সমরিতা হসপিটালের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

samaritaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের ৩য় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  3. স্কয়ার ফার্মা
  4. বীকন ফার্মাসিউটিক্যালস
  5. এমএল ডায়িং মিলস
  6. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  7. ওরিয়ন ইনফিউশন
  8. ওরিয়ন ফার্মা
  9. মুন্নু সিরামিকস
  10. গ্রামীণফোন লিমিটেড।

দিনশেষে লেনদেন সামান্য কমলেও সূচকের বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য কমেছে। তবে এদিন সেখানে অনেকটাই বেড়েছে সবগুলো সূচকও। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৮৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৯৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৯টির। আর দর অপরিবর্তিত আছে ১৬৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, স্কয়ার ফার্মা, বীকন ফার্মাসিউটিক্যালস, এমএল ডায়িং মিলস, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিকস ও গ্রামীণফোন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসেস ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নতুন ট্রেকহোল্ডারদের উপর কড়াকড়ি চান পুরাতনরা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাবিত ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বা ট্রেক বিধিমালায় চারটি পরিবর্তনের বিষয়ে মতামত দিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।

গত ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি তাদের ওয়েবসেইটে খসড়া ‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বিধিমালা, ২০২০’ প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত আহ্বান করে।

১৩ জুলাই মতামত দেয়ার সময় শেষ হবে।

এর প্রক্ষিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ তাদের মতামত দিয়েছে।

ব্রোকারেজ হাউজের ব্যবসা করতে গেলে যে আইনগত অধিকারের প্রয়োজন হয় সেটি হচ্ছে ট্রেডিং রাইট। এই ট্রেডিং রাইট কে, কিভাবে পাবে সে বিষয়টি আছে ‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বিধিমালা, ২০২০’ এ ।

স্টক এক্সচেঞ্জগুলো ডিমিউচুয়ালাইজড হওয়ার আগে অর্থাত্ ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক হওয়ার আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যরা ব্রোকারেজ হাউজের ব্যবসা করতে পারতেন।

যেহেতু ডিমিউচুয়ালাইজেশনের আগে ব্রোকাররাই ছিলেন স্টক এক্সচেঞ্জের মালিক, মালিকানা আলাদা হওয়ার পর ব্রোকারদের ব্যবসার জন্য অর্থাত্ ট্রেডিং রাইটের জন্য আলাদা আইন করা দরকার হয়ে পড়ে। সেই পরিপ্রেক্ষিতিই এই আইন করে বিএসইসি।

এটি পাস হলে আগের চেয়ে কম টাকায় নতুন ব্রোকারেজ হাউজ খোলার সুযোগ হবে।

খসড়া বিধিমালায় বলা হয়েছে, একজন ট্রেক হোল্ডারের ন্যূনতম পরিশোধিত মূলধন থাকতে হবে তিন কোটি টাকা।

ডিএসই ন্যূনতম পরিশোধিত মূলধন বাড়িয়ে ১০ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে।

এছাড়া ট্রেক হোল্ডারের নিবন্ধন ফি পাঁচ লাখ টাকা, নিরাপত্তা জামানত দুই কোটি টাকা, নতুন ট্রেক হোল্ডারের আবেদনের জন্য এক লাখ টাকা ফি’র কথা বলা হয়েছে বিধিমালায়।

ডিএসই নিবন্ধন ফি পাঁচ কোটি টাকা (অফেরতযোগ্য), নিরাপত্তা জামানত পাঁচ কোটি টাকা, নতুন ট্রেক হোল্ডারের আবেদনের জন্য ১০ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে।

ডিএসই পরিচালনা পর্ষদ বলছে, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে এই পরিবর্তন চাচ্ছে তারা, যাতে কোনো ব্রোকারেজ হাউজ গ্রাহকের সাথে প্রতারণা করতে না পারে

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসাইন বলেন, “সর্বশেষ আমাদের যে দুটি ব্রোকার লাইসেন্স বিক্রি হয়েছে সেটির একটির দাম ছিল ২৫ কোটি এবং একটির দাম ছিল ২৮ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, “এটি পাস হলে নতুন এবং পুরনো সব ট্রেক হোল্ডারকে এই আইনের আওতায় আসতে হবে।”

স্টকমার্কেটবিডি.কম/

যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের স্থান পরিবর্তন

jamuna -smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

সূত্র জানায়, ব্যাংকটির প্রধান অফিস রাজধানীর গুলশানে নিজস্ব টাওয়ার স্থানান্তর করা হয়েছে।

এর আগে কোম্পানির প্রধান কার্যালয় ছিল দিলকুশার একটি ভবনে।

এখন থেকে সকল গ্রা্হককে নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

কক্সবাজারে চিকিৎসা পণ্য বিতরণ করলো সাইফ পাওয়ারটেক

6-7স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দিয়েছে।

শনিবার (১১ জুলাই) কক্সবাজারে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের (এলজিআরডি) সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন সাইফ পাওয়ারটেকের ডিজিএম আল শহীদ আবদুল্লাহ।

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ট্রলি, ক্যানালা, মাস্ক, রেগুলেটর, ফ্লো মিটার, অক্সিজেন গ্যাস ভর্তি ৫০ সেট সিলিন্ডার, চিকিৎসকদের জন্য ৫০ সেট পিপিই, ২ হাজার ফেইস মাস্ক, ১০০ হ্যান্ড গ্লভস, আই শিল্ড ২৫টি এবং হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা ২টি।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানিটির সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন এইচআর) রেজাউল করিম ও অ্যাডমিন অফিসার জাকির হোসাইন।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব তরফদার মো. রুহুল আমিন বলেন, কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রেখে শিল্প বাণিজ্য বাঁচাতে আমার প্রতিষ্ঠান নিরলসভাবে চট্টগ্রাম বন্দরে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

তিনি আরোও বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি ও আমার প্রতিষ্ঠান ইতিমধ্যে করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছি। এ ছাড়া একজন বিবেকবান মানুষ হিসেবে চট্টগ্রাম বন্দরের দুস্থ শ্রমিকদের বিভিন্ন সময়ে খাদ্যদ্রব্য উপহার ও প্রণোদনা দিয়ে আসছি।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলেও অসহায় দেশবাসীর মধ্যে যথাসাধ্য ত্রাণ, হ্যান্ড গ্লভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দিয়েছি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মাধ্যমে হ্যান্ড গ্লভস, মাস্ক ইত্যাদি দিয়েছি। দেশের বিভিন্ন জায়গায় দুস্থ সংবাদকর্মী ও ফুটবল কোচদের সর্বদা প্রণোদনা দিয়ে আসছি। গত ১১ জুন আমরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে ১০০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। এর আগে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ৪টি নেবুলাইজারসহ ও ৪টি ভেন্টিলেটর এবং পায়রা বন্দরে পিপিই সামগ্রী দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবায় নিজেকে সংশ্লিষ্ট করেছি।

স্টকমার্কেটবিডি.কম/আর

আমরা নেটের জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত

aamra-networksস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০০ কোটি টাকার নন কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধনের প্রয়োজন ও মূলধন শক্তিশালী করার জন্য বন্ডটি ইস্যু করবে।

উল্লেখ্য, কোম্পানিটি বন্ড ছেড়ে অনুমোদিত মূলধন বাড়াতে বিএসইসির অনুমোদন নিতে হবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এনসিসি ব্যাংকের লভ্যাংশ পরিবর্তন

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগের ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ব্যাংকটি গত বছরের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

এ বছর ব্যাংকটির শেয়ার প্রতি আয় করেছে ২.৩০ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১.০২ টাকা।

আগামী ২৮ সেপ্টেম্বর ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১০ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

ড্রাগন সোয়েটারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৫ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৬৪ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৫৬ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৯.৫৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ