পেট্রোবাংলা-বাপেক্সের কাজে অসন্তোষ প্রকাশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেট্রোবাংলা ও বাপেক্সের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, ‘এই দুই সংস্থার বেশিরভাগ কর্মকর্তাই কাজে আগ্রহ দেখান না। সংস্থা থেকে বের হয়ে যওয়ার পর তারা নানারকম উদ্ভাবনের কথা বলেন। এর কারণ খুঁজে বের করা দরকার।’ রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে বাপেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ‘জিওলজিক্যাল ফিল্ড সার্ভে ফর হাইড্রো কার্বন এক্সপ্লোরেশন ইন বাংলাদেশ: প্রোগ্রেস অ্যান্ড চ্যালেঞ্জেস’ এবং ‘ড্রাই অ্যাবেন্ডেন্ট অ্যান্ড সাসপেন্ডেন্ট ওয়েলস অব বাংলাদেশ অ্যান্ড রি ভিজিট ফর ফারদার এক্সপ্লোরেশন’ শীর্ষক দুটি ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়। ম্যানুয়াল দুটি উপস্থাপন করেন বাপেক্সের মহাব্যবস্থাপক অহিদুল ইসলাম ও আলমগীর হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বাপেক্সকে আমরা কাজ দিচ্ছি না—এমন প্রশ্ন তোলেন অনেকে। আসলে আমরা তো বাপেক্সকে পুরো বাংলাদেশ দিয়ে রেখেছি। কিন্তু, তাদের কাজের গতি কম। গতি বাড়িয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

নসরুল হামিদ বলেন, ‘যতবারই তাদের জিজ্ঞেস করা হয় কাজ করছেন না কেন, ততবারই তারা বলেন, হ্যাঁ স্যার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু প্রস্তুতি আর শেষ হয় না, কাজও হয় না।’ তিনি বলেন, ‘স্ব-স্ব ক্ষেত্রে লিডারশিপ থাকতে হবে। আপনাদের জনবল আছে, তাদের কাজে লাগাতে হবে। এটাই আপনাদের চ্যালেঞ্জ। না হলে আমরা বাইরে থেকে যত চেষ্টাই করি না কেন, সম্ভাবনাময় কাজ দেখতে পাবো না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগে বাপেক্স অনেক বড় বড় কাজ করেছে। কিন্তু, এখনকার অবস্থা ভালো না। এভাবে চলতে দেওয়া যায় না। পেট্রোবাংলার অবস্থাও একই। ফলপ্রসূ কোনও ভূমিকা তো দেখি না তাদের।’

স্টকমার্কেটবিডি.কম/

আলহাজ টেক্সটাইলের পরিচালককে ৫০ লাখ টাকা জড়িমানা

alhazস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ার বিক্রি এবং বিক্রিতে সহযোগিতা করার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো: সামসুল হুদাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রির মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো: সামসুল হুদাকে আইন ভঙ্গের দায়ে মো: সামসুল হুদাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

এএনএফ ম্যানেজমেন্ট কো: লিমিটেড কর্তৃক মো: সামসুল হুদা পূর্ব ঘোষণা ছাড়া ১ লাখ ৪৫ হাজার ৭২৮টি শেয়ার বিক্রিতে সহযোগিতা করা হয়েছে এবং মো: সামসুল হুদা একই সাথে এএনএফ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক।

স্টকমার্কেটবিডি.কম/

পেনিনসুলা চিটাগাংয়ের ৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদণা শিল্প খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের একজন উদ্যোক্তা ৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ইন্জিনিয়ার মোশাররফ হোসেন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

৩০ কোটি টাকা দেওয়ার শর্তে ন্যাশনাল স্টিলের এমডির জামিন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

আল আরাফাহ্ ব্যাংকে ত্রিশ কোটি টাকা জমা দেওয়ার শর্তে ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে দুটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী বছর ১৫ এপ্রিল পর্যন্ত এই জামিন দেওয়া হয়েছে। টাকা জমা দিতে ব্যর্থ হলে জামিন বাতিল হবে বলে আদেশে বলা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। মালামাল কেনার নামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৫৯ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ২৩ টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় এ আদেশ দেন আদালত। ১৫ কোটি করে মোট ৩০ কোটি টাকা ব্যাংকে জমা দেওয়ার শর্তে এই জামিন দেওয়া হয়েছে।

জামিন আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারি অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

হারুন অর রশিদের বিরুদ্ধে গত বছর ৫ মার্চ ডবলমুরিং থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অভিযোগে বলা হয়, ভুয়া এলসির মাধ্যমে ১০,০০৪ মে. টন এমএস প্লেট/লোহা কেনার নামে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, আগ্রাবাদ শাখা থেকে ৫৯ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ২৩ টাকা (৪৩,২৭,৫৪,০০০+১৫,৯৮,৪৪,০২৩) ঋণ নিয়ে আত্মসাত করেন হারুন অর রশিদ। মামলা দুইটি বর্তমানে বিভাগীয় বিশেষ জজ আদালত চট্টগ্রামে বিচারধীন।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই’র পরিচালক নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন জমা

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই শেয়ারহোল্ডার পরিচালক পদে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ ডিসেম্বর এই শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুর রহমান গণমাদ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১২ ডিসেম্বর। দুই শেয়ারহোল্ডার পরিচালক পদে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, ১৫ ডিসেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ১৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

নির্বাচনে যে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- শাকিল রিজভী স্টকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী, জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান ও দেশা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামীম আফজাল।

ডিএসইর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক মো. হানিফ ভূঁইয়া ও শরীফ আতাউর রহমান অবসরে যাওয়ায় এই পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মতিঝিলে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে ডিএসইর ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

নির্বাচনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. আব্দুস সামাদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. রিন সাইন টেক্সটাইল
  2. বিকন ফার্মা
  3. নর্দার্ণ ইন্স্যুরেন্স
  4. খুলনা পাওয়ার কোম্পানি
  5. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  6. সিটি জেনারেল ইন্স্যুরেন্স
  7. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  8. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
  9. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  10. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে ৩০৬ ও সিএসইতে ১৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রধম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০১টির। আর দর অপরিবর্তিত আছে ৫১ টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – রিন সাইন টেক্সটাইল, বিকন ফার্মা, নর্দার্ণ ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার কোম্পানি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৭৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৩ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে উত্তরা ব্যাংক ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও রাজস্ব কমেছে

barvidaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের রাজস্ব ও পরিবহন খাতে বিপুল অবদান রাখা সত্ত্বেও বর্তমানে নানা বৈষম্য আর বাধার কারণে রিকন্ডিশন্ড গাড়ির বাজার এখন নাজুক পরিস্থিতিতে রয়েছে বলে মনে করেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনর (বারভিডা) সভাপতি আবদুল হক।

গতকাল শনিবার পুরনো গাড়ি ব্যবসার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বারভিডার সভাপতি আবদুল হক এসব কথা বলেন।

রাজধানীর বিজয়নগরে বারভিডার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবদুল হক বলেন, রিকন্ডিশন্ড ও নতুন গাড়ির শুল্ক কাঠামো এমনভাবে নির্ধারণ করা হয়েছে, নতুন গাড়ির চেয়ে রিকন্ডিশন্ড গাড়ির দাম কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ পড়ে যাচ্ছে। ফলে ক্রেতাদের রিকন্ডিশন্ড গাড়ি কেনার চাহিদা কমেছে। একই সঙ্গে কমেছে আমদানিও।

আমাদনি চিত্র তুলে ধরে বারভিডার সভাপতি বলেন, বড় ধরনের শুল্কবৈষম্যর কারণে রিকন্ডিশন্ড গাড়ি কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব কমেছে প্রায় হাজার কোটি টাকা।

তিনি বলেন, ২০১৭-১৮ সালে ২৩ হাজার ৭৫টি গাড়ি আমদানি হয়েছে; সেখানে ২০১৮-১৯ অর্থবছরে আমদানি হয়েছে মাত্র ১২ হাজার ৫০২টি। এ ছাড়া ২০১৯ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গত পাঁচ মাসে আমদানি হয়েছে মাত্র তিন হাজার ৪৩৮টি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এক্স এস ফাস্ট নিটিংয়ের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

210339Agun_kalerkantho_picস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা জেলার আশুলিয়ায় একটি নিটিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক্স এস ফাস্ট নিটিং নামের ওই ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।

আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকায় এক্স এস ফাস্ট নিটিং নামের ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সাভার থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, ফ্যাক্টরির পূর্বদিক থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় পরে আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ফ্যাক্টরিতে আগুন ধরে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে। সূত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/জেড