ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু করার নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যাংকিং খাতকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান রোস্টারিং পদ্ধতি বাদ দিয়ে নিরবিচ্ছিন্নভাবে পূর্বের ন্যায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শুক্র ও শনিবার বাধ্যতামূলক ছুটি রাখার শর্ত শিথিল করা হয়েছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং খাতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং কমিউনিটি ট্রান্সমিশন রোধে বিশেষ পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ গ্রহ, নিরবিচ্ছিন্ন জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিত করণ, অনলাইন ব্যাংকিং সেবা জোরদার করা, রোস্টারিং এর মাধ্যমে অফিসের কার্যক্রম সম্পন্ন করা, প্রযোজ্য ক্ষেত্রে কোয়ারেন্টিন ছুটি প্রদান, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালন সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছিল। দেশের অর্থনৈতিক গতিশীলতা স্বাভাবিক করার উদ্দেশ্যে নতুন করে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সেগুলো হলো- ব্যাংকসমূহ নিরবিচ্ছিন্নভাবে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। ঝুঁকিপূর্ণ কোভিড-১৯-এ আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও সন্তানসম্ভবা নারীগণ চিকিৎসকের প্রত্যয়ন পত্র দাখিল করে অফিসে আগমন থেকে বিরত থাকবেন এবং ব্যাংক সমূহের সান্ধ্যকালীন এবং প্রযোজ্য ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিকালীন শুক্রবার ও শনিবার কার্যক্রম স্বাভাবিক নিয়মে পূর্বের ন্যায় পরিচালিত হবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে বলেও জানানো হয়েছে সেই প্রজ্ঞাপনে।

স্টকমার্কেটবিডি.কম/

যুক্তরাষ্ট্রের চাপে মিশ্র এশিয়ার শেয়ারবাজার

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বেড়েই চলেছে। চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের ওপর আবার খড়্গ চাপিয়েছে যুক্তরাষ্ট্র। আর এতে এশিয়ার শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে।

সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার লেনদেন শেষে বেড়েছে চীনের সাংহাই কম্পোজিট সূচক ও শেনজেন কম্পোনেন্ট সূচক। বেড়েছে হংকংয়ের হ্যানসেং সূচক। অন্যদিকে কমেছে জাপানের নিকেই সূচক, দক্ষিণ কোরিয়ার কোসপি।

অস্ট্রেলিয়ায় বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সামঞ্জস্য করার দরকার নেই—এমন সংবাদে সূচক বেড়েছে দেশটির শেয়ারবাজারে। রিজার্ভ ব্যাংক বোর্ড মুদ্রানীতিবিষয়ক বৈঠকে বলেছে, অস্ট্রেলিয়ায় আর্থিক ও আর্থিক নীতিমালার যথেষ্ট সমন্বিত ও নজিরবিহীন শিথিলকরণ এই কঠিন সময়ে অর্থনীতিকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।

বিশ্লেষকেরা মনে করছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিনিয়োগকারীদের মানসিকতার ওপর চাপিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ওপর আরও কড়াকড়ি আরোপ করছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর হুয়াওয়ের প্রবেশ সীমাবদ্ধ করছে তারা। উদ্দেশ্য হলো, মার্কিন প্রযুক্তি ব্যবহার করে তৈরি কম্পিউটার চিপ যেন কিনতে না পারে হুয়াওয়ে; এমনকি যদি সেগুলো হুয়াওয়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা না-ও হয়।

শেয়ারবাজারে মিশ্র অবস্থার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কিছুটা কমেছে। এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। কমেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলের দামও।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে মাথাপিছু আয় ১ লাখ ৭৫ হাজার টাকা : এম এ মান্নান

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনা ভাইরাস মহামারির মধ্যেও ২০১৯-২০২০ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পাঁচ দশমিক ২৪ শতাংশ অর্জিত হয়েছে। তবে করোনার প্রভাবে প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বেড়েছে।

গড় আয় হয়েছে দুই হাজার ৬৪ ডলার। অর্থাৎ প্রতি ডলার ৮৫ টাকা ধরলে বার্ষিক আয় এক লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা। এক্ষেত্রে গড়ে প্রত্যেকের মাসিক আয় ১৪ হাজার ৬২০ টাকা। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৯০৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার আয় বেড়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া তথ্য নিয়ে সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, সিপিডি একটা গবেষণা প্রতিষ্ঠান। আমরা সব গবেষণা প্রতিষ্ঠানকে সম্মান করি। সেই জন্য সিপিডির সঙ্গে বাহাসে যাবো না। তবে একটা কথা বলতে পারি বিবিএস একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিবিএসের তথ্য সঠিক। বিবিএসে অনেক যোগ্য কর্মকর্তা আছেন।

জিডিপি ও মাথাপিছু আয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি আগেই বলেছি এটা সাময়িক আরও তিন মাস হাতে আছে। সম্পূর্ণভাবে যখন জিডিপি ও মাথাপিছু আয় প্রকাশ হবে তখন হয়তো আরও বেটার হবে। বিবিএস একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/কে

সেন্টমার্টিনে পর্যটক নিষিদ্ধ না করার দাবি ট্যুর অপারেটরদের

coxs-bazar-the-longest-beach-in-bangladeshস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ হলে স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ প্রায় ৩ লাখ মানুষ জীবিকা হারাবে। হুমকির সম্মুখীন হবে পর্যটনখাতে বিনিয়োগকারীদের প্রায় দেড় হাজার কোটি টাকা। তাই সেন্টমার্টিন দ্বীপ নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবী জানিয়েছে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।

তারা বলছে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ সীমিতকরণ বা রাত্রিযাপনে নিষেধাজ্ঞা আরোপিত হলে পর্যটন শিল্পে নিয়োজিত ৭-৮টি জাহাজ, ২০০-৩০০ বাস-মিনিবাস, ১০০ মাইক্রোবাস, ২০০ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ৪০০ টুরিস্ট গাইড এবং দ্বীপের ১২০টি হোটেল-কটেজ ও ৭০টি রেস্তোরাঁয় কর্মরতদের জীবন জীবিকা বিপন্ন হওয়ার সম্ভাবনা।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে পর্যটনভিত্তিক সংগঠন টুয়াক। সংগঠনের সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মফিজ।

তিনি বলেন, সরকার ২০০৯ সালে পর্যটনকে ‌’শিল্প’ ঘোষণার পর থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় পর্যটন শিল্প বিকশিত হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে পর্যটন বিকশিত হবার পূর্বে স্থানীয় জনগোষ্ঠী সমুদ্র হতে মাছ আহরণের পাশাপশি প্রবাল উত্তোলন, প্রবাল পাথরকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য উত্তোলন করে বিক্রি, মাছের অভয়ারণ্য ধ্বংস, শামুক-ঝিনুক সংগ্রহ করে বিক্রি, কাছিমের আবাসস্থল নষ্ট করাসহ বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করত। সেন্টমার্টিনে পর্যটন শিল্প বিকাশিত হওয়ার পর উক্ত জনগোষ্ঠী বিকল্প জীবিকায়ন হিসেবে পাওয়ায় তাদের জীবনধারায় আমূল পরিবর্তন আসে এবং তারাই পরিবেশ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ শিপিংয়ের বোর্ড সভা ২৪ আগষ্ট

bsc-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. ওরিয়ন ফার্মা
  4. খুলনা পাওয়ার কোম্পানি
  5. ব্র্যাক ব্যাংক
  6. স্কয়ার ফার্মা
  7. গ্রামীণফোন লিমিটেড
  8. সোনার বাংলা ইন্স্যূরেন্স
  9. আইএফআইসি
  10. বারাকা পাওয়ার কোম্পানি লিমিটেড।

দিনশেষে লেনদেন ও সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান কমে ৪৭২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৬৩ কমে অবস্থান করছে ১০৮০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৫২ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ১৪০৮ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৮টির। আর দর অপরিবর্তিত আছে ২১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন লিমিটেড, সোনার বাংলা ইন্স্যূরেন্স, আইএফআইসি ও বারাকা পাওয়ার কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭৯.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৮৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন ৩১ কোটি ৭২ লাখ টাকার হয়েছিল।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেশের রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলার ছাড়াল

dollarস্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাস মহামারীর মধ্যেই বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ আরেকটি মাইলফলক অতিক্রম করেছে।

কোরবানির ঈদের পরও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে উর্ধ্বগতিতে সোমবার দিন শেষে রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলারও ছাড়িয়েছে।

বাংলাদেশের ইতিহাসে এত বেশি রিজার্ভ আগে কখনই ছিল না। রেমিটেন্স বাড়ায় গত দেড় মাসে ৩৪ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ ৪০০ কোটি ডলার বেড়ে ৩৮ বিলিয়ন ডলারে উঠেছে।

প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেব করে এই রিজার্ভ দিয়ে প্রায় সাড়ে নয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

মহামারীর এই কঠিন সময়ে বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখার জন্য তিনি প্রবাসীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মহামারীর কারণে হুন্ডি বন্ধ হয়ে যাওয়াও বৈধ পথে রেমিটেন্স বাড়ার একটি কারণ।

এছাড়া সঙ্কটকালে পরিবারের সহায়তার জন্য প্রবাসীরা যেমন বেশি অর্থ পাঠাচ্ছেন, আবার সঙ্কটে পড়ে বিদেশের পাট চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে অনেকে জমানো টাকা দেশে পাঠিয়ে দিচ্ছেন বলেও তা রেমিটেন্স বাড়ায় প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, মাত্র দেড় মাসের ব্যবধানে রিজার্ভ পাঁচ বার রেকর্ড গড়েছে।

গত ৩ জুন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়ায়। তিন সপ্তাহের ব্যবধানে ২৪ জুন সেই রিজার্ভ আরও বেড়ে ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে।

এক সপ্তাহ যেতে না যেতেই ৩০ জুন রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়ায়। এক মাস পর ২৮ জুলাই রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের ঘরও অতিক্রম করে।

তিন সপ্তাহ পর সোমবার (১৭ অগাস্ট) রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলার ছাড়াল।

রেমিটেন্সের পাশাপাশি বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি ও এআইআইবির ঋণ সহায়তাও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

গত চার মাসে (এপ্রিল-জুলাই) এই দাতা সংস্থাগুলোর সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ-সহায়তা যোগ হয়েছে রিজার্ভে।

এক বছর আগে গত বছরের ৮ অগাস্ট কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

প্রগতি লাইফের ২৩ কোটি টাকার রাইট সাবস্ক্রিপশন ২৪ সেপ্টেম্বর

progotiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এই সাবস্ক্রিপশন চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

আর এই রাইট শেয়ারের জন্য রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর।

বিএসইসির সূত্র মতে, প্রগতি লাইফ ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:১ অনুপাতে অর্থাৎ, ১টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার নিতে পারবে বিনিয়োগকারীরা। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

রাইট শেয়ারের মাধ্যমে প্রগতি লাইফ ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা সংগ্রহ করবে।

এ কোম্পানির রাইট ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

গত ১৩ আগষ্ট বিএসইসির ৭৩৫ তম কমিশন সভায় এ রাইট অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/আর

বে-লিজিংয়ের বাৎসরিক বোর্ড সভা ২৫ আগষ্ট

bayস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি