দেশের বিদ্যুৎ খাতে আরো জাপানী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

1582570795_48স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরোও জাপানী বিনিয়োগ প্রত্যাশা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কাজের সাথে সাথে বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। কাজেই চাহিদা পূরনের জন্য আমাদের খাতটিতে অরোও বিনিয়োগের প্রয়োজন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বিকেলে তাঁর কার্যালয়ে (পিএমও) জাপানের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান জিরা (জেইআরএ) কোম্পানী’র প্রেসিডেন্ট সাতশী ওনডা সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বৈঠকে জিরাসহ বিভিন্ন জাপানী কোম্পানীর বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বৈঠকে দেশের বিদ্যুৎ খাতের সম্প্রসারণে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করেন। জিরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তাঁদের কোম্পানী জাপানে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। যা দেশের মোট চাহিদার শতকরা ৫০ শতাংশ।

‘আমরা এই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হচ্ছি,’ বলেন তিনি। সাতশী ওনডা প্রধানমন্ত্রীকে রিলায়েন্স বাংলাদেশ পাওয়ার এবং এলএনজি কোম্পানীর যৌথ প্রকল্প সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। যেটি দেশের মেঘনা ঘাটে একটি ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।

‘এই বিদ্যুৎ কেন্দ্রে ২০২২ সাল নাগাদ উৎপাদন শুরু হবে,’ উল্লেখ করেন তিনি। তাঁরা ইতোমধ্যেই দেশের সামিট পাওয়ার লিমিটেডে’র সঙ্গে যৌথ ভাবে একটি ৩৩৫ মেগওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে উল্লেখ করে জিরা সভাপতি বলেন, ‘আমরা সামিটের সঙ্গে যৌথ উদ্যোগে আরো কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চাই।’সাতশী ওনডা বলেন, সামিট-জিরা মিতসুবিশি কনসোর্টিয়াম ইতোমধ্যে কক্সবাজারের মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সরকারের কাছে আগ্রহ প্রকাশ করে আগ্রহ পত্র (ইওআই) জমা দিয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকী এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান এ সময় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বিএসটিআই’র লোগো দেখে পণ্য কেনার আহ্বান

bstiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মানসম্মত পণ্য নিশ্চিতে বিএসটিআই’র লোগো দেখে পণ্য কেনার আহ্বান জানিয়েছে বিএসটিআই।

রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে শিক্ষা সফরের অংশ হিসেবে বিসিআইসি কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনাকালে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন আজ সোমবার এ আহবান জানান।

এ সময় বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিসিআইসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পণ্যের মানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)এর মহাপরিচালক বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের দায়িত্ব বিএসটিআই’র। পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ প্রদান এবং সেসব পণ্যের মান তদারকির দায়িত্ব বিএসটিআই’র। তাই তিনি বিএসটিআই’র লোগো দেখে এসব পণ্য কিনতে ক্রেতা সাধারণদের পরামর্শ দেন।

মুয়াজ্জেম হোসাইন বলেন, মানসম্পন্ন পণ্যের বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সম্প্রতি বিএসটিআইতে শিক্ষা সফরের ব্যবস্থা চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিজিটাল কমার্স নীতিমালার সংশোধনী অনুমোদন

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশি প্রতিষ্ঠানকে দেশি বিধি-বিধান পালন করে এককভাবে ব্যবসা করার সুযোগ দিয়ে ‘জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা-২০২০’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে জানান, নীতিমালাটি ২০১৯ সালের ৩১ জানুয়ারি থেকে কার্যকর ছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিজিটাল কমার্স খাতে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান প্রতিপালন করতে হবে বলে সংশোধনী এনেছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে বিদেশি কোনো ডিজিটাল প্রতিষ্ঠান দেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগ ছাড়া ব্যবসা করতে পারবে না এবং দেশি ডিজিটাল প্রতিষ্ঠানগুলোর শর্তগুলো প্রাধান্য দেওয়া হবে।

‘এখন বিদেশি প্রতিষ্ঠান আমাদের বিধি-বিধান পালন করে এককভাবে ব্যবসা করতে পারবে।’

স্টকমার্কেটবিডি.কম/

এবার হজের খরচ সর্বনিম্ন ৩ লাখ ১৫ হাজার টাকা

hajj-bg20200224143447স্টকমার্কেবিডি ডেস্কঃ

সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রেখে ২০২০ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ অনুমোদন করেছে সরকার।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩ এর আওতায় খরচ পড়বে ৩ লাখ ১৫ হাজার টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজ প্যাকেজগুলো অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এতথ্য জানান।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠাতে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সালভো কেমিক্যালসের ঋণমান প্রকাশ

salvoস্টকমার্কেবিডি ডেস্কঃ

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ভিএফএস থ্রেডস
  2. গ্রামীণফোন লিমিটেড
  3. ওরিয়ন ফার্মা
  4. কনফিডেন্স সিমেন্ট
  5. এসকে ট্রিমস
  6. বিএসআরএম স্টিলস
  7. লাফার্জ হোলসিম সিমেন্ট
  8. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  9. সিলভা ফার্মাসিটিউক্যালস
  10. কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের কমেছে। এদিন সেখানে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬০০ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৫০ পয়েন্টে। আর ডিএসই সূচক ১২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৭১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০১টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ভিএফএস থ্রেডস, গ্রামীণফোন লিমিটেড, ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, এসকে ট্রিমস, বিএসআরএম স্টিলস, লাফার্জ হোলসিম সিমেন্ট, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, সিলভা ফার্মাসিটিউক্যালস ও কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৭৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ২২ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে মার্কেন্টাইল ইন্স্যূরেন্স ও এসকে ট্রিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করবে ফারইষ্ট লাইফ

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের একজন করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফারইষ্ট লাইফ ইন্স্যূরেন্স নামে পরিচালক প্রতিষ্ঠানটির ২৪ লাখ ৪৫ হাজার হাজার শেয়ার বিক্রয় করবে। তার হাতে মোট ৩৭ লাখ ৫৪ হাজার ৬টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ২৯ মার্চ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস পরবর্তী এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন।

মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিডিসির নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

IPDCস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসির পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ১ টাকা ৮২ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়নি। আর রেকর্ড ১১ মার্চ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম