বিনিয়োগকারীদের ভূল ভাঙ্গালো আইএফআইসি

ific-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের ভুল ভাঙাল তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক। আর এ ভুল ভাঙানোর পর কোম্পানিটির শেয়ারের দাম কমে গেছে। অর্থাৎ বিনিয়োগকারীদের ভুল ধারণা ভাঙানোটাই যেন কাল হলো ব্যাংকটির শেয়ারের জন্য।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিগুলোকে আইন অনুযায়ী ন্যূনতম শেয়ার ধারণের সময় বেঁধে দিয়েছে। আইন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ এবং পরিচালকদের এককভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক। ২০১১ সালে করা এ আইনটি শেয়ারবাজারে ২ শতাংশ ও ৩০ শতাংশ নামে পরিচিত।

এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আইএফআইসি ব্যাংকের শেয়ার ধারণসংক্রান্ত সর্বশেষ যে তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে, জুলাই মাস শেষে ব্যাংকটির উদ্যোক্তা–পরিচালকদের হাতে রয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ শেয়ার। সরকারের হাতে রয়েছে ৩২ দশমিক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৫ দশমিক ৯৫ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে আছে ১ শতাংশের কম শেয়ার।

ব্যাংকটির উদ্যোক্তা–পরিচালকদের হাতে ৫ শতাংশেরও কম শেয়ারের তথ্যটি জেনে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয় ন্যূনতম শেয়ার ধারণে বিএসইসির দেওয়া আলটিমেটাম অনুযায়ী ব্যাংকটির উদ্যোক্তাদের বিপুল শেয়ার কিনতে হবে।

এ আশায় অনেক বিনিয়োগকারী ব্যাংকটির শেয়ারের প্রতি আকৃষ্ট হন। এতে গত ৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত মাত্র ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৪ টাকা ২০ পয়সা বা প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। এ অবস্থায় ২০ আগস্ট কোম্পানিটি বিনিয়োগকারীদের ভুল ভাঙাতে একটি ঘোষণা দেয়।

স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সে ঘোষণায় বলা হয়, ব্যাংকটির উদ্যোক্তা–পরিচালকদের হাতে সম্মিলিতভাবে কোম্পানিটির ৩৭ শতাংশের বেশি শেয়ার রয়েছে। ব্যাংকটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারও। সরকারের হাতে এটির পৌনে ৩৩ শতাংশ শেয়ার রয়েছে। সরকারের মালিকানা অংশের প্রতিনিধি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদেও সরকার মনোনীত তিনজন পরিচালক রয়েছেন। তাতে সব মিলিয়ে ৩৭ শতাংশের বেশি শেয়ার রয়েছে ব্যাংকের পরিচালকদের হাতে। এ তথ্য প্রকাশের পর হতাশ হন বিনিয়োগকারীরা। তাতে গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন কার্যদিবসে ব্যাংকটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমে গেছে।

২০২২ সালেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে। আগামী বছরের জুন মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে এমনটাই ঠিক করা ছিল। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারি আর এবার অতিরিক্ত বন্যায় এ সেতু নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছে তাই আগামী জুনে এটা সম্ভব হচ্ছে না।

আজ বুধবার সচিবালয়ে জুম অ্যাপসের মাধ্যমে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

অর্থমন্ত্রী বলেন, সেতুর নির্মাণকাজ শেষ হতে সময় বেশি লাগার জন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরও ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনিপেটুইউর এক বিনিয়োগকারীর অর্থ বিতরণে হাইকোর্টের রুল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিচারিক আদালতের রায় অনুসারে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউর এক বিনিয়োগকারীর অর্থ বিতরণ নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই বিনিয়োগকারীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২৬ আগস্ট) বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জিয়াউল হক ও আইনজীবী সাইফুজ্জামান তুহিন।

মিরপুর-১০ এর বাসিন্দা মো. মনজুর হোসেন এ রিট করেন।

রুলে ২০১৯ সালের ২৩ জানুয়ারি বিশেষ জজ আদালত-৩ ঢাকার দেওয়া রায় অনুসারে ইউনিপেটুইউতে বিনিয়োগকারীর (আবেদনকারী) অর্থ বিতরণে বিবাদীদের নিষ্ক্রিয়তা/ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং আবেদনকারীর তিন কোটি ৫ লাখ ৪২ হাজার ৪০০ টাকা ২০১০ সালের নভেম্বর থেকে সুদসহ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব,বাংলাদেশ ব্যাংক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ, আইন সচিব ইউনিপেটুইউসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

দুদক ২০১১ সালের ২৫ জানুয়ারি ইউনিপেটুইউর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে।
এ মামলায় ২০১৯ সালের ২৩ জানুয়ারি বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ছয়জন কর্মকর্তাকে ১২ বছরের কারাদণ্ড দেন।
কারাদণ্ডের পাশাপাশি তাদের ২৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৮৪ টাকা ১৪ পয়সা অর্থদণ্ড দেওয়া হয়। এ টাকা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রায়ে বলা হয়, তিনটি হিসাব নম্বরের বিপরীতে সর্বমোট ৪২০ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৬৬৩ টাকা জব্দ করা আছে। বলার অপেক্ষা রাখে না যে, দেশের লাখ লাখ জনসাধরণের আমানতের একটি ক্ষুদ্র অংশ উক্ত অবরুদ্ধ টাকা। উক্ত টাকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্তক্রমে তাদের তালিকা প্রস্তুত করে ন্যায় সঙ্গতভাবে তা ফেরত দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

আইনজীবী সাইফুজ্জামান তুহিন জানান, এতদিনেও বিশেষ জজ আদালতের রায় অনুসারে বিনিয়োগ করা অর্থ বিতরণ না করার নিষ্ক্রিয়তা/ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মনজুর হোসেন। আদালত চার সপ্তাহের জন্য উক্ত রুল জারি করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল লাইফের উদ্দ‌্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

national life-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২৬ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এসকে আব্দুল মোমিন নামে এই উদ্দ্যোক্তা বিমাটির ২৬,০০০ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১,১৬,৪৩০ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. স্কয়ার ফার্মা
  4. ওরিয়ন ফার্মা
  5. সিঙ্গার বাংলাদেশ
  6. ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ
  7. গ্রামীণফোন লিমিটেড
  8. লাফার্জ হোলসিম বিডি
  9. এক্সপ্রেস ইন্স্যূরেন্স
  10. আইএফআইসি ব্যাংক লিমিটেড।

সিএসইতে লেনদেন বাড়লেও ডিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটােই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৩ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৭৮৬ কোটি ৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৭টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, গ্রামীণফোন লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, এক্সপ্রেস ইন্স্যূরেন্স ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৯.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

সমতা লেদারসের কোনো অপ্রকাশিত তথ্য নেই

samataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদারস কমপ্লেক্স লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দর বৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সমতা লেদারস কমপ্লেক্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর ও শেয়ার লেনদেনের পরিমাণ বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

মেঘনা লাইফ পরিচালকের ১.৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন

megna-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা দেড় লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, উম্মে খাদিজা মেঘনা নামে এই পরিচালক ১.৫ লাখ শেয়ার ক্রয় করেছেন। যা কিছুদিন আগে তিনি ঘোষণা করেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

কুটির শিল্পে প্রণোদনা থেকে ১৩১ কোটি টাকা ঋণ বিতরণ

bsicস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ক্ষুদ্র, মাঝারি, মাইক্রো ও কুটির শিল্পের জন্য প্রণোদনা প্যাকেজ থেকে জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির তদারকিতে এ পর্যন্ত ১৩১ কোটি ১৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ তথ্য জানিয়েছে।

বিসিকের ঋণ প্রশাসন বিভাগ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিসিকের ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন বিভিন্ন জেলায় এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির তদারকিতে করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিখাতের ৭০২ জন শিল্পোদ্যোক্তার মধ্যে ১৩১ কোটি ১৪ লাখ সাত হাজার টাকা টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪৮ জন নারী ও ৬৫৪ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।

বিসিকের সাচিবিক দায়িত্বে জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটি ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন, প্রণিত তালিকা বিভিন্ন ব্যাংকে প্রেরণ এবং প্রণোদনা প্যাকেজের আওতায় সার্বিক ঋণ বিতরণ কার্যক্রম তদারকি করছে।

করোনা পরিস্থিতির কারণে শিল্পখাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ঋণ বিতরণ কার্যক্রম সমন্বিত ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনক্রমে ১ জুন, ২০২০ শিল্প মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে জেলা প্রশাসককে আহ্বায়ক এবং বিসিকের জেলা পর্যায়ে অবস্থিত শিল্প সহায়ক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক/ব্যবস্থাপক/উপব্যবস্থাপককে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া জেলাপর্যায়ের এ কমিটিতে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের কাজে নিয়োজিত লিড ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি (প্রযোজ্য ক্ষেত্রে), এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি (প্রযোজ্য ক্ষেত্রে), জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) জেলা সভাপতি, খাতভিত্তিক শিল্প সংগঠনের জেলা সভাপতি (প্রযোজ্য ক্ষেত্রে), উইমেন চেম্বার/অ্যাসোসিয়েশনের সভাপতি (প্রযোজ্য ক্ষেত্রে), জেলা প্রশাসক মনোনীত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি (একজন) এবং জেলা প্রশাসক মনোনীত মাইক্রোফিন্যান্সিং প্রতিষ্ঠান/আর্থিক প্রতিষ্ঠানের জেলা প্রতিনিধিকে (একজন) সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গঠিত কমিটিকে জেলার অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা যেন স্বচ্ছতার সঙ্গে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ব্যাংক থেকে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ নিতে পারেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণগ্রহীতা নির্বাচন, ঋণ বিতরণ, তদারকি ও আদায় সংক্রান্ত কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং এ সংক্রান্ত উদ্ভুত যেকোনো সমস্যা স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ গ্রহণের দায়িত্ব অর্পণ করা হয়।

পাশাপাশি এ কমিটি সব ক্যাটাগরির শিল্প উদ্যোক্তাকে সুষমভাবে ঋণ সুবিধার আওতায় আনার লক্ষ্যে এবং ঋণের ডুপ্লিকেশন পরিহারপূর্বক অপচয় হ্রাস করতে এমএসএমই খাতের অন্যান্য ঋণ বিতরণ কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব অর্পণ করা হয়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনসিসি ব্যাংকের উদ্দ্যোক্তার ৭.৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা সাড়ে ৭ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আব্দুস সালাম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৭.৫ লাখ শেয়ার ক্রয় করেছেন। যা কিছুদিন আগে তিনি ঘোষণা করেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি