৯ মাসে এডিপি বাস্তবায়ন অর্ধেকেরও কম

adpস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের বিস্তারের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাস (জুলাই-মার্চ) সময়ে এডিপির ৪৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গতবার একই সময়ে বাস্তবায়ন হার ছিল ৪৭ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এই তথ্য জানা গেছে। শুধু মার্চ মাসে খরচ হয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

টাকার অঙ্কে গত জুলাই-মার্চ সময়ে এডিপির বরাদ্দের ৯০ হাজার ৭০৪ কোটি টাকা খরচ হয়েছে । চলতি অর্থবছরে সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার ২ লাখ ১০ হাজার ১৯৮ কোটি টাকা। গতবার একই সময়ে ৮৩ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছিল। গতবার অবশ্য সংশোধিত এডিপির আকার ছিল ১ লাখ ৭৬ হাজার ৬৬২ কোটি টাকা।

করোনার কারণে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শ্লথ হয়ে যায়। ফলে এবার প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি কম বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এপ্রিল মাসে প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি আরও নাজুক বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

‘সংকটময় সময়ে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা রানারের লক্ষ্য’

IMG-20200503-WA0000স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এই সংকটময় সময়ে কোম্পানির প্রধান লক্ষ্য হলো, সকল কর্মকর্তা কর্মচারীর স্বাভাবিক জীবন নিশ্চিত করা বলেছেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

সম্প্রতি এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি নিজ প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সবার এপ্রিল মাসের পুরো বেতন পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, এ সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারী ছাটায়ের পরিকল্পনা আমাদের নেই।

তিনি বলেন, আজকে আমরা ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতি আবার কাটিয়ে উঠব আমরা।

তিনি বলেন, আমাদের প্রধান ব্যবসা যেহেতু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। তাই আমাদের ক্ষতির পরিমাণও অন্য যে কোনো খাতের শিল্পে চেয়ে অনেক বেশি।

বক্তব্যে তিনি সবাইকে সরকার ও কোম্পানির নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য ধন্যবাদ প্রদান করেন।

স্টকমার্কেটবিডি.কম/