ডাচ বাংলা ব্যাংকের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি সম্বনিত আয় ছিল ০.৯৫ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬.৩৫ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চ ছিল ৪৭.১২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ইসলামিক ফাইন্যান্সের নগদ লভ্যাংশ ঘোষণা

ifilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় এসেছে ১.৩৯ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪.৪৬ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৮৪ টাকা।

আগামী ২১ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এস