জাহিন স্পিনিংয়ের ১২০০ শ্রমিককে ত্রাণ বিতরণ

zahinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাহিন স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় কর্মরত ১২০০ শ্রমিককে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এতে প্রত্যেক শ্রমিকের পরিবারের জন্য খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণসামগ্রী বিতরণ করে শীর্ষ কর্মকর্তারা।

এ সময় জাহিন স্পিনিং মিলস লিমিটেডের এমডি বদরুজ্জামান খসরুসহ  কারখানার সকল শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহিন স্পিনিং মিলস লিমিটেডের কোম্পানি সচিব মুহিন উদ্দিন বলেন, জাহিন স্পিনিংয়ের কারখানায় কর্মরত ১২০০ শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এটা ধারাবাহিকভাবে করা হবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিকদের আয়-রোজগার একেবারেই শূণ্য। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

স্টকমার্কেটবিডি.কম/