স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় ১৬০০ কোটি টাকা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় ক্ষুদে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও সঞ্চয় দুই বাড়ছে। ২০১৯ সালের ডিসেম্বর শেষে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে স্কুল শিক্ষার্থীদের নামে ১৯ লাখ ৮০ হাজার হিসাব খোলা হয়েছে।

এসব হিসাবে সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৬১৬ কোটি টাকা।

রবিবার স্কুল ব্যাংকিং এবং কর্মজীবি শিশু-কিশোদের ব্যাংক হিসাব পরিচালনা সংক্রান্ত সভায় এ তথ্য দেওয়া হয়। বৈঠকে আসছে মুজিববর্ষে স্কুল ব্যাংকিংয়ের নতুন পণ্য চালু করা এবং বৃহৎ পরিসরে কেন্দ্রীয়ভাবে স্কুল ব্যাংকিং কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন। বৈঠকে দেশের সব তফসিলি ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের ফোকাল কর্মকর্তারা অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন বলেন, স্কুল ব্যাংকিং ও পথ ও কর্মজীবি শিশুদের একাউন্ট খুলতে ব্যাংকগুলোকে একটা টার্গেট থাকে। ওই টার্গেট ব্যাংকগুলো কতটা পরিপালন করতে সক্ষম হলো সেটা পর্যালোনার জন্যই তাদের সঙ্গে মিটিং করা হয়েছে। এ সময়ে তাদের বেশকিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন,

স্টকমার্কেটবিডি.কম/

দক্ষ জনশক্তি নিতে আগ্রহী কাতার

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ থেকে চিকিৎসক ও প্রকৌশলীর মতো দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি তার দেশের এ আগ্রহের কথা জানান।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি বলেন, তার দেশ বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলীর মতো বিভিন্ন সেক্টরে দক্ষ জনশক্তি নিতে করতে আগ্রহী।

বিভিন্ন সেক্টরে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সম্ভবনার কথা তুলে ধরে তিনি বলেন, সহযোগিতার বহু ক্ষেত্র এখনো অজানা রয়ে গেছে। আমাদের এসব ক্ষেত্রগুলো খুঁজে বের করতে হবে।

শিক্ষাখাতে দুইদেশের সহযোগিতা প্রত্যাশা করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/

২০১৮-১৯ অর্থবছরে বিমানের মুনাফা ২১৭ কোটি টাকা

Bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সংসদে জানিয়েছেন, বিমানের দুর্নীতি ও ব্যয় সংকোচনের জন্য প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। যার ফলে বিমানের দুর্নীতি বহুলাংশে কমে এসেছে। ফলে ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ বিমানের মোট আয় ছিল ৫ হাজার ৭৯৫ কোটি টাকা, আর ব্যয় হয় ৫ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা। ফলে বিমানের নিট লাভ হয়েছে ২১৭ কোটি ৮০ লাখ টাকা।

আবার ২০১৯ সালের জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত নিট লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের আবুল কালাম আজাদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলাদেশ বিমানের নিজস্ব ১২টি এবং লিজকৃত ৬টি বিমানসহ মোট ১৮টি উড়োজাহাজ আন্তর্জাতিক রুটে ১২টি দেশে ১৭টি এবং অভ্যান্তরীণ রুটে ৭টি স্টেশনে যাতায়াত করছে, যা পূর্ববর্তী যে কোনো সময়ের চেয়ে বেশি।

এছাড়া বিমানের যাত্রীদের ব্যাগেজ ডেলিভারির সময় প্রথম ব্যাগেজ ১৮ মিনিট এবং শেষ ব্যাগেজ ৬০ মিনিট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। যার ফলে যাত্রী সেবার মান বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম

ডাকঘর সঞ্চয় স্কিমের সুদ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা

minitry-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি ও সাধারণ হিসাবে আমানতের সুদের হার কমানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আজ রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় বলেছে, সঞ্চয়পত্রের সুদের হার সরকার কমায়নি। কমেছে ডাকঘরে যে সঞ্চয় কর্মসূচি (স্কিম) রয়েছে এবং সেই কর্মসূচির আওতায় মানুষ যে আমানত রাখছে তার সুদের হার।

সরকারি ব্যাংকে সুদের হারের সমপর্যায়ে নিয়ে আসতে ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমানতের সুদের হার কমানো হয়েছে বলে যুক্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বলেছে, ১৩ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সঞ্চয় কর্মসূচির সুদের হার কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। সঞ্চয়পত্রের সুদের হার আগে যা ছিল, তা-ই আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআরডির প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন গণমাধ্যমে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে বলে যেসব প্রতিবেদন হয়েছে, তাতে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং বিষয়টি স্পষ্ট করতেই এ বিজ্ঞপ্তি।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকঘর থেকে যেমন সঞ্চয়পত্র কেনা যায়, তেমনি ডাকঘর সঞ্চয় স্কিমের আওতায়ও টাকা রাখা যায়। ডাকঘরে চার ভাবে টাকা রাখা যায়। ডাকঘর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে সঞ্চয়পত্র কেনা যায়, ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাব ও সাধারণ হিসাব খোলা যায়। আবার ডাক জীবন বিমাও করা যায়। এবার সুদের হার কমেছে ডাকঘরের সঞ্চয় স্কিমের মেয়াদি হিসাব ও সাধারণ হিসাবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

আইপিও আবেদন বাতিল করলো বিএসইসি, প্রত্যাহার ১টি

bsec-1-696x372স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও)তিনটি কোম্পানির আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া সম্প্রতি আইপিও আবেদন প্রত্যাহার করে নিয়েছে একটি কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

বাতিলকৃত কোম্পানিগুলি হচ্ছে: পিইবি স্টিল অ্যালায়েন্স লিমিটেড, আছিয়া সি ফুডস এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি। এছাড়া গত সপ্তাহে আইপিও প্রত্যাহার করা কোম্পানি হচ্ছে মিরা অ্যাগ্রো ইনপুটস।

সূত্রে মতে, কোম্পানিগুলো পাবলিক ইস্যু বিধি ও কোম্পানি আইন ভঙ্গ করেছে। এছাড়া কোম্পানিগুলো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার সময়ও বিধি লঙ্ঘন করেছিল, যা আইপিও আবেদনের সাথে জমা দেওয়া হয়েছিল।

পিইবি স্টিল অ্যালায়েন্স লিমিটেড ২০১৮ সালের ২১ অক্টোবর ১৫ কোটি টাকার আইপিও আবেদন করে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন ইন্টারন্যাশনাল একাউন্টিং স্ট্যান্ডার্ড-১৬ অনুয়ায়ী করতে ব্যর্থ হয়। এছাড়া আইপিওতে কোনো বিদেশি ব্যাংক শাখার নাম উল্লেখ না করায় কোম্পানি আইন ১৯৯৪ ভঙ্গ করে বলে বিএসইসির অভিযোগ।

আছিয়া সী ফুডস ২ কোটি শেয়ার ছেড়ে আইপিও র মাধ্যমে ২০ কোটি টাকার আবেদন করেন। কিন্তু কোম্পানিটি পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য ডকুমেন্ট আবেদনে সংযুক্ত করতে ব্যর্থ হয় বলে আবেদনটি বাতিল করা হয়।

আর ইউনিয়ন ইন্স্যুরেন্স ১.৬ কোটি শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকার আইপিও আবেদন করে। বীমাটি তখন পরিশোধিত মূলধন দেখায় ২৫.৫৫ কোটি টাকা। যা আইপিওর পরে বেড়ে দাড়াবে ৪১.৫৫ কোটি টাকা। যা পাবলিক ইস্যু রূলস ২০১৯ কে ভঙ্গ করে বলে বিমাটার আবেদন বাদ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারের উন্নয়নে একত্রে কাজ করবেন ডিএসই ও সিএসই

Press-Meeting20200216173102স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ছানাউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উভয়ের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিয়য়ে খোলামেলা আলাচনা হয়। শেয়ারবাজারের উন্নয়নে উভয় এক্সচেঞ্জ একত্রে কাজ করবেন বলে উভয়ই সম্মত হন এবং এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার হাত আরও বাড়াবেন বলে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা একমত পোষণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/

কর ফাঁকি দেওয়া বিদেশিদের ধরার নির্দেশ দুদকের

dudokস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে কাজ করা বিদেশিদের মধ্যে যারা চিহ্নিত কর ফাঁকিবাজ তাঁদের ধরতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রবিবার রাজধানীর বিসিএস কর একাডেমি মিলনায়তনে দুদক ও এনবিআর কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সে তিনি এ নির্দেশ দেন।

কেউ যাতে কর ফাঁকি এবং জনসাধারণের অর্থ আত্মসাৎ করতে না পারে সে জন্য এনবিআর কর্মকর্তাদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান বলেন, ‘কর আহরণের সময় কোনো সৎ ব্যবসায়ীকে হয়রানি করবেন না। আমরা করের হার বাড়ানো নয়, কর জাল বিস্তৃত করতে চাই। আপনারা (দুদক ও এনবিআর কর্মকর্তা) বাংলাদেশের লক্ষ্য অর্জনে স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিএস কর একাডেমির মহাপরিচালক মো. লুৎফুল আজীম। সূত্র : ইউএনবি

স্টকমার্কেটবিডি.কম/এম/

কপারটেক ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন

copertecস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি এই লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/

আইপিডিসির বাৎসরিক বোর্ড সভা ২৩ ফেব্রুয়ারি

ipdcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসির বোর্ড সভা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. লাফার্জ হোলসিম সিমেন্ট
  2. খুলনা পাওয়ার কোম্পানি
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  6. ইন্দো বাংলা ফার্মা
  7. সামিট পাওয়ার
  8. এস এস স্টিলস
  9. সিঙ্গার বিডি
  10. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।