শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য চিহ্নিত বনভূমি ইজারার চুক্তি অবৈধ: হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রামে সংরক্ষিত বনাঞ্চলের জন্য চিহ্নিত ভূমি শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য ইজারা দেওয়ার চুক্তিকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় উত্তর সলিমপুর মৌজায় সমুদ্র উপকূলে বিবিসি স্টিল লিমিটেডকে ওই ভূমি ইজারা দেওয়া হয়েছিল।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। ওই ইজারা চুক্তি ও তা নবায়নের বৈধতা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেওয়া হয়।

এর ফলে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে চূড়ান্তভাবে ঘোষিত না হলেও সংরক্ষিত বন গঠনের গেজেটে থাকা কোনো ভূমি বনবিরুদ্ধ কোনো কাজে ইজারা বা বরাদ্দ দেওয়া যাবে না বলে জানিয়েছেন বেলার আইনজীবী সাঈদ আহমেদ কবীর।

রিট আবেদনকারীপক্ষ জানায়, ১৯৭৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে চট্টগ্রাম জেলার ১ লাখ ৬৫ হাজার একর সমুদ্র শিকস্তি চরভূমি বনায়নের জন্য বন বিভাগকে দেওয়া হয়। ১৯৮৫ সালের ২২ ডিসেম্বর এসব ভূমি সংরক্ষিত বন ঘোষণার জন্য সরকার ১৯২৭ সালের বন আইনের ৪ ধারায় গেজেট প্রকাশ করে।

এর মধ্যে ১৯৮৩-৮৪ অর্থবছরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর মৌজায় বন বিভাগ ৪০০ একর ভূমিতে বনায়ন করে। দুই মামলায় ২০১৩ সালের ৬ অক্টোবর আপিল বিভাগ বন আইনের ৪ ধারায় গেজেটভুক্ত কোনো ভূমি বনের বিরুদ্ধে ব্যবহার না করতে ও শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য ইজারা না দিতে নির্দেশ দেন। এ নির্দেশ অনুসরণ না করে শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপনের জন্য সলিমপুর মৌজায় অবস্থিত সংরক্ষিত বনাঞ্চলের জন্য চিহ্নিত ৭ দশমিক ১০ একর ভূমি (সমুদ্র শিকস্তি ভূমি) ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিবিসি স্টিলকে ইজারা দেয় জেলা প্রশাসন। গত ২১ মার্চ চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করা হয়। ওই চুক্তিনামা ও তা নবায়নের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ২৮ এপ্রিল বেলা রিটটি করে।

প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৩ মে হাইকোর্ট রুল দিয়ে ওই ইজারা চুক্তির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। রুলে ওই চুক্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং আইন ও বিচারিক ঘোষণা অনুসারে চিহ্নিত বনভূমি সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রুল যথাযথ ঘোষণা করে আজ রায় দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। বিবিসি স্টিলের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/আর

বিএসইসি-বিএফআইইউ’র মধ্যে তথ্য আদান-প্রদান চুক্তি

5520200102192952স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চুক্তি সই করেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনে এই চুক্তি সই হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও এএমএল অ্যান্ড সিএফটি উইংয়ের প্রধান রুকসানা চৌধুরী এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষে মহাব্যবস্থাপক ও অপারেশনাল প্রধান মো. জাকির হোসেন চৌধুরী।

এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা আবু হেনা মো. রাজী হাসানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

গ্রামীণফোন ২০০০ কোটি টাকা না দিলে ব্যবস্থা নেবে বিটিআরসি

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা জমা না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, সরঞ্জাম ও প্যাকেজের অনুমোদনে নিষেধাজ্ঞা তুলে নিতে সুপ্রিম কোর্ট গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা জমা দিতে বলেছেন। তারা এটা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নতুন পদক্ষেপ কি প্রশাসক বসানো হতে পারে—জানতে চাইলে চেয়ারম্যান আরও বলেন, ‘আইনে যেসব ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেগুলোই নেওয়া হবে। এর বাইরে বিটিআরসি যাবে না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনায় বিটিআরসির কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংস্থাটির চেয়ারম্যান এসব কথা বলেন। বিটিআরসির ২০১৮ সালের কার্যক্রম ও নতুন বছরের পরিকল্পনা জানাতে এই সভার আয়োজন করা হয়।

এতে সাংবাদিকেরা প্রশ্ন করলে নানা বিষয়ের পাশাপাশি গ্রামীণফোনের কাছে পাওনা নিয়েও কথা বলেন বিটিআরসির চেয়ারম্যান। তিনি বলেন, ‘মামলা করতে আমরা যাইনি। মামলা করেছে গ্রামীণফোন।’

স্টকমার্কেটবিডি.কম/আর

বিশ্বের সেরা অর্থমন্ত্রী মুস্তফা কামাল

kamalস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা দ্য ব্যাংকার।

পত্রিকা মুস্তফা কামালকে নিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঈর্ষাণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির (৮ শতাংশের ওপরে) কথা তুলে ধরা হয়েছে। এতে বিশ্ব অর্থনীতির জরিপের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, দেশটি বর্তমানে ৪১তম বিশ্ব অর্থনীতির দেশ হিসেবে অবস্থান করছে।

শুধু তাই নয়, অর্থনৈতিক পূর্বাভাস বলছে, দেশটি ২০৩৩ সালের মধ্যে বিশ্বে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত বছরের ৭ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

গুজবের কারণে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারছে না দাবি অর্থমন্ত্রীর

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গুজবের কারণে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারছে না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, গুজবনির্ভর হয়ে পড়েছে শেয়ার বাজার। গুজবের কারণেই তা ঘুরে দাঁড়াতে পারছে না

অর্থমন্ত্রী জানান, গুজব ছড়িয়ে যারা বাজারে প্রভাব বিস্তার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকারের বিভিন্ন সংস্থা। এ ব্যাপারে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

মার্চের মধ্যে ২ লাখ টন পেঁয়াজ আমদানির নির্দেশ

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৩১ মার্চের মধ্যে চার প্রতিষ্ঠানের মাধ্যমে দুই লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আসন্ন রমজানের আগে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপের মাধ্যমে দেড় লাখ মেট্রিক টন ও টিসিবির মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে। বড় গ্রুপের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদেরও পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। তাদের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সচিব জাফর উদ্দিন, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল রহমান, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, সিটি গ্রুপ, এসআলম গ্রুপ, এফবিসিসিআই প্রতিনিধি, পেঁয়াজ, রসুন, আদা, ছোলা, চিনি, খেজুর আমদানিকারকরা উপস্থিত ছিলেন।

তোফায়েল আহমেদ বলেন, মানুষকে শান্তি ও স্বস্তিতে রাখতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে জোরাজুরি করে কোনো লাভ হবে না। তারা লাভ করুক, তবে সেটা হতে হবে সহনীয় মাত্রায়। বাজারে গুজব রটিয়ে যাতে আতঙ্ক না ছড়ায়, সেই বিষয়ে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়, চাহিদা যাই হোক, দুই লাখ টন পেঁয়াজ আমদানি করতেই হবে। তাই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আসন্ন রমজানের আগেই চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে দুই লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে। এর মধ্যে সিটি গ্রুপ আমাদানি করবে ৫০ হাজার টন, মেঘনা গ্রুপ ৫০ হাজার টন, এস আলম গ্রুপ ৫০ হাজার টন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি’র মাধ্যমে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে।

‘রমজানের আগে পেঁয়াজ আমদানি করতে হবে। রমজান উপলক্ষে সিটি, মেঘনা, এসআলম গ্রুপকে পেঁয়াজ আমদানি করবে। তারা কোনোদিন পেঁয়াজ আমদানি করেনি। তারা পেঁয়াজ দিয়ে একেবারে লাভবান হয়ে যাবে, তা কিন্তু নয়। এর আগে তারা যে দামে পেঁয়াজ এনেছে, সেই দামেই আমাদের দিয়েছে। তবে এবার তাদের বলেছি, মিনিমাম ৫ থেকে ৬ টাকা লাভ করতে। সরকার ব্যবসা করে না। আমাদের কাজ হলো ব্যবসায়ীদের সাহায্য করা। সুতরাং নতুন বছর আমাদের ভালো যাক, রমজান মাস যাতে ভালো যায় সেই কামনা করছি।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভোক্তাদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই অন্য মাসের মতো রমজান মাসকে বিবেচনায় নেওয়া যাবে না। গেল সংকটে আমদানিকারক সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ সহায়তা করেছে।

এসময় ভবিষ্যতে ও রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় ও যৌক্তিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা

momenস্টকমার্কেটবিডি ডেস্ক :

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা চালানোর নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। স্বাগতিক দেশের সরকার,নীতিনির্ধারণী মহল এবং আমদানিকারকদের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি অক্ষুন্ন রাখতেও নির্দেশ দেন তিনি।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশস্থ বাংলাদেশের মিশন প্রধানদের কাছে সম্প্রতি লেখা এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাময় নতুন বাজার অনুসন্ধানে মিশনসমূহকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।সার্বিক বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধিতে আরও মনোযোগী হতে হবে, যাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ আমরা নির্ধারিত সময়ের আগেই অর্জন করতে পারি।

ড. মোমেন পত্রে উল্লে¬খ করেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি এবং আমাদের দেশে উৎপাদিত পণ্যের নতুন বাজার তৈরির পাশাপাশি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিও আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গঠনের মাধ্যমে সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করছে।

বাংলাদেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি হাই-টেক পার্ক সৃষ্টি করা হচ্ছে, সেখানে বিদেশী বিনিয়োগ আকর্ষণে মিশনসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক বিদেশী বিনিয়োগবান্ধব যেসব নীতি গৃহীত হয়েছে এবং যেসব প্রণোদনা দেয়া হচ্ছে, তা স্বাগতিক দেশসমূহের সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট তুলে ধরার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করার ক্ষেত্রে মিশনসমূহ ভূমিকা রাখতে পারবে।এ বিষয়ে সকলকে বিনিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, বিভিন্ন প্যাকেজের বিবরণ ইত্যাদি সকল সহায়তা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করবে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

রহিম টেক্সটাইলের ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেডের এক পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

শামিম মতিন চৌধুরী নামে কোম্পানিটির এ পরিচালক ১ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। তার হাতে মোট ১১ লাখ ৫৩ হাজার ৯৬৩টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

ফরচুন সুজের লভ্যাংশ পরিবর্তনের সিদ্ধান্ত

fortuneস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি গত বছরের জন্য ১৮ শতাংশ বোনাস ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ঘোষিত লভ্যাংশটি ছিল ১৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ। যা পরিবর্তন করেছে কোম্পানিটি।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির এজিএমে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত অনুমোদন করে শেয়ারহোল্ডারা।

স্টকমার্কেটবিডি.কম/

  1. খুলনা পাওয়ার কোম্পানি
  2. ব্র্যাক ব্যাংক
  3. স্কয়ার ফার্মা
  4. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  5. লাফার্জ হোলসিম সিমেন্ট
  6. স্ট্যান্ডার্ড সিরামিকস
  7. প্রিমিয়ার ব্যাংক
  8. সিটি ব্যাংক
  9. গ্রামীনফোন লিমিটেড
  10. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।