ব্যাংক কার্ডে বিমানের টিকিটে ২০% ছাড়

 

EBL-logo20161225164823স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ড দিয়ে পেমেন্ট করলেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন যাত্রীরা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অফার ভোগ করতে পারবেন ইবিএল গ্রাহকরা। রোববার (১৯ জুলাই) এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা জানান, বিজিইবিএল ১০ প্রমোকোড ব্যবহার করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১০ শতাংশ ছাড়ে টিকেট কিনতে পারবেন ইবিএলের সব ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা। তবে অবশ্যই ইবিএল কার্ড দিয়েই পেমেন্ট করতে হবে। এছাড়া আন্তর্জাতিক রুটে বিজনেস ক্লাসে বিজিইবিএল ২০ প্রমোকোড ব্যবহার করে ২০ শতাংশ ছাড় পাবেন তারা।

মাস্কাট, দোহা, কুয়েত ও আবুধাবি আন্তর্জাতিক রুটেও এ সুবিধা মিলবে। তবে বর্তমানে শুধু আবুধাবি রুট চালু থাকায় এ রুটেই এ অফার ভোগ করতে পারবেন গ্রাহকরা। এ ছাড় শুধু মূল ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/

পেঁয়াজ রসুনের দাম কমলেও বন্যার জন্য বেড়েছে সবজির দাম

Piazস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর নিত্যপণ্যের আরেক দফা কমলো পেঁয়াজ, রসুন, আদা, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলের দাম। তবে বন্যায় চড়েছে সবজির বাজার। চাল, ডাল, আটা, চিনি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।

মাছ-মাংস বিক্রি হচ্ছে আগের দামে। বাজারে ইলিশ মাছের সরবরাহ বেড়েছে। হাড়িভাঙ্গা ও সুরমাইয়া ফজলি আমের মৌ মৌ গন্ধে ভাসছে ফলের বাজার। বেশির ভাগ আম ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা নতুন আম পেয়ে খুশি। অনেকে আম কিনছেন আনন্দ নিয়ে।

শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেট, মুগদা বড় বাজার এবং মালিবাগ রেলগেট বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এছাড়া সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবি বেশির ভাগ মুদিপণ্যের দাম কমার তথ্য দিয়েছে।

এদিকে, সারা দেশের বিশটির অধিক জেলা বন্যা কবলিত হওয়ায় সবজি উৎপাদন কমে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশের নিত্যপণ্যের বাজারে। কাঁচা মরিচসহ বেড়ে গেছে সব ধরনের সবজির দাম। গত এক মাসেরও বেশির সময় ধরে সবজি বেশি দামে বিক্রি হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণে আসার আগে দাম কমার কোন আভাস পাওয়া যাচ্ছে না। প্রতিকেজি সবজি গড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মানভেদে ১৩০-১৫০ টাকায়।

এছাড়া দাম কমে প্রতিকেজি দেশী পেঁয়াজ ৩০-৪০, আমদানিকৃত ভারতীয়টি ২৫-৩০, রসুন দেশী ৭৫-১০০, রসুন আমদানি ৭৫-৯০, আদা দেশী ১০০-১২০, আদা আমদানি ১২০-১৫০ মুরগি ব্রয়লার ১৩০-১৩৫, সয়াবিন লুজ ৮২-৮৫ প্রতিলিটার, চিনি ৫৫-৬৫ মশুর ডাল ৭০-১০০ এবং ডিম ফার্মের প্রতিহালি ৩৩-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি মোটা চাল ৪০-৪৫, চাল মাঝারি পাইজাম ও লতা ৪৪-৫২ এবং সরু চাল নাজিরশাইল ও মিনিকেট ৫২-৬২ টাকা, আটা প্রতিকেজি২৬-৩০ আটা প্যাকেট প্রতিকেজি ৩০-৩৫ এবং ময়দা প্রতিকেজি ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

এদিকে, বাজার নিয়ন্ত্রণে টিসিবি ঢাকাসহ সারাদেশে ট্রাকসেলে বিক্রি কার্যক্রম বাড়িয়েছে। এর একটি ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। স্বল্প আয়ের মানুষ কম দামে টিসিবির পণ্যসামগ্রী কিনতে পারছেন। মুদিপণ্যের ব্যবসায়ীরা বলছেন, কোরবানি সামনে রেখে এখন পর্যন্ত মসলাপাতিসহ কোন পণ্যের দাম বাড়েনি। পাইকারি বাজারে যাতে দাম ঠিক থাকে সেলক্ষ্যে সরকারী তদারকি বাড়ানো প্রয়োজন। তাদের মধ্যে পাইকারি বাজারে দাম বাড়লে খুচরায় জিনিসপত্রের দাম বেড়ে যায়।

এদিকে, বাজারে ইলিশ মাছের সরবরাহ বেড়েছে। সরবরাহ বেড়েছে দেশী জাতীয় কার্প মাছের। কিন্তু সেই তুলনায় দাম কমছে না। তবে মাঝারি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৭০০-৮৫০ টাকা কেজি দরে। তবে এককেজি সাইজের ইলিশ কিনতে ৯০০-১১০০ টাকা এবং এককেজি ১০০ গ্রাম থেকে ২০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ কিনতে ভোক্তাকে ১২শ থেকে ১৩শ’ টাকা ব্যয় করতে হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ব্যাংকের অ্যালবামটি বিক্রি করা হবে

 

 

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত পেইন্টিং, ম্যুরাল ও ভাস্কর্যের ছবি ও তথ্য সম্বলিত বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ অ্যালবামের সীমিত সংখ্যক কপি বিক্রি করা হবে।

ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) থেকে দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান ও ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনের সম্পাদনায় এই অ্যালবাম প্রকাশ করা হয়।

অ্যালবামটি মূলত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন শাখা অফিস এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রাঙ্গণ ও স্থাপনা সজ্জায় নির্মিত সকল ম্যুরাল ও ভাস্কর্য এবং ব্যাংকে সংরক্ষিত অমূল্য বিভিন্ন পেইন্টিংয়ের ছবি ও তথ্য নিয়ে প্রকাশিত একটি নান্দনিক সচিত্র অ্যালবাম।

এই অ্যালবামে বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, মুর্তাজা বশীরসহ অসংখ্য প্রথিতযশা শিল্পীর শিল্পকর্ম স্থান করে পেয়েছে।

অ্যালবামটি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শিল্প মাধ্যমে সনাতনী লোকজ কর্ম থেকে বিমূর্ত আধুনিক ও আধুনিকোত্তর বিবিধ বিবর্তমান শৈলীতে দেশের কয়েক প্রজন্মের শিল্পীদের সৃষ্টিকর্ম সমৃদ্ধ বাংলাদেশ ব্যাংকের সংগ্রহের একটি অনবদ্য দলিল।

রবিবার (১৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নান্দনিক এই অ্যালবামের ক্রয়মূল্য ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অ্যালবামটি কিনতে আগ্রহীদের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের যুগ্ম-পরিচালক নুরুন্নাহার (মোবাইল: ০১৭১২৮৪১০২০) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দুর্লভ এ প্রকাশনার সংখ্যা সীমিত হওয়ার কারণে আগে এলে আগে পাবেন ভিত্তিতে অ্যালবামটি বিক্রি করা হবে। আকর্ষণীয় কভার, চমৎকার বাইন্ডিং, কাগজের মান, উন্নত মুদ্রণ, সর্বোপরি বিষয়বস্তু বৈচিত্র্যতায় দেশে বিদেশে শিল্পবোদ্ধা ও শিল্পীসহ বিজ্ঞজনের মনোযোগ আকর্ষণ করেছে অ্যালবামটি। আপনাদের শিল্পপিপাসু জ্ঞান-চেতনায় এ অ্যালবাম সামান্য হলেও নতুন কিছু যোগ করবে বলে আমাদের বিশ্বাস। ’

স্টকমার্কেটবিডি.কম/

‘অনেক কোম্পানি জাল কাগজপত্র জমা দিয়ে আইপিও নিয়েছে’

shibli-rubayat-ul-islam_0স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত কয়েক বছরে বাজারে যেসব কোম্পানির আইপিও এসেছে সেগুলোর অনেকের মৌলভিত্তি ভাল নয়। অনেক কোম্পানি জাল কাগজপত্র বিএসইসিতে জমা দিয়ে আইপিও পাশ করিয়ে নিয়েছে। এ ধরনের ঘটনা চিহ্নিত করে শাস্তির মুখোমুখী করা হচ্ছে যাতে নতুন করে কেউ এমন কাজের সাহস না দেখায়।
তিনি এ ধরনের প্রবণতা বন্ধে নিরীক্ষা প্রতিবেদনের মানের ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ কথা বলেন।

শনিবার শেয়ারবাজারে করোনাভাইরাসের প্রভাব ও উত্তরণের উপায় সম্পর্কিত রিসার্জেন্ট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং পলিসি এক্সচেঞ্জ এর উদ্যোগে গঠিত রিসার্জেন্ট বাংলাদেশ এই ডায়ালগের আয়োজন করে।

বিএসইসি চেয়ারম্যান জানান, শেয়ারবাজারে বিনিয়োগের ব্যাপারে ব্যাংকের পাশাপাশি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের তারল্য সুবিধা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তারা আলোচনা করবেন। এছাড়াও, তারা আইসিবিকে স্বল্প সুদের তহবিল সুবিধা দেওয়ার জন্যেও অনুরোধ জানাবেন, যাতে তারা পুঁজিবাজারে আরও বেশি ভূমিকা রাখতে পারে।

সংলাপ সঞ্চালনা করেন এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। স্বাগত বক্তব্য রাখেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ।

আলোচনায় অংশ নেন বিল্ড চেয়ারম্যান আবুল কাশেম খান, ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর প্রেসিডেন্ট আজম জে চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমূখ।

সংলাপে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, তারা শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অটোমেশন হয়ে গেলে ব্যবসা সহজ হবে, স্টেকহোল্ডারদের সময় ও খরচ বাঁচবে। বাজারে আরও স্বচ্ছতা এবং সুশাসন আসবে। বাজারের পরিধি প্রত্যন্ত এলাকা পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। সব মিলিয়ে দুই বছর পর একটি গতিশীল বাজার দেখা যাবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রতিটি ব্যাংককে স্বল্প সুদ হারে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের যে সুযোগ দিয়েছে তাতে অগ্রগতি হচ্ছে। ইতোমধ্যে ১৩টি ব্যাংক ওই তহবিলের প্রস্তাব তাদের পরিচালনা পর্ষদে পাশ করিয়ে নিয়েছে। কারা কত টাকা বিনিয়োগ করেছে বিএসইসিতে সে রিপোর্টও পাঠাচ্ছে তারা।

বাজারে লেনদেন বাড়াতে সিএসইর চেয়ারম্যান স্ক্রিপ নেটিং এর সুযোগ দেওয়ার প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন। বহুল আলোচিত বাইব্যাক পদ্ধতি চালুর জন্য কোম্পানি আইনে সংশোধনের সময় বিষয়টি অন্তর্ভূক্ত করার সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বন্ড মার্কেটের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এই বাজারের উন্নয়ন হলে কোম্পানিগুলোকে দীর্ঘ মেয়াদী অর্থায়নের জন্য আর ব্যাংকের উপর এতটা নির্ভর করতে হবে না। ব্যাংকের উপর থেকে চাপ কমবে। স্বল্প মেয়াদের আমানত নিয়ে দীর্ঘ মেয়াদের অর্থায়নজনিত সমস্যা অনেকটাই কেটে যাবে।

শেয়ারবাজারের বিদেশী বিনিয়োগকারীদের কেউ কেউ দায়িত্বশীল ভূমিকা পালন করেন না বলে অভিযোগ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, অনেক বিদেশী বিনিয়োগকারী এখানে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন। এটি ভাল। তাদেরকে উৎসাহিত করতে চাই। কিন্তু কিছু বিদেশী বিনিয়োগকারী স্বল্প মেয়াদে বিনিয়োগ করে কারসাজির মাধ্যমে বেশি মুনাফা করার চেষ্টা করে। তারা কয়েকটি একাউন্টে টাকা ঢুকিয়ে সেগুলো থেকে একসঙ্গে শেয়ার কিনে দাম বাড়িয়ে বিক্রি করে দিয়ে মুনাফা বিদেশে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় আমরা ব্যবস্থা নেব।

স্বাগত বক্তব্যে সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহীম শেয়ারবাজারকে আরো উজ্জীবিত করতে করপোরেট গভর্ন্যান্স ভালো এবং অতীতে ভাল লভ্যাংশ দিয়েছে এমন কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার আহ্বান জানান। এসএমই কোম্পানিগুলোকে শেয়ারবাজারের প্রতি আগ্রহী করতে তালিকাভুক্তির প্রথম তিন বছরে শূন্য শতাংশ এবং পরবর্তীতে ১৫ শতাংশ করপোরেট কর আরোপের প্রস্তাব করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আইডিএলসি ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৩ জুলাই

idlcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

রিনসাইন টেক্সটাইলের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

Ring-Shine-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিনসাইন টেক্সটাইল লিমিটেডের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২২ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ২৭ জুন কোম্পানিটির এই বোর্ড সভা আহবান করলেও সেদিনই তা স্থগিত করে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

  1. বেক্সিমকো ফার্মা
  2. স্কয়ার ফার্মা
  3. ইস্টার্ন ইন্সুরেন্স
  4. পাইওনিয়ার ইন্সুরেন্স
  5. নাহী এলুমিনাম কম্পোজিট
  6. ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  8. গ্রামীনফোন লিমিটেড
  9. বীকন ফার্মাসিউটিক্যালস
  10. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন সেখানে সূচকগুলোও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪০৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.১২ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৫৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৪৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৮টির। আর দর অপরিবর্তিত আছে ২০০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, নাহী এলুমিনাম কম্পোজিট, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, গ্রামীনফোন লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৪৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি ও ভি্এফএস থ্রেডস ডায়িং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বেনাপোল দিয়ে সাড়ে ১২ লাখ মানুষের ভারত ভ্রমণ

Benapolস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সর্ববৃহৎ বেনাপোল আন্তর্জাতিক কাস্টম-ইমিগ্রেশন হয়ে ভারতে ভ্রমণকারী দেশি-বিদেশি পাসপোর্টযাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ ২০১৯-২০ অর্থবছর সরকারের ৬৭ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৪৯৪ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময় ১২ লাখ ৫৪ হাজার ২৬৩ জন যাত্রী ভারতে প্রবেশ করে।

আদায়কৃত রাজস্বের মধ্যে বেনাপোল সোনালী ব্যাংক আদায় করেছে ৪৭ কোটি ৪৬ লাখ ২২ হাজার টাকা। বাকি অর্থ আদায় হয়েছে দেশের অন্যান্য সরকারি ব্যাংকের শাখা থেকে।

তবে করোনা প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাসের শেষের দিক থেকে যাত্রীর যাতায়াত তার আগের অর্থবছরের চেয়ে কমেছে বলে জানা গেছে। বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার রকিবুল ইসলাম যাত্রী পরিসংখ্যান ও রাজস্ব আদায়ের তথ্য নিশ্চিত করেছেন।

ভারতগামী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর আদায়ে কাজ করে থাকে বেনাপোল সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। যাত্রী প্রতি সরকার নির্ধারিত ৫০০ টাকা ভ্রমণকর এবং বন্দরের ট্যাক্স বাবদ ৪২ টাকা ৮৫ পয়সা আদায় করে থাকে।

করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার ১৩ মার্চ বিকেল থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের পাসপোর্টযাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ও ভিসা স্থগিতের পর ঢাকা-কলকাতা বাস সার্ভিস ও খুলনা-কলকাতা বন্ধন ট্রেন সার্ভিস বন্ধ ঘোষণা করে।

এরপর পেট্রাপোল বন্দর এলাকা দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে ২৭ মার্চ রাত থেকে। সেই থেকে এখনো এ পথে বাংলাদেশিদের ভারত যাওয়া বন্ধ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সিঙ্গার বাংলাদেশের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৩ জুলাই

singerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশের লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা ৩০ মিনিটে রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ