বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে ২৯ জুলাই

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২৯ জুলাই (বুধবার) ২০২০-২১ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। এবারের মুদ্রানীতিকে বলা হবে প্রবৃদ্ধি ও অর্থনীতি সহায়ক। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি উদ্ধারের নির্দেশনা থাকবে নতুন এই মুদ্রানীতিতে। মহামারীর কারণে এবার ভার্চুয়ালি মুদ্রানীতি ঘোষণা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক আগে বছরে দুইবার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করত। ছয় মাস অন্তর এই মুদ্রানীতি একটি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই মাসে এবং অন্যটি জানুয়ারি মাসে। কিন্তু গত বছর থেকে অর্থবছরের সাথে সামঞ্জস্য রাখার জন্য বছরে দুবার নয়, একবার মুদ্রানীতি ঘোষণার নিয়ম চালু করা হয়েছে।

দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে সোনার দাম

goldস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ববাজারে বেড়েই চলছে সোনার দাম। আজ সোমবার তাৎক্ষণিক লেনদেনে দাম বাড়তে থাকে। এখন পর্যন্ত রেকর্ড দামের চেয়ে মাত্র ৩ ডলার পিছিয়ে আছে দাম। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা, করোনাভাইরাসের দ্বিতীয় দফা ঢেউ ও ডলারের দাম কমে যাওয়ায় মানুষ স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ বলে মনে করছেন। ফলে, চাহিদা ব্যাপক বেড়েছে স্বর্ণের।

প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯১৬ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯২০ ডলারে উঠেছিল। এখন সেই দাম থেকে মাত্র ৩ দশমিক ৩৯ ডলার পিছিয়ে আছে।

বাজার বিশ্লেষণের পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারেও আজ দাম বাড়বে সোনার। প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে হবে ১ হাজার ৯১৩ দশমিক ৫০ ডলার। সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় আউন্স হিসাবে। এক আউন্স সোনা ৩১ দশমিক ১০৩ গ্রামের সমান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সপ্তাহে চীনের বিষয়ে নতুন লক্ষ্য নিয়ে বলেন, ওয়াশিংটন ও তার সহযোগীদের অবশ্যই চীনা কমিউনিস্ট পার্টির ওপর চাপ প্রয়োগ করতে আরও সৃজনশীল ও জোরালো উপায় ব্যবহার করতে হবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা গতকাল রোববার বলেন, হোয়াইট হাউস ও সিনেটে রিপাবলিকানরা করোনাভাইরাস মোকাবিলায় পরবর্তী ত্রাণ বিলের বিষয়ে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া প্রণোদনা ব্যবস্থায় সোনা রাখা লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। আজ ডলারের দাম অন্য মুদ্রার বিপরীতে প্রায় শূন্য দশমিক ১ শতাংশ কমেছে।

বেড়েছে রুপার দামও। প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ দাম বেড়েছে। প্রতি আউন্সের দাম ২৩ দশমিক শূন্য ৪ ডলার।

দাম বেড়েছে প্লাটিনামেরও। প্রতি আউন্সের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৯২২ দশমিক ৫০ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

লংকা বাংলা ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, (জানু-জুন, ২০) এ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৬ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৬৮ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৯.৫২ টাকা।

চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকার উপরে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন ‘উপহার’ দিল ভারত

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিয়েছে ভারতীয় রেলওয়ে। আজ সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই রেল ইঞ্জিনগুলো হস্তান্তর করা হয়।

ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে আগামী ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ আর আজ সোমবার এই অনুষ্ঠানের মাধ্যমে রেলের দশটি ইঞ্জিন হস্তান্তর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামীকাল ২৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটি ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৪৫ মিনিটে রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

সায়হাম কটনের ৬০ লাখ শেয়ার হস্থান্তর

saiham-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৬০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এস এম ফয়সাল নামে এই পরিচালক কোম্পানিটির ৬০ লাখ শেয়ার তার ছেলে সৈয়দ ইসতিয়াক আহমেদকে হস্তান্তর করবেন। তার হাতে কোম্পানির মোট ১ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ উপহারস্বরুপ এই শেয়ার হস্থান্তর হবে।

স্টকমার্কেটবিডি.কম/

২৩ দিনেই ২০০ কোটি ডলার রেমিটেন্স

 

dollerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি জুলাই মাসের ২৩ দিনেই প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

এই অঙ্ক অতীতের যে কোনো মাসের চেয়ে বেশি। বাংলাদেশের ইতিহাসে কোনো মাসেই এত বেশি রেমিটেন্স দেশে আসেনি।

এর আগে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত জুন মাসে; ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

জুলাই মাসে মোট রেমিটেন্সের অঙ্ক ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে আশা করছেন সিরাজুল ইসলাম।

রেমিটেন্সে ভর করে ঈদের আগেই রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ৩৭ বিলিয়ন (তিন হাজার ৭০০ কোটি) ডলার ছুঁইছুঁই করছে। সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সোমবার রেমিটেন্সের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ১৬ দিনে (১ জুলাই থেকে ১৬ জুলাই) ১৩৬ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২৩ জুলাই শেষে (১ জুলাই থেকে ২৩ জুলাই) সেই রেমিটেন্স ১৯৬ কোটি ১২ লাখ ডলারে দাঁড়িয়েছে।

গত বছরের জুলাই মাসের পুরো সময়ে ১৫৯ কোটি ৭৬ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ (১৮.২০ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা।

এই অঙ্ক আগের ২০১৮- ১৯ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৮৫ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে মোট ১৬ দশমিক ৪২ বিলিয়ন রেমিটেন্স এসেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

শ্রমিক কল্যাণ তহবিলে ৩০ কোটি টাকা দিলো গ্রামীণফোন

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৩০ কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোন আজ পর্যন্ত ১৫১ কোটি ৬০ লক্ষ ৭৯ হাজার ৯৬০ টাকা এ তহবিলে জমা দিয়েছে।

চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে দুর্যোগময় পরিস্থিতিতে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্য এই টাকা প্রদান করা হয়েছে ।

আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আব্দুস সালাম এই চেক গ্রহণ করেন।

গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভীর হুসাইন এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ২৯ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকার চেক হস্তান্তর করেন ।

গ্রামীণ ফোনসহ দেশি,বিদেশি এবং বহুজাতিক মিলে ১৬৫ টি কোম্পানি তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। লভ্যাংশ নিদিষ্ট অংশ জমা দেয়া কোম্পানির সংখ্যা প্রতি মাসে বাডছে বলে চেক প্রদান অনুষ্ঠানে জানানো হয়। বর্তমানে এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৪’শ ৪২ কোটি টাকা রয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোল্লা জালাল উদ্দিন এনডিসি, অতিরিক্ত সচিব ড: মোহাম্মদ রেজাউল হক, মহাপরিচালক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, জাতীয় শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু, গ্রামীণফোন ডব্লিউপিপিএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইয়াসির মাহমুদ খান এবং গ্রামীণফোনের শিল্প সম্পর্ক বিভাগীয় প্রধান কে. এম. সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনা জনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়। করোনার এই দুর্যোগকালীন সময়ে এবছর প্রায় দুই হাজার শ্রমিককে এ তহবিল থেকে প্রায় সোয়া ছয় কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

জেনারেশন নেক্সটের বোর্ড সভা আহবান

generationস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জেনারেশ নেক্সট ফ্যাশন  লিমিটেডের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে

এদিন বেলা সোয়া ৯টা রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস