১৩টি পণ্যের লাইসেন্স বাতিল করলো বিএসটিআই

bstiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ল্যাবে পরীক্ষা করে নিম্নমান পাওয়ায় ১৩টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসাথে পণ্যগুলো উৎপাদন এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিএসটিআই’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটি বলছে, পরিদর্শন দলের মাধ্যমে খোলাবাজার থেকে নমুনা ক্রয় করে পরীক্ষা করার পর এসব পণ্য মান অনুযায়ী পাওয়া যায়নি।

১৩ কোম্পানির ১৫টি পণ্য হলো;
১. ফার্ম ফ্রেশ ঘি।
২. ইফাদ আয়োডিন যুক্ত লবণ
৩. মদিনা লাচ্ছা সেমাই।
৪. খাজানা লাচ্ছা সেমাই।
৫. খাজানা ঘি।
৬. খাজানা চানাচুর।
৭. প্রমি হলুদের গুড়া।
৮. এরাবিয়ান স্পেশাল ঘি।
৯. রেভেন লাচ্ছা সেমাই।
১০. শক্তি ফর্টিফাইড সয়াবিন অয়েল।
১১. সেফ ফর্টিফাইড সয়াবিন অয়েল।
১২. উট আয়োডিনযুক্ত লবন।
১৩. নজরুল আয়োডিনযুক্ত লবণ।
১৪. মডার্ন স্কিন ক্রিম।
১৫. জিএম স্কিন ক্রিম।

নতুনভাবে লাইসেন্স গ্রহণ ছাড়া এসব পণ্য উৎপাদন ও বিপণন করতে পারবে না সংশ্লিষ্ট কোম্পানিগুলো। পাশাপাশি সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতারা পণ্যগুলো বিক্রি করতে পারবেন না। বিএসটিআই ওই সব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার অনুরোধ করেছে এবং ভোক্তাদের তা না কেনার পরামর্শ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের এজিএম

image-258429-1577024979স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম নগরীর স্মরণীকা কমিউনিটি সেন্টারে গত ১৯ ডিসেম্বর বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ ওই সভায় সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর বিবরণী অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন।

সভায় সম্মানিত সভাপতি আলী হোসেন আকবর আলী কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানির ওই বার্ষিক সাধারণ সভায় ২৫% নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা এবং বিশ্বাসের কথা পুনঃব্যক্ত করেন। সভায় কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকগণ, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ কম দেওয়ায় ক্যাটাগরি পরিবর্তন

fuwanস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

তসরিফা ইন্ডাস্ট্রিজ ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

Tosrifa-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

নর্দার্ণ জুটের নগদ লভ্যাংশ বিতরণ

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাটশিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট মেনুফেকচারিং লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে । সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবনে সিনা গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

কোম্পানিটি গত বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম

  1. স্কয়ার ফার্মা
  2. খুলনা পাওয়ার কোম্পানি
  3. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  4. গ্রামীন ফোন লিমিটেড
  5. বিকন ফার্মা
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. রিন সাইন টেক্সটাইল
  8. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  9. স্ট্যান্ডার্ড সিরামিকস
  10. ইফাদ অটোস লিমিটেড।

ডিএসইতে ২৬৩ ও সিএসইতে ৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ২৭১ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে। আর ডিএসই সূচক ৫.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, গ্রামীন ফোন লিমিটেড, বিকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, রিন সাইন টেক্সটাইল, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৫.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৮৪পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকা। গতকাল রবিবার সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে রেকিট বেনকাইজার ও ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন ২৩ জানুয়ারি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ তারিখ ধার্য করেন।

সোমবার প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করা হয়।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন।

স্টকমার্কেটবিডি.কম/

সাফকো স্পিনিংয়ের ১ম প্রান্তিকে লোকসান ১.৬২ টাকা

safko-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০৯ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৬০ টাকা, যা গত ৩০ জুন ছিল ১৭.২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

একমি ল্যাবরেটরিজের ঋণমান প্রকাশ

acmeeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন শিল্প খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (ক্রিশল) কোম্পানিটির এ ঋণমান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ”এএ-”। আর স্বল্প মেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ”এসটি-৩”।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ মান নির্ধারণ করেছে ক্রিশল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ