম্যান দায়িত্বে ছিলেন। চাকরি থেকে অবসরে যাওয়ায় তিনি অ্যামচেমের সভাপতির পদ ছাড়েন। তাই সংগঠনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এএফসি এগ্রো ১০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

afc-agro-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটিক লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০০ কোটি টাকার নন কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধনের প্রয়োজন ও মূলধন শক্তিশালী করার জন্য বন্ডটি ইস্যু করবে।

উল্লেখ্য, কোম্পানিটি বন্ড় ছেড়ে অনুমোদিত মূলধন বাড়াতে বিএসইসির অনুমোদন নিতে হবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে

স্টকমার্কেটবিডি.কম/এম

এনসিসি ব্যাংক ৫০০ কোটির বন্ড ইস্যু করতে চায়

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধনের প্রয়োজন ও মূলধন শক্তিশালী করার জন্য বন্ডটি ইস্যু করবে। ব্যাংকটি ব্যাসল-৩ অধীনে বন্ডটি ইস্যু করবে।

উল্লেখ্য, ব্যাংকটির অনুমোদিত মূলধন বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির অনুমোদন নিতে হবে।।

স্টকমার্কেটবিডি.কম/এম