Day: December 2, 2023
ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৬০ পয়েন্ট
বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৭.২০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১০.৯০ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ১.৬০ পয়েন্ট বা ১৭.২০ শতাংশ বেড়েছে।
সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৬৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৩.৯৬ পয়েন্টে, বস্ত্র খাতের ১৩.২৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৬.৭৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৩.৩৭ পয়েন্টে, বীমা খাতের ১১.০৬ পয়েন্টে, বিবিধ খাতের ২০.১০ পয়েন্টে, খাদ্য খাতের ৭.৫৩১ পয়েন্টে, চামড়া খাতের ২১.৮৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৬.০১ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.২৯ পয়েন্টে, আর্থিক খাতের ২০.৯০ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩০.৯০ পয়েন্টে, পেপার খাতের ৪৩.৭০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ৯.২৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১১.১৮ পয়েন্টে, সিরামিক খাতের ২০.৩১ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩০.৮৭ পয়েন্টে অবস্থান করছে।
স্টকমার্কেটবিডি.কম/জেড/এম
সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩,২২৫ কোটি টাকা
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকই বেড়েছে। একইসঙ্গে বাজার মূলধন ৩ হাজার ২২৫ কোটি টাকার বেশি বেড়েছে। তবে এসপ্তাহে লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ১১ হাজার ৭৭৫ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৩ হাজার ২২৫ কোটি টাকা বা ১.০৩ শতাংশ।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৯৪০ কোটি ৫৬ লাখ টাকার। আগের সপ্তাহের ৪ দিনের লেনদেন হয়েছিল ৩,৩৩৪ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭১.৮০ শতাংশ কম।
ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭৭.৪৪ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৭০ লাখ টাকার উপরে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৯.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৯ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১৬.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪টির শেয়ার ও ইউনিট দর। আর ২টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।
স্টকমার্কেটবিডি.কম/জেড/এম