ডিএসইতে ২৭১ ও সিএসইতে ১০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৭১ কোটি ৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ২৭৬ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৩০ পয়েন্টে। আর ডিএসই সূচক ১০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৮৬পয়েন্ট কমে অবস্থান করছে ১৫০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –ডিএসইতে ২৭১ ও সিএসইতে ১০ কোটি টাকার লেনদেন

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৩১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ১১ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইবনে সিনার নগদ লভ্যাংশ বিতরণ

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে । রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবনে সিনা গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

কোম্পানিটি গত বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম

জাহিন স্পিনিংয়ের কারখানায় আগুন : ক্ষয়-ক্ষতি পরে জানানো হবে

210339Agun_kalerkantho_picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলের কারখানায় অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় কারখানাটির ক্ষয়-ক্ষতি পরিমাণ পরে জানানো হবে ।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর নারায়নগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কোম্পানিটির কারখানায় এই আগুন লাগে। সেদিন সকাল পৌনে ১০টার দিকে কারখানার নিচের একটি রুমে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে প্রায় তিন ঘন্টা ব্যাপি এটি বিস্তার লাভ করে।

তিন ঘন্টা পরে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে- তা শেয়ারহোল্ডারদের পরে জানানো হবে বলে কোম্পানিটির পক্ষে থেকে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/