ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন। গত ২৪ সেপ্টেম্বর শুনানি শেষে জামিন আবেদন বিষয়ে আজ রোববার আদেশের দিন ধার্য ছিল।

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন এডভোকেট সাঈদ আহমদ রাজা। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
গত ২০ আগস্ট অর্থপাচারের দুই মামলায় ডেসটিনির রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।

হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমিন। অর্থপাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দু’টি মামলা দায়ের হয়। রফিকুল আমীনসহ আসামিদের দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

২০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামাঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা দেওয়ার জন্য এক হাজার ৭০০ কোটি টাকা (২০ কোটি ডলার) ঋণের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এসংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

গতকাল শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে ওই তথ্য নিশ্চিত করা হয়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় বলছে, ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় বড় ও ছোট পাইপের মাধ্যমে ছয় লাখ গ্রামীণ মানুষকে নিরাপদ ও পরিষ্কার পানি সরবরাহ করা হবে। এর আওতায় ৩৬ লাখ গ্রামীণ মানুষকে স্যানিটেশন সেবা দেওয়া হবে। এর মাধ্যমে বাসায় ও জনবহুল জায়গায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা করা সম্ভব হবে, যা করোনাভাইরাস প্রতিরোধেও সহায়ক হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন বলেন, ‘সবার জন্য পানি সরবরাহে এবং খোলা জায়গায় মলত্যাগ বন্ধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর পরও মানসম্মত পানি সরবরাহ ও স্যানিটেশনে প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পরিষ্কার পানি ও স্যানিটেশন সেবা দেওয়া সম্ভব হবে, যা ডায়রিয়া কমাতে, পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশের দারিদ্র্য দূর করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ বিষয়ে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পানি বিশেষজ্ঞ ও এই প্রকল্পের দলপ্রধান রোকেয়া আহমেদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বৈরি আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে খাবার পানির মান ও সহজলভ্যতা কমার মাধ্যমে এ দেশের ওয়াশিং খাতকে ক্ষতিগ্রস্ত করবে।

স্টকমার্কেটবিডি.কম/

রেলবহরে আরো ২২ মিটারগেজ কোচ

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্দোনেশিয়া থেকে ২০০ মিটারগেজ ক্যারেজ সংগ্রহের অংশ হিসেবে অষ্টম ধাপে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে আরও ২২টি নতুন মিটারগেজ কোচ।

গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হয় কোচগুলো।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলের জন্য ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক বোরহান উদ্দিন।

তিনি জানান, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে কোচগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। শনিবার নতুন এই কোচগুলো বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হয়।

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের মূল্য পড়ছে ৩.০৩ কোটি টাকা‌।

প্রকল্পের আওতায় ৯ ধাপে ইন্দোনেশিয়া থেকে ২০০ কোচ আমদানি করা হচ্ছে। প্রকল্পের আওতায় এর আগে পর্যায়ক্রমে ৭টি ধাপে ১৫৮টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে। আর বর্তমানে অষ্টম ধাপে আসলো আরও ২২টি নতুন মিটারগেজ কোচ। অর্থাৎ ২০০টি কোচের মধ্যে ১৮০টি কোচ দেশে পৌঁছেছে। শেষ ধাপের কোচগুলো দেশে আসবে এ বছরেই।

স্টকমার্কেটবিডি.কম/

আজ বিএসইসির সাথে বৈঠকে বসবে ডিএসই

dse bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ রবিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সাথে বৈঠকে বসবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আজ বেলা ১২টায় বিএসইসির সাথে বৈঠকে বসবে ডিএসই। তবে কি বিষয় নিয়ে ঠিক বৈঠক হচ্ছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/

রিং শাইন টেক্সটাইলের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত

Ring-shine-696x372স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের কারখানাটি এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এর প্রভাবের কারণে বিদেশী ক্রেতাদের ক্রয় আদেশ এবং আমদানিকৃত কাঁচামালের অভাবে কোম্পানিটির কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা বোর্ড।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির কারখানা বন্ধ থাকবে। আর ২৬ অক্টোবর কারখানাটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২০ অর্থবছরের প্রথম প্রান্তিক ও ৩০ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিসেম্বরের মধ্যেই শেয়ারবাজারে সুকুক আনার প্রত্যয়

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মুসলিম বিশ্বের গন্ডি ছাড়িয়ে সুকুক বা ইসলামিক বন্ড জায়গা করে নিয়েছে ইউরোপ ও আমেরিকার বাজারে। সুকুকের বাজার ছাড়িয়েছে ট্রিলিয়ন ডলার। মালয়েশিয়া ও সৌদি আরবের অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে সুকুক। যদিও বাংলাদেশে সুকুকের সুচনাই হয়নি এখনো। এ অবস্থায় দেশের বাজারে সুকুক’কে জনপ্রিয় ও কার্যকর করে তুলতে আয়োজন করা হয়েছে চার দিন ব্যাপী কর্মশালার।

যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজন করেছে সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ব্যাংকস অব বাংলাদেশ ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল শরিয়াহ্ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফিন্যান্স (ইসরা)। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় অনলাইন প্লাটফর্মে (জুম ওয়েবিনারে) আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব বলেন, অর্থনৈতিক উন্নয়নে সারাবিশ্বেই সুকুক জনপ্রিয়তা পেয়েছে। আমরা চাইছি, উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশেও শরীয়াহভিত্তিক ইসলামিক বন্ড তথা সুকুক চালু হোক। এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের পুঁজিবাজারে সুকুক চালু করা সম্ভব হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম আযীযুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসরার নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোহামদ আকরাম লালদিন। অন্যদের মধ্যে বাহরাইনভিত্তিক সংগঠন অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের (এএওআইএফআই) সেক্রেটারি জেনারেল ওমর মুস্তফা আনসারী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান, সাবেক অর্থ সচিব আরাস্তু খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ ও ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, অর্থনীতিবিদ ড. এম. কবির হাসান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।

সভাপতির বক্তব্যে এম আযীযুল হক বলেন, বাংলাদেশ সরকার শিগগিরই সুকুক প্রবর্তন করার কথা ভাবছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ মিশন (বিএসইসি) ইতোমধ্যেই এ সংক্রান্ত নীতিমালা ইস্যু করেছে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে প্রয়োজনীয় গাইডলাইন চূড়ান্ত করতে যাচ্ছে। ব্যাংকসহ কিছু কর্পোরেট প্রতিষ্ঠান বাংলাদেশী মার্কেটে সুকুক চালু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের ব্যাংকিং খাত সংশ্লিষ্ট ২৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ২টায় শুরু হয় কর্মশালা। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিআইবিএম, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও মার্চেন্ট ব্যাংকসহ ৪৫টি প্রতিষ্ঠানের ১৬৫টি জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। চারদিন ব্যাপী এ কর্মশালাটি ২৯ সেপ্টেম্বর শেষ হবে। প্রতিদিন বেলা ২টি থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। ওয়ার্কশপের গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে বণিক বার্তা।

প্রসঙ্গত, বৈশ্বিকভাবে সুকুক ব্যাপক জনপ্রিয়তা পেলেও বাংলাদেশে এটি নিয়ে কাজ হচ্ছিল কচ্ছব গতিতে। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নেই এক দশকের বেশি সময় নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর মুদ্রাবাজারে সুকুকের ব্যবহার নিয়ে এখনো নীতিমালা প্রণয়নের কাজই শেষ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। সামগ্রিক এ পরিস্থিতি নিয়ে চলতি বছরের ২৩ জুলাই ‘সুকুকের অগ্রগতি নিয়ে হতাশ ইসলামী ধারার ব্যাংক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষ সজাগ হয়। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় চারদিন ব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/