বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ক্যাটাগরি পরিবর্তন

bsclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড লভ্যাংশ বেশি দেওয়ায় ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে আনা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন বি ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার কোম্পানি
  2. ব্র্যাক ব্যাংক
  3. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  4. বীকন ফার্মা
  5. স্কয়ার ফার্মা
  6. স্ট্যান্ডার্ড সিরামিকস
  7. ড্যাফোডিল কম্পিউটারস
  8. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  9. সিঙ্গার বিডি
  10. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সূচক বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩০০ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫২ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪২টির। আর দর অপরিবর্তিত আছে ৫৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – খুলনা পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস, ড্যাফোডিল কম্পিউটারস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি ও সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯.২৮পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫০৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও রেকিট বেনকাইজার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জিপিএইচ ইস্পাতের ঋণমান প্রকাশ

gphস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী জিপিএইচ ইস্পাত লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ ও স্বল্পমেয়াদি এসটি-২ এসেছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৮ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

১০০০ কোটি টাকার বন্ড ছাড়বে রূপালী

rupaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেড ১০০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই নন কনভারটেবল প্রিপারেন্টচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটি সাধারণ শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

পাটকলগুলোর লোকসান কমাতে স্কপের নয়া ফর্মুলা

Jute-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

লোকসানি অপবাদ ঘুচিয়ে বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) লাভজনক করে তুলতে সরকারের কাছে তিন ধাপে মিলগুলো আধুনিকায়নের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ)।

এসময় তারা বলেন, একসময় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান বিজেএমসি আজ লোকসানি প্রতিষ্ঠানের অপবাদ নিয়ে ধুঁকছে। এই শিল্পের সঙ্গে যুক্ত ২৬ হাজার স্থায়ী শ্রমিক, কয়েক লাখ বদলি শ্রমিক এবং কয়েক কোটি কৃষকের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে। এ অবস্থা থেকে উত্তরণে নয়া ফর্মুলা দিয়ে তারা বলেন, বিজেএমসি পরিচালিত কারখানাগুলোতে শত বছরের পুরনো স্কটল্যান টেকনোলজি সংস্কার করলেও উৎপাদন ক্ষমতা খুব বেশি বাড়বে না।

এসব পরিবর্তন করে আধুনিক মেশিনারিজ স্থাপন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক নিয়মে পরিচালনা করা হলে বিজেএমসি আত্মনির্ভরশীল হবে।

রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) এসব তথ্য তুলে ধরেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের যুগ্ম সমন্বয়ক ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন স্কপের নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে বিজেএমসি পরিচালিত ২২টি কারখানায় তিন ধরনের ১০ হাজার ৮৩৫টি তাঁত রয়েছে। এসব কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা ৭৩ মেট্রিক টন। কিন্তু তাঁতগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে উৎপাদনক্ষমতা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এগুলো সংস্কার করলেও উৎপাদনক্ষমতা খুব বেশি বাড়বে না।

শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু বলেন, বিজেএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে কারখানাগুলোর পুরাতন যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে। আধুনিক স্বয়ংক্রিয় তাঁত প্রতিস্থাপনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে মাথাপিছু ব্যয় কমানোর কৌশল গ্রহণ করতে হবে। এসময় তিনি ৬ হাজার ২৩২টি হেসিয়ান তাঁতের পরিবর্তে চায়না থেকে বিভিন্ন মডেলের ৩ হাজার আধুনিক তাঁত স্থাপন করে সমপরিমাণ উৎপাদন করা সম্ভব হবে বলে জানান। এছাড়া তিন হাজার ৬৯৬টি সেকিং তাঁতের পরিবর্তে দুই হাজার আধুনিক তাঁত স্থাপন এবং স্পিনিং, ড্রয়িং, প্রিপারিং ও বেচিং বিভাগের যন্ত্রপাতি আধুনিকায়নের মাধ্যমে এই খাতকে লাভজনক করা সম্ভব হলে তিনি এ বিষয়ে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেন। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/আর

বাংলাদেশ থেকে আম আমদানি করবে জাপান: কৃষিমন্ত্রী

abu-razzak20191229184155স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাপান বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। একটি আদর্শ শিল্পপ্রতিষ্ঠান করার জন্য যা যা প্রয়োজন তা নিশ্চিত করবে সরকার, তার ১শটি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে, অংশীদারিত্ব গড়ে তুলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় করেছে। দেশের সব ধরনের সার কারখানায় জাপানের সহযোগিতা রয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে কৃষিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সাক্ষাৎ করতে এলে এ আগ্রহের কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের দুর্দিনে যেসব দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এগিয়ে এসেছে জাপানের স্থান সবার ওপরে। বাংলাদেশের জনগণ জাপানের সরকার ও জনগণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সবসময়। কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ডিএপি সারের মূল্য হ্রাস করেছে।

বাণিজ্যিক ফুল চাষের কথা উল্লেখ করে মন্ত্রী রাষ্ট্রদূতকে যশোর জেলায় কৃষিমন্ত্রণালয় অধিন চাষকৃত ফুলবাগান পরিদর্শনের আহ্বান জানালে জাপানের রাষ্ট্রদূত তাতে সম্মতি জানান।

স্টকমার্কেটবিডি.কম/

মঙ্গলবার বন্ধ থাকবে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার   শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডের কারণে লেনদেন বন্ধ থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরের দিন বুধবার থেকে যথারীতি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শিক্ষার্থীদেরকে বিনা সুদে ঋণ দেয়ার কথা ভাবছে সরকার: শিল্পমন্ত্রী

mojidস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, মেধাবী শিক্ষার্থীদেরকে বিনা সুদে ঋণ দেয়ার কথা ভাবছে সরকার। যাতে অর্থাভাবে কোন শিক্ষার্থীর লেখা পড়ায় বিঘ্ন না ঘটে, সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

রবিবার নরসিংদীর একটি পার্কে মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আয়োজনে এক বিশাল শিক্ষক মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার)।

স্টকমার্কেটবিডি.কম/

আবারো আমরণ অনশনে পাটকল শ্রমিকরা

122747garments-labour-processionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ঘোষিত মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ফের আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ফের আমরণ অনশন কমসূচি শুরু করেন তারা।

শনিবার (২৮ ডিসেম্বর) গেট সভার মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ।

এ আন্দোলনে সারা দিয়ে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এর আগে শ্রমিকরা এ দাবি আদায়ের লক্ষ্যে গেট সভা, বিক্ষোভ মিছিল ও ধর্মঘটসহ আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন। গত ১০ ডিসেম্বর দুপুর ২টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। কিন্তু এ সমস্যা সমাধানে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর কর্মসূচি স্থগিত করা হয়।

পরে ঢাকায় দুই দফায় সভা অনুষ্ঠিত হলেও এ সমস্যার সমাধান না হওয়ায় ফের স্থগিত থাকা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শ্রমিকরা।

স্টকমার্কেটবিডি.কম/জেড