ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে অপসারণ

sayed chowduriস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে ওয়ান ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণখেলাপির দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একইসঙ্গে ঋণখেলাপির দায়ে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ পড়েছেন এএসএম ফিরোজ আলম। রোববার উভয় ব্যাংককে পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম যুগান্তরকে বলেন, একজন ঋণখেলাপি ব্যাংক পরিচালনায় থাকতে পারেন না। এজন্য ওয়ান ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সাঈদ হোসেন চৌধুরীকে সরিয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এএসএম ফিরোজ আলমের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করা হয়েছে। তিনিও ঋণখেলাপি।

জানা যায়, এইচআরসি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের ঋণখেলাপি হয়ে পড়লেও তিনি পরিশোধ করছিলেন না। এ নিয়ে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ করে। এরপরও তিনি ঋণ শোধ করেননি। এর পরিপ্রেক্ষিতে তাকে অপসারণ করা হয়।

সাঈদ হোসেন চৌধুরী একাধিক মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান পদে আছেন। সবশেষ গত বছরের ১ আগস্ট এক বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ঋণখেলাপিরা ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে থাকতে পারেন না। এরপরও অনেকে আদালতের আশ্রয় নিয়ে পরিচালক রয়ে গেছেন।

এদিকে ঋণখেলাপির দায়ে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ পড়েছেন এএসএম ফিরোজ আলম। তাকে পরিচালক পদে পুনঃনিয়োগ দেয়ার আবেদন করা হলেও অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। এতে তিনি পরিচালক পদ থেকে বাদ পড়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/