দিনেশেষে সূচক সামান্য বাড়লেও লেনদেনে বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন সেখানে সূচকও কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৮২ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ২৯৬ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ৫.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫০৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – খুলনা পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিকস, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, গ্রামীনফোন লিমিটেড ও ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৪৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ৫৪ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে বেক্সিমকো লিমিটেড ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কাফনের কাপড় মাথায় বেঁধে আন্দোলনে জুটমিল শ্রমিকরা

091155_bangladesh_pratidin_narshingdiস্টকমার্কেটবিডি ডেস্ক :

৫ দিনে গড়ালো নরসিংদীর জুটমিল শ্রমিকদের আমরণ অনশন। দাবী আদায়ে এবার কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে শ্রমিকরা। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে দাবী আদায়ে শ্রমিকদের সাথে যোগ দিয়েছে শ্রমিকদের বৃদ্ধা বাবা-মাসহ শিশু সন্তানরা। এদিকে ৫দিনের টানা আন্দোলনে বেশ কয়েক জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা হারুনুর রশিদ ও দুলাল মিয়া নামে দুই শ্রমিক গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। এদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে দুর্বল হয়ে পড়া শ্রমিকদের। এদিকে শ্রমিক আন্দোলনের ফলে মিলের সকল ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

মজুরী কমিশনসহ ১১ দফা দাবী আদায়ে গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিল গেইটের সামনে এ আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি ) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছে।
এর আগে ১০ ডিসেম্বর থেকে আমরণ আন্দোলন শুরু করেন। টানা ৫দিন আন্দোলনের পর আলোচনার জন্য কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দেয় শ্রমিকরা।

ইউএমসি জুট মিলের সিবিএর সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল মিয়া, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা অনশনে উপস্থিত ছিলেন। সূত্র : বিডি প্রতিবেদন

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

এ্যাপেক্স ফুটওয়্যারের ঋণমান প্রকাশ

apex foot-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ ও স্বল্পমেয়াদি এসটি-২ এসেছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বাংলাদেশ বিল্ডিংয়ের ২৬.৫৭ কোটি টাকার চুক্তি

BBSস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড একটি ২৬.৫৭ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি দেশের বৃহৎ এসআলম গ্রুপের এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজের সাথে এই চুক্তিটি করেছে। কারখানাটির প্রি ফেব্রিকড স্টিলের কাজ করবে বিবিএস।

চট্টগ্রামের ইছানগরে অবস্থিত এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজের স্টিল বিল্ডিংয়ের কাজ বাবদ ২৬.৫৭ কোটি টাকা পাবে বিবিএস। যা চলতি বছরে কোম্পানিটির অর্জিত মুনাফা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওয়াটার পাার্কের কার্যক্রম শুরু করতে যাচ্ছে সী পার্লস

Hotel-sea.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড একটি ওয়াটার পার্কের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

হোটেলেটি কক্সবাজার ইনানী বিচে অবস্থিত সী পার্লস রিসোর্ট এন্ড স্পার পাশেই অবস্থিত এই ওয়াটার পার্কটি ইতি মধ্যে সম্পন্ন করেছে।

এই ওয়াটাটার পার্কটি আগামী ৫ জানুয়ারি বাণিজ্যিকভাবে চালু করা হবে।

অত্যাধুনিক রাইডে ভরা এই ওয়াটার পার্ক থেকে মুনাফা বাড়বে বলে আশা করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি