এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও আবেদনের দিন নির্ধারণ

associatd oxiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য এসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের দিন নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানায়, কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। এই আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।

প্রতিটি আবেদনের সাথে ৫০০ শেয়ার মূল্যের সমপরিমাণ বা ৫০০০ টাকা করে জমা দিতে হবে।

সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচবাবদ ব্যয় করা হবে।

oxigen

২০১৯ সালে ৩০ জুন পর্যন্ত এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের মূল্য দেখানো হয়েছে ১৭.৩৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার মঙ্গলবার বন্ধ থাকবে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী মঙ্গলবার বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী মঙ্গলবার (১১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে।

এজন্য সরকারি ছুটির কারণে দেশের উভয় শেয়ারবাজার বন্ধ থাকবে।

বন্ধের পর আগামী বুধবার (১২ আগস্ট) থেকে যথারীতি সময় অনুযায়ী শেয়ারবাজার চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি