ব্রডব্যান্ড ইন্টারনেটে প্রত্যাহার হল অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট

bsclস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। এ লক্ষ্যে ২৫ আগস্ট আইটিসি, আইআইজি, এনটিটিএন সেবার ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

ভ্যাটের চাপে ৩ কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা না পাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল তার অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নং উপধারার ক্ষমতাবলে সরকার ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক (এনিটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করা থেকে অব্যাহতি দেয়া হলো।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজ্ঞাপনের ফলে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য(আইটিসি, আইআইজি, এনটিটিএন) খাতে ১৫ শতাংশ ভ্যাট জটিলতার অবসান ঘটল।

স্টকমার্কেটবিডি.কম/

কৃষির সংগে শিল্প বিপ্লব ঘটাতে সরকার কাজ করে যাচ্ছে : রেলমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলপথমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন ইতিমধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছি। জাতিসংঘ কর্তৃক নির্ধারিত মিলিনিয়াম ডেভলাপমেন্ট গোল্ডের যে ১৫টি সূচক ছিল তাও অর্জন করতে পেরেছি। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। কৃষির সংগে শিল্প বিপ্লব ঘটাতে সরকার কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলায় সদ্য চুক্তি সম্পাদিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন. এখনও আমরা পুরোপুরি কৃষির ওপরই নির্ভরশীল। এ থেকে আমরা ধিরে ধিরে শিল্পের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের শিল্প বিপ্লব ঘটাতে হবে। এর প্রধান কারণ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে শিল্প-কল কারখানা গড়ে উঠছে। কিন্তু জমির পরিমান একই আছে। এতে করে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে।

এভাবে বিক্ষিপ্তভাবে শিল্প-কলকারখানা গড়ে উঠলে কৃষি জমি কমে গিয়ে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এটা যাতে না হয় তার জন্য দেশের বিভিন্ন এলাকায় আলাদাভাবে অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জজ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ই-ভ্যালির ব্যবসা খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রণালয়ে কমিটি

EVALYস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে তৎপর হয়েছে। গতকাল বুধবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ অনুবিভাগের যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ।

জানতে চাইলে বাণিজ্যসচিব মো. জাফরউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘কমিটি কাজ শুরু করেছে। আমরা ই-কমার্সের ভালো চাই। তবে সবার আগে চাই গ্রাহক যাতে প্রতারিত না হন, সেই ব্যবস্থা। কমিটির প্রতিবেদনে যথাযথ সুপারিশ উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।’

এর আগের দিন, গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ই-ভ্যালি ডটকম লিমিটেডকে চিঠি দিয়েছে। ই-ভ্যালি তার গ্রাহকদের ৮০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত অস্বাভাবিক ক্যাশব্যাক অফার দিচ্ছে বলে বাজারে একচেটিয়া কারবারের (মনোপলি) অবস্থা তৈরি হতে যাচ্ছে এবং প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে প্রতিযোগিতা কমিশন। এ ছাড়া কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কার্ডে ই-ভ্যালির পণ্য কেনার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করছে।

স্টকমার্কেটবিডি.কম/

আগের ভাড়ায় বাস চালানোর প্রস্তুতি মালিকদের

Bus-356x220স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাস সংক্রমণ না কমলেও সেপ্টেম্বর থেকে সব আসন পূর্ণ করে বাস চালানোর পাশাপাশি আগের ভাড়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, বুধবার রাতে সংগঠনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

“আগের ভাড়ায় ফিরে আসার নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যাত্রীরা চাচ্ছেন না অতিরিক্ত ভাড়া দিতে আর সরকারের পক্ষ থেকেও আমরা এ বিষয়ে পজিটিভ ইঙ্গিত পেয়েছি। সবকিছু বিবেচনা করে আগামী ১ সেপ্টেম্বর থেকে আসন পূর্ণ করে বাস চালানোর পাশাপাশি আগের ভাড়ায় ফিরে যেতে সবাই সম্মত হয়েছে।”

কোভিড-১৯ মহামারীর মধ্যে কম যাত্রী তুলতে হবে বলে মালিকদের ক্ষতি পোষাতে গত ৩১ মে আন্তঃজেলা ও দূরপাল্লা এবং নগর পরিবহনের বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায় সরকার। এরপর ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ১ জুন থেকে শর্তসাপেক্ষে বাস চলাচল শুরু হয়।

ভাড়া বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে একজন যাত্রীকে বাস ও মিনিবাসের পাশাপাশি দুটি আসনের একটি আসনে বসিয়ে অন্য আসনটি অবশ্যই ফাঁকা রাখতে বলা হয়েছিল।

স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজার রাখা এবং কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না বলে শর্ত ছিল।

প্রথমদিকে এসব শর্ত মানা হলেও ধীরে ধীরে শিথিলতা শুরু হয়। বর্তমানে অধিকাংশ গণপরিবহনেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠছে।

এমন পরিস্থিতিতে গত ২০ অগাস্ট বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক বৈঠকে আসন পূর্ণ করে বাস চালানোর প্রস্তাব দেয় মালিক সমিতি। এ প্রস্তাব মানা হলে বাড়তি ভাড়া বাদ দিয়ে আগের ভাড়ায় ফেরার আশ্বাসও দেয় তারা।

ওই বৈঠকে বিআরটিএর চেয়ারম্যান বলেছিলেন, প্রস্তাবটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আসবে।

স্টকমার্কেটবিডি.কম/

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ২২ দফা বাড়লো

peoplesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় ২২ দফায় বেড়েছে। কোম্পানিটিকে আগামী ২৯ আগষ্ট থেকে ২২ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এ দফায় আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করেছে ডিএসই।

এরআগে প্রথম দফায় গত ১৪ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা দেয় ডিএসই।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি এবং ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ হতে ৩১ মে, ১৬ দফায় ১ জুন হতে ১৫ জুন আর ১৭ দফায় ১৬ জুন মার্চ হতে ৩০ জুন, ১৮ দফায় ৩০ জুন হতে ১৫ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই হতে ৩০ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই হতে ১৫ আগষ্ট , ২১ দফায় ১৫ আগষ্ট হতে ২৯ আগষ্ট পর্যন্ত আর ২২ দফায় ২৯ আগষ্ট হতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/আর

মহাররম উপলক্ষে শেয়ারবাজার বন্ধ থাকবে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

মুসলমানদের পবিত্র দিন ১০ই মহাররম আগামী রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিন সোমবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিস পরিবর্তন

bank_asia_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের করপোরেট অফিস এবং শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির করপোরেট ও শেয়ার অফিস রাজধানী কারওয়ারবাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে স্থানান্তর করা হয়েছে।

আগে এই অফিস পল্টনের র্যাংগস টাওয়ারে ছিল। এখন থেকে সকল শেয়ারহোল্ডার ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ওরিয়ন ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. বেক্সিমকো ফার্মা
  4. লাফার্জ হোলসিম বিডি
  5. ব্র্যাক ব্যাংক
  6. গ্রামীণফোন লিমিটেড
  7. ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ
  8. স্কয়ার ফার্মা
  9. আইএফআইসি ব্যাংক
  10. এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন ও সিএসইতে সূচকের বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৭৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯০৭ কোটি ১৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৭৮৩ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১১টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোলসিম বিডি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক ও এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৮২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৭৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম বিডি ও এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ক্যাশলেস লেনদেন চালু করবে সোনালী ব্যাংক

sonali-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড আগামী এক বছরের মধ্যে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার পুরোপুরি বাস্তবায়ন করবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

ইতোমধ্যে চালু করা হয়েছে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলার উপায়ও। অ্যাপসের মাধ্যমে হিসাব খুলে সাধারণ লেনদেনের পাশপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূল্য পরিশোধ করা যাচ্ছে। অ্যাপসের মাধ্যমে খোলা হিসাবে জমা হয়েছে ১৬ কোাটি টাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের যোগদানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান ব্যাংকের প্রধান নির্বাহী।

আতাউর রহমান বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা শতভাগ বাস্তবায়নের জন্য ডেবিট-ক্রেডিট কার্ড ও অ্যাপসভিত্তিক লেনদেন ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংকে না গিয়েও যাতে গ্রাহক সব ধরনের লেনদেন ও সেবা পেতে পারে আমরা সেই কার্যক্রম বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। সারাদেশে আমাদের ১ হাজার ২২৪টি শাখায় এখন অনলাইন লেনদেন হচ্ছে।

‘২০১৯ সালের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাই শেষে মুনাফা বেড়েছে ২৭ শতাংশ বা ১ হাজার ৩৫ কোটি। পরিচালন মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ৫৮ শতাংশ। এক বছরের ব্যবধানে আমানত ৪ হাজার ৩৬৭ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৩৩ কোটি টাকা। ’

আতাউর রহমান প্রধান বলেন, ২০১৯ সালের তুলনায় চলতি বছরের জুলাই শেষে খেলাপি ঋণ ১ হাজার ৪৬০ কোটি টাকা বা ১৩ দশমিক ৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৫৩ কোটি টাকায়। খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে প্রায় ২০ শতাংশ। লোকসানী শাখা ৮টি কমে দাঁড়িয়েছে ৫০টিতে।

সোনালী ব্যাংকের এমডি বলেন, আমরা এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স পেয়েছি। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আগামী মাসে পূর্ণাঙ্গ আকারে এজেন্ট ব্যাংকিং শুরু করতে কাজ চলছে। সেবার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পেনশনভোগীদের অর্থ দেওয়ার কাজ করছে সোনালী ব্যাংক। করোনা ভাইরাসের কারণে এসব উপকারভোগীদের ব্যাংকে না এসেও সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/