জাতীয় অর্থনীতির সম্পাদক কিবরিয়ার জামিন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরীকে জামিন দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। আজ সোমবার দুপুরে কিবরিয়া চৌধুরীকে নোয়াখালীর ৬ নম্বর আমলি আদালতে হাজির করে সোনাইমুড়ী থানার পুলিশ।

আদালতে কিবরিয়া চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোল্লা হাবিবুর রছুল মামুন। তাঁকে সহায়তা করেন আরও বেশ কয়েকজন আইনজীবী। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহীন আবেদন শুনানি শেষে কিবরিয়া চৌধুরীর জামিন মঞ্জুর করেন। আদালতের জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার রাত আটটার দিকে মতিঝিলের পত্রিকা অফিস থেকে কিবরিয়া চৌধুরীকে পল্টন থানা-পুলিশের সহায়তা গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানার পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক রাত ১২টার দিকে তাঁকে নিয়ে সোনাইমুড়ী থানায় পৌঁছান। আজ দুপুরের দিকে তাঁকে আদালতে পাঠানো হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, জাতীয় অর্থনীতি পত্রিকার চেয়ারম্যান মনিরুন নেছা মিনু এবং সম্পাদক ও প্রকাশক এম জি কিবরিয়া চৌধুরীর বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহা আতাউর রহমান ভূঁইয়া মানিক একটি মামলা করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি আবদুস সামাদ বলেন, এজাহারে আতাউর রহমান ভূঁইয়া অভিযোগ করেন, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় গত ২৭ নভেম্বর তারিখের সংখ্যায় তাঁর বিরুদ্ধে ‘তমা গ্রুপের মালিক মানিক হাজার কোটি টাকার মালিক, জামায়াত শিবির বিএনপি হয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। এই সংবাদ আসামিদের ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন।

জামিন লাভের পর বিকেল চারটার দিকে আদালত প্রাঙ্গণে এম জি কিবরিয়া চৌধুরী উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলা সত্য প্রকাশ থেকে তাঁকে পিছু হটাতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/আর

পেঁয়াজের বাজার মনিটরিং করবে মন্ত্রণালয়

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেঁয়াজের সরবারহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাজারে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমদানিকারকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

দেশি ও আমদানি করা পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিটি বাজারে পর্যাপ্ত দেশি ও আমদানি করা পেঁয়াজ মজুত রয়েছে। পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির কোনো যুক্তি সংগত কারণ নেই।

সোমবার (৬ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। দেশে উৎপাদিত পেঁয়াজ (মুড়িকাটা) বাজারে এসেছে, বিভিন্ন দেশ থেকে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে এবং হচ্ছে। এখনও প্রতিদিন আমদানি করা পেঁয়াজ দেশে আসছে।

বাজারে পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য তদারকির জন্য ব্যাপকভাবে অভিযান চালানো হবে। জেলা প্রশাসন দেশব্যাপী এ অভিযান জোরদার করবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এরই মধ্যে বিভাগ ও জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

কৃষকেরা এ মৌসুমে পাতাসহ পেঁয়াজ বিক্রি করায় এখন ঘাটতি : আব্দুর রাজ্জাক

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে পেঁয়াজের দাম বাড়ার ব্যাখ্যা দিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গত বছর পেঁয়াজ ওঠানোর সময় অস্বাভাবিক বৃষ্টি হওয়ায় কৃষকেরা ঠিকমতো পেঁয়াজ ওঠাতে পারেননি। পেঁয়াজ পচনশীল দ্রব্য। ভারত থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি করার কথা, তা আমরা করতে পারিনি। ভারতও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তাই পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজের দাম বেশি থাকায় কৃষকেরা এ মৌসুমে পাতাসহ পেঁয়াজ বিক্রি করায় এর ঘাটতি দেখা দিয়েছে। তাই পেঁয়াজের দাম কমছে না।’

আজ সোমবার সকালে গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) আয়োজিত ‘কৃষক-উদ্যোগ: বাণিজ্যিক কৃষির উদীয়মান চালক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষিকে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করতে হবে। এতে কৃষকেরা তাঁদের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবেন। আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে চাই। এ জন্য কৃষির ওপর আমরা গুরুত্বারোপ করেছি। আমরা যদি সবাই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করি, তবে সব ক্ষেত্রেই আমরা উন্নতি ও সুশাসন নিশ্চিত করতে পারব।’

নাটার ভারপ্রাপ্ত মহাপরিচালক আবু সাইদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরউজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক আবদুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মুয়িদ, নাটার উপপরিচালক ছাইদুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিও’র ৫.৮৬ কোটি টাকায় মেশিনারিজ কিনবে ইন্দো-বাংলা

indoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের ৫.৮৬ কোটি টাকা দিয়ে মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যবস্থাপনা পরিচালক আইপিও’র টাকায় মেশিনারিজ কেনার প্রস্তাব করলে শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করে। কোম্পানিটি ৫ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকার মেশিনারিজ কিনবে।

এর আগে কোম্পানিটি আইপিও’র অর্থ দিয়ে নির্মার্ণ ও সিভিল ওয়ার্কের কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল।

উল্লেখ্য, ইন্দো-বাংলা ফার্মা আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি আইপিওর টাকায় অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত কাজে ব্যয় করার কথা প্রসপেক্টাসে উল্লেখ ছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

১২ ব্যাংকের মূলধন ঘাটতি ১৭৬৬০ কোটি টাকা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকিং খাতের এক-চতুর্থাংশের বেশি সংখ্যক ব্যাংক ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ৭টি সরকারি, ৪টি বেসরকারি এবং ১টি বিদেশি ব্যাংক রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের সেপ্টেম্বর শেষে ১২টি ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ১৭ হাজার ৬৬০ কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ১ হাজার ৫১১ কোটি টাকা বেশি। অর্থাৎ গত বছরের জুন শেষে এসব ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ১৬ হাজার ১৪৯ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম, দুর্নীতি আর নানা অব্যবস্থাপনায় ব্যাংক খাতে চলছে একধরনের স্বেচ্ছাচারিতা। যাচাই-বাছাই না করে ভুয়া প্রতিষ্ঠানে ঋণ দেয়া হয়েছে, যা পরবর্তী সময়ে খেলাপি হয়ে পড়ছে। এসব ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে ব্যাংকগুলোকে। বাড়তি অর্থ জোগাতে হাত দিতে হচ্ছে মূলধনে। ফলে সৃষ্টি হচ্ছে সংকট।

জানা গেছে, আন্তর্জাতিক নীতিমালার আলোকে ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হয়। বাংলাদেশে বর্তমানে ব্যাসেল-৩ নীতিমালার আলোকে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি, সে পরিমাণ মূলধন রাখতে হচ্ছে। কোনো ব্যাংক এ পরিমাণ অর্থ সংরক্ষণে ব্যর্থ হলে মূলধন ঘাটতি হিসেবে বিবেচনা করা হয়। মূলধন ঘাটতিতে থাকা সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সোনালী ব্যাংকের।

বিদায়ী বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট মূলধন ঘাটতির পরিমাণ ২ হাজার ৫৬ কোটি টাকা। এছাড়া জনতা ব্যাংকের ৯৩৩ কোটি, অগ্রণী ব্যাংকের ৭৮৮ কোটি, রূপালী ব্যাংকের ৫৪৬ কোটি এবং বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি ৫৬২ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংকের মূলধন ঘাটতি ৬৫২ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৯১ কোটি, কমিউনিটি ব্যাংকের ২ কোটি ৭০ লাখ এবং আইসিবি ইসলামী ব্যাংকের ১ হাজার ৫৯১ কোটি টাকা।

বিদেশি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতি ৫৯ কোটি টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ৯ হাজার ৭৮ কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৭০১ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে। বিদায়ী বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে আইএমএফ বলছে, প্রকৃত খেলাপি ঋণ আড়াই লাখ কোটি টাকা ছাড়াবে।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

পদ্মা সেতুর ৩ হাজার ১৫০ মিটার দৃশ্যমান

padma-bridge-spanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন বছরের প্রথম সপ্তাহেই পদ্মা সেতুতে সফলভাবে বসানো হয়েছে ২১তম স্প্যান। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ৪ ও ৫ নম্বর পিলারে বসানো হয়েছে স্প্যানটি।

এর মধ্য দিয়ে রূপ নিল সেতুটি ৩ হাজার ১৫০ মিটার লম্বা কাঠামোতে।

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিয়ানহু নামের একটি ক্রেন ৪ ও ৫ নাম্বার পিলারে স্প্যানটি বসিয়ে দেয়। চলতি মাসে আরো তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে পদ্মা সেতুতে বসানো হয় ২০তম স্প্যান। ওইদিন সেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর সফলভাবে বসানো হয় ‘৩-এফ’ নামের স্প্যানটি।

সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে ৩৬টি পিলারের কাজ শতভাগ শেষ হয়েছে। বাকি রয়েছে ছয়টি পিলার (৮, ১০, ১১, ২৬, ২৭, এবং ২৯ )। এসব পিলার এর কাজ এপ্রিলে পুরোপুরি শেষ হবে। সেতুর ৪১ টি স্প্যানের মধ্যে ২০ টি স্প্যান স্থাপন করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি নতুন আরেকটি স্প্যান স্থাপন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

  1. লাফার্জ হোলসিম সিমেন্ট
  2. খুলনা পাওয়ার কোম্পানি
  3. এডিএন টেলিকম
  4. ব্র্যাক ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. বিকন ফার্মা
  7. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  8. ড্যাফোডিল কম্পিউটারস
  9. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  10. জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সূচকের বড় পতন হলেও লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। তবে এদিন সেখানে সূচক অনেকটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৮১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ২৯২ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৩১ পয়েন্টে। আর ডিএসই সূচক ১২.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৮.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৫১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৩টির। আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, এডিএন টেলিকম, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটারস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৩৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে এডিএন টেলিকম ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অগ্নিকান্ডের পরে কারখানা চালু করেছে জাহিন স্পিনিং

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিংয়ের কারখানায় অগ্নিকান্ডের পরে তা আবার চালু করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২২ ডিসেম্বর নারায়নগঞ্জে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। পরে কারখানার উৎপাদন বন্ধ রাখে কোম্পানিটি।

গতকাল রবিবার হতে জাহিন স্পিনিংয়ের কারখানাটি আবারো চালু করা হয়েছে। তবে এই অগ্নিকান্ডে অনেকটা ক্ষয় ক্ষতি হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

শুক্রবার বাণিজ্য মেলা বন্ধ

tradস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) বন্ধ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু। এ উপলক্ষে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেলার ইজারা পাওয়া প্রতিষ্ঠানের ব্রাদার্সের মালিক মীর শহিদুল গণমাধ্যমকে বলেন, ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এতে আমাদের লোকসান হবে। কারণ ওই দিন শুক্রবার।

আর শুক্রবারে বাণিজ্য মেলায় লোক সব থেকে বেশি থাকে।

স্টকমার্কেটবিডি.কম/