ড. ইউনূস সহ চারজনের প্রতি সমন জারি

courtস্টকমার্কেটবিডি ডেস্ক :

ড. মুহাম্মদ ইউনূসকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। ড. ইউনূস ছাড়াও তার প্রতিষ্ঠানের আরো তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য এ সমন জারি করেন আদালত। শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করা মামলায় গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদের প্রতি এই সমন জারি করা হয়েছে।

সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম তাদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা আমলে নিয়ে এ সমন জারি করেন। বিচারক ৬ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।

আদালতের সেরেস্তাদার জামাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের প্রতি ৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। শিগগিরই তাদের ঠিকানায় সমন পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে ৫ জানুয়ারি শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম।

মামলার বিবাদীরা হলেন গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকর।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী ২০১৯ সালের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির দ্বারা ১০টি বিধি লঙ্ঘনের বিষয়টি দেখতে পান।

এর আগেও গত ৩০ এপ্রিল বাদীপক্ষের এক পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে ত্রুটিগুলো সংশোধনের নির্দেশনা দেন। এরপর ৭ মে ডাকযোগে এ বিষয়ে বিবাদী পক্ষ জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। পরে ২৮ অক্টোবর বর্তমান পরিদর্শক আবারও তা অবহিত করেন। নির্দেশনা বাস্তবায়ন না করে বিবাদীরা ফের সময়ের আবেদন করেন। কিন্তু আবেদনের সময় অনুযায়ী তারা জবাব দাখিল করেননি।

এমতাবস্থায় বিবাদীরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ ধারা ৩৩ (ঙ) এবং ৩০৭ মোতাবেক দণ্ডনীয় অপরাধ বলে বাদী মনে করেন।

যে ১০টি বিধি লঙ্ঘন করেছে ড. ইউনূসের কম্পানি:
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর গত ১০/১০/২০১৯ খ্রি. তারিখে সরেজমিনে পরিদর্শনকালে বাংলাদেশ শ্রম আইন-২০০৬, বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) আইন ২০১৩ ও বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর নিম্নোক্ত ১০টি লঙ্ঘন পরিলক্ষিত হয়। ড. ইউনূসের কম্পানি এগুলো লঙ্ঘন করেছে-

১. বিধি মোতাবেক শ্রমিক/কর্মচারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সার্ভিস বহি প্রদান করা হয়নি।

২. বিধি মোতাবেক শ্রমিকের কাজের সময় এর নোটিশ পরিদর্শকের নিকট হতে অনুমোদিত নয়।

৩. কম্পানিটি বার্ষিক ও অর্ধবার্ষিক রিটার্ন দাখিল করেনি।

৪. কর্মীদের বৎসরান্তে অর্জিত ছুটির অর্ধেক নগদায়ন করা হয় না।

৫. কম্পানির নিয়োগবিধি মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত নয়।

৬. ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি ও উৎসব ছুটি প্রদান-সংক্রান্ত কোনো রেকর্ড/রেজিস্টার সংরক্ষণ করা হয় না।

৭. কম্পানির মুনাফার অংশ ৫% শ্রমিকের অংশগ্রহণ তহবিল গঠনসহ লভ্যাংশ বণ্টন করা হয় না।

৮. সেফটি কমিটি গঠন করা হয়নি।

৯. কর্মীদের অন্য প্রতিষ্ঠানে কাজ করালেও কোনো ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেননি।

১০. কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে লাইসেন্স গ্রহণ করেনি।
সূত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/আর

বাংলাদেশে বিনিয়োগ করতে বিভিন্ন দেশ আগ্রহী: শিল্পমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশে শিক্ষার হারসহ বঙ্গবন্ধুর সোনার বাংলার আজ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ আজ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছে।

আজ সোমবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজিত ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদশে এখন উন্নয়নের রোল মডেল। একটি কুচক্রী মহল চায় না বাংলাদেশ এগিয়ে যাক। তাদের চোঁখে সরকারের উন্নয়ন দেখা যায় না।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে এদেশের ১৭ কোটি মানুষ, যেটা অচিরেই পূরণ হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়াশিষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইকবাল হোসেন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/আর

ব্লক মার্কেটে ১১টি কোম্পানির ২৩ কোটি টাকার লেনদেন

blockস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানি শেয়ার লেনদেন অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৮ লাখ ৪২ হাজার ৯৪০টি শেয়ার ৪৫ বার হাত বদলের মাধ্যমে ২৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৩ লাখ ৪১ হাজার টাকার স্ট্যান্ডার্ড সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ।

এছাড়া বিকন ফার্মার ১৪ লাখ ৫৭ হাজার টাকার, লিন্ডে বাংলাদেশের ৩৬ লাখ ৯৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১৬ লাখ ৫০ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলারের ১০ লাখ ৯০ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ২৪ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ লাখ টাকার, এসকে ট্রিমসের ৪৯ লাখ ৯০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

বাসে করে বাংলাদেশ থেকে শিলিগুড়ি-দার্জিলিং

DARjilinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না। অর্থাৎ এক বাসেই বাংলাদেশ থেকে শিলিগুড়ি-দার্জিলিং যাওয়া যাবে।

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ থেকে দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হবে। সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না; যা আগে দরকার হতো।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বৈঠকে আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা-শিলিগুড়ি-গ্যাংটক (সিকিম)-ঢাকা এবং ঢাকা-শিলিগুড়ি-দার্জিলিং-ঢাকা রুটে পরীক্ষামূলক বাস চালুর পরিকল্পনা করেছে ঢাকা।

২০১৫ সালের ১৫ জুনে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল মোটরযান চুক্তিতে স্বাক্ষর করে। চার দেশের মধ্যে অবাধ পণ্য ও যাত্রীসেবার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু পরবর্তীতে ভুটান চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় তা থমকে আছে।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

পাসপোর্টে বাংলাদেশের অবস্থান ৯৮তম, শীর্ষে জাপান

passস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০২০–এর তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ৯৮তম। গত বছরের তুলনায় ১ ধাপ পিছিয়েছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।

ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ওপর জরিপের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করা হয়েছে। এ তালিকার শীর্ষে ও সর্বনিম্নে রয়েছে এশিয়ার দুই দেশ। সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশ জাপান এবং সবচেয়ে দুর্বল দেশ আফগানিস্তান।
বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন করে যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক ফার্ম হেনলি অ্যান্ড পার্টনারস এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য ব্যবহার করে তৈরি করা হয় সূচক।

বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় বিশ্বের ৪১টি দেশ ভ্রমণ করা যায়। বাংলাদেশের সঙ্গে এ সুবিধা পাচ্ছে কঙ্গো, ইরিত্রিয়া ও ইরান। গত বছরও ৪১টি দেশ ভ্রমণের সুবিধায় ছিল বাংলাদেশ। সূচকে পিছিয়ে গেলেও বাংলাদেশকে ভিসা ফ্রি অর্থাৎ শুধু পাসপোর্টে ভ্রমণ সুবিধা দেওয়া দেশের সংখ্যা একই রয়েছে।

৮৪টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৫৮তম অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। ৩২টি দেশ ভ্রমণের সুবিধা নিয়ে তালিকায় ১০৪তম অবস্থানে আছে পাকিস্তান। শ্রীলঙ্কা ৪২টি দেশে ভ্রমণ সুবিধা পাচ্ছে।

নেপাল রয়েছে ১০১তম এবং মিয়ানমার ৯৪তম অবস্থানে। দেশটির ভ্রমণের অধিকার আছে ৪৭ রাষ্ট্রে।

জাপানের পাসপোর্ট দিয়ে ১৯১টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। এছাড়া তালিকায় দ্বিতীয় সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে ১৯০টি দেশ ভ্রমণ করা যায়। তৃতীয় অবস্থানে আছে যৌথভাবে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

পরীক্ষামূলক উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

payra-750x563স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটিকে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পর কেন্দ্রটি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বলে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবি থেকে দেশে ফিরলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ঠিক করা হবে।

পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর আগে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ছিল ৪৫০ মেগাওয়াট, যা গ্যাসচালিত।

আমদানি করা কয়লায় উৎপাদনের জন্য পায়রা বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও চীনের সমান অংশীদারিত্বে নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটি রাষ্ট্রীয় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশন (সিএমসি) যৌথভাবে নির্মাণ করেছে। দুই বিলিয়ন ডলার বা ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে নির্মিত এই কেন্দ্রের ঋণ সহায়তা দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। কেন্দ্রটি নির্মাণে এনডব্লিউপিজিসিএল ও সিএমসি যৌথভাবে বিসিপিসিএল গঠন করেছে

পায়রার পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের ৩০ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

আইপিডিসি’র নতুন চেয়ারম্যান আব্দুল করিম

IPDCস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি (ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি) ফাইন্যান্স লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আব্দুল করিম। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইপিডিসি’তে যোগদানের আগে তিনি টানা দুইবার গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান এবং ব্র্যাকের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি মো. আব্দুল করিম পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মো. আব্দুল করিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ) এবং অর্থ মন্ত্রণালয়ে (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) বিভিন্ন সময়ে সচিব এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক/বাণিজ্যিক পরামর্শদাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

পোশাক শিল্পের চারটি আন্তর্জাতিক প্রদর্শনী ১৫ জানুয়ারি

garmentech-bg20200113155121স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৫ জানুয়ারি (বুধবার) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পোশাক শিল্প পণ্যের চারটি আন্তর্জাতিক প্রদর্শনী।

দেশের পোশাকখাতের উন্নয়নে মেশিনারি, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স, গার্মেন্টস এক্সেসরিজ, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ও সাপোর্ট সার্ভিস নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আইসিসিবির ১০টি হলজুড়ে ২৪ দেশের ৪৫০ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, পোশাক শিল্পের মেশিনারি এবং এর সহায়ক পণ্যের ১৯তম আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন হবে আগামী ১৫ জানুয়ারি। প্রদর্শনীগুলো হলো- গার্মেন্টেক বাংলাদেশ-২০২০, ১১তম ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স সোর্সিং ফেয়ার-২০২০, ১১তম গ্যাপ এক্সপো-২০২০ এবং প্যাকটেক বাংলাদেশ-২০২০। প্রদর্শনীর পর্দা নামবে আগামী ১৮ জানুয়ারি (শনিবার)।

আয়োজক প্রতিষ্ঠান জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী টিপু সুলতান বলেন, ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে দেশের পোশাকখাত। এ অবস্থায় এ খাতকে উৎপাদন, নিরাপত্তা, কর্মপরিবেশ, দক্ষতা, পণ্যের মান, বৈচিত্র্যতা এবং মোড়কজাতকরণে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ১৯তম আন্তর্জাতিক প্রদর্শনীর গার্মেন্টেক বাংলাদেশ-২০২০ এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করছি।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আব্দুল কাদের খান বলেন, আমাদের এ প্রদর্শনী সম্মিলিতভাবে আয়োজন করেছে জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, আসক ট্রেড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বিজিএপিএমইএ। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, কলম্বিয়া, মালয়েশিয়া, কানাডা, স্পেন, ফ্রান্সসহ ২৪টি দেশের ৪৫০ প্রতিষ্ঠান অংশ নেবে।

প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

  1. লাফার্জ হোলসিম সিমেন্ট
  2. এডিএন টেলিকম
  3. রিন সাইন টেক্সটাইল
  4. খুলনা পাওয়ার কোম্পানি
  5. বীকন ফার্মা
  6. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  7. নর্দার্ণ জুট মেনুফেকচারিং
  8. স্ট্যান্ডার্ড সিরামিকস
  9. গ্রামীণফোন লিমিটেড
  10. এসএস স্টিলস লিমিটেড।

ডিএসইতে ৫৬ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সেখানে সূচক ব্যাপক পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ সোমবার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৮ পয়েন্ট। সূচকটি নেমে এসেছে ৪১২৩ পয়েন্টে, যা কিনা গত ৫৬ মাসের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৫ সালের ৭ মে সূচকটি ৪ হাজার ১২২ পয়েন্ট হয়েছিল।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৩৮ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ২৬০ কোটি ৮২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ২০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৭.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩১৩টির। আর দর অপরিবর্তিত আছে ২০টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম সিমেন্ট, এডিএন টেলিকম, রিন সাইন টেক্সটাইল, খুলনা পাওয়ার কোম্পানি, বীকন ফার্মা, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড, নর্দার্ণ জুট মেনুফেকচারিং, স্ট্যান্ডার্ড সিরামিকস, গ্রামীণফোন লিমিটেড ও এসএস স্টিলস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৫৭০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৭ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে লাফার্জ হোলসিম সিমেন্ট ও এডিএন টেলিকম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড