আইএমএফের কাছে সাহায্য চেয়েছে এশিয়ার এক ডজন দেশ

imfস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারী করোনাভাইরাসের বিপর্যস্ত মধ্য প্রাচ্য ও মধ্য এশিয়ার এক ডজন দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছে আর্থিক সাহায্য চেয়েছে। খবর সিএনএনের।

আইএমএফের মধ্য প্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক জিহাদ আজুর এ তথ্য প্রকাশ করেছেন। তিনি তার ব্লগ পোস্টে লিখেছেন, ইরাক, সুদান ও ইয়েমেনের মতো দেশ সহিংসতাসহ নানা কারণেই এমনিতেই ভঙ্গুর অবস্থায় রয়েছে।

করোনা মোকাবেলা করা তাদের জন্য দুঃসাহসী একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের স্বাস্থ্য ব্যবস্থাও দুর্বল। বিশ্ব বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে যার কারণে মেডিকেল ও অন্যান্য পণ্য সরবরাহেও ঘাটতি তৈরি হয়েছে।

কোন কোন দেশ আইএমএফের কাছে সাহায্য চেয়ে তা তিনি উল্লেখ করেননি। তবে কিরগিজস্তানের জরুরি আর্থিক সাহায্যের অনুরোধের বিষয়ে চলতি সপ্তাহের শেষে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

টিসিবি ও ভোক্তা অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

tcbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে সরকারি ছুটি ঘোষণা করা হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে নিত্যপণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

করোনা আতঙ্কে আরো ৩ কোম্পানির এজিএম স্থগিত

 

agmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। করোনা আতঙ্কে কোম্পানিগুলোর এজিএমও স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানিগুলোর এজিএম আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার‌য কারণে এজিএম স্থগিত করা হয়েছে।

এজিএমের নতুন তারিখ,সময় ও ভেন্যু পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের সামান্য পতনের সাথে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৩ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ১ পয়েন্ট কমে ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে এক হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে ১৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৪ কোটি ৭৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ২৫৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে ১১ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ সিএসইতে ৮১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বন্ধ করা হলো শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের শেয়ারবাজারে অফিশিয়াল কাজের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা বোর্ড আগামী ২৯ মার্চ রবিবার থেকে ২ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ৫দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে করোনা ভাইরাস প্রতিরোধে স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার জন্য নোটিস আসে। এরপর ডিএসইর পর্ষদ প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে করোনা প্রতিরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বার্ষিক সভা স্থগিত

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) মূলতবি ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ মার্চ বার্ষিক সাধারণ সভাটির (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল।

বিমাটির এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রীনডেল্টা লাইফের এজিএম স্থগিত

Green-Delta-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্রীনডেল্টা লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়ে।  এজিএমের তারিখ পরবর্তীতে জানানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ মার্চ বার্ষিক সাধারণ সভাটির (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল।

বিমাটির এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

স্টকমার্কেটবিডি.কম/বি

তাকাফুল ইন্স্যূরেন্সের বোর্ড সভা স্থগিত

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যূরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা স্থহিত করা হয়েছে। মঙ্গলবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, ৩১ মার্চ বেলা সাড়ে ৫টায় রাজধানীতে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ৫ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ছুটিতে ব্যাংকে লেনদেন দুপুর ১২টা পর্যন্ত

bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিনের সাধারণ ছুটি ঘোষণা করলেও এ সময়ে ব্যাংকের সব শাখা খোলা থাকবে। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ব্যাংকার ও অন্যান্য কর্মীদের অবশ্য অফিস করতে হবে দুপুর দেড়টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সার্কুলার জারি করা হবে বলে জানা গেছে। নতুন সময়সূচী কার্যকর হবে রোববার থেকে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। কর্মীদের অফিস করতে হয় ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের সমকালকে বলেন, ব্যাংকের সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে সাধারণ ছুটিকালীন সময়ে সীমিত সময়ে লেনদেন চলবে।

সরকার আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং পরের দু’দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

স্টকমার্কেটবিডি.কম/

দুটি কোম্পানির সাথে স্কয়ার ফার্মার চুক্তি

square20181220175653স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন এ ঔষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালস দুটি ঔষুধ কোম্পানির সাথে চুক্তি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

যাদের সাথে চুক্তি হয়েছে সেই কোম্পানি দুটি হলো- রেনেটা অনকোলজি লিমিটেড ও এ্যাপেক্স ফার্মা লিমিটেড।

এই চুক্তির আওতায় এদের কিছু ঔষুধ স্কয়ার ফার্মা তৈরি করবে।

চাহিদা বাড়ায় এসব ঔষুধ তৈরি করতে পারছে না কোম্পানিগুলো এই চুক্তি করেছে স্কয়ার ফার্মার সাথে।

স্টকমার্কেটবিডি.কম/বি