ঈদে পোশাক শ্রমিকরা ৩ দিনের ছুটি পাবেন

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের মতো তিন দিনের ছুটি পাবেন পোশাক শ্রমিকরা। তারাও স্টেশন ত্যাগ করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভায় এসব সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পোশাক কারখানার মালিক, শ্রমিকপক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. জেনেক্স ইনফোসিস
  3. ইসলামী ব্যাংক বাংলাদেশ
  4. গ্রামীণফোন লিমিটেড
  5. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  6. স্কয়ার ফার্মা
  7. হাক্কানী পাল্প এন্ড পেপার
  8. নাহী এলুমিনাম কম্পোজিট
  9. ফাইন ফুডস
  10. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড।

উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এদিন সেখানে সূচকগুলোও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪০৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৬৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ২২৫ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ২৬৭ কোটি ৮৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্রামীণফোন লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, স্কয়ার ফার্মা, হাক্কানী পাল্প এন্ড পেপার, নাহী এলুমিনাম কম্পোজিট, ফাইন ফুডস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড।

ডিএসইতে আজ ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৪টির। আর দর অপরিবর্তিত আছে ১৯৭টির।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৫৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম সিমেন্ট ও বারাকা পাওয়ার জেনারেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ন্যাশনাল হাউজিংয়ের বাৎসরিক বোর্ড সভা ২৩ জুলাই

NHFL-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত  নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই কোম্পানি  ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

হাক্কানী পাল্পের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস  লিমিটেডের ৩য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ টায় চট্টগ্রামে  কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

লাফার্জ হোলসিমের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

lafarge-holcim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৬টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

মিউচ্যূয়াল ট্রাষ্ট ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যূয়াল ট্রাষ্ট ব্যাংক  লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির  ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৬টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য়  প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেণ্ট  লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির  ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য়  প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

রূপালী ইন্স্যূরেন্সের ১০% লভ্যাংশ ঘোষণা

Rupali insস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী  ইন্স্যূরেন্স  কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ বছর বিমাটির শেয়ার প্রতি আয় করেছে ১.৯৯ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৫৬ টাকা।

আগামী ২৫ অক্টোবর  বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৫ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

সিটি জেনারেল ইন্স্যূরেন্সের লভ্যাংশ ঘোষণা

City geninsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল  ইন্স্যূরেন্স  কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ বছর বিমাটির শেয়ার প্রতি আয় করেছে ১.০১ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫.৬৮ টাকা।

আগামী ১৬ সেপ্টেম্বর   বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৬ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/কেএ