দি এক্‌মি ল্যাবরেটরিজের বোর্ড সভা ১৪ অক্টোবর

acmeeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় ৩০ মিনিট রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ২০ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ১৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এসকে ট্রিমস ১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বেক্সিমকো ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, এম.এল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনএল আই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, পপুলার লাইফ, প্যারামাউন্ট টেক্সটাইল, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, স্কয়ার ফার্মা ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট
  2. এক্সপ্রেস ইন্স্যুরেন্স
  3. বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট
  4. ওয়ালটন হাই-টেক
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
  7. কাট্টালি টেক্সটাইল
  8. নর্দান ইসলামি ইন্সুরেন্স
  9. এশিয়া ইন্সুরেন্স
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের মিশ্র অবস্থা লক্ষ করা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৩৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৭৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ১০৬৭ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, নর্দান ইসলামি ইন্সুরেন্স, এশিয়া ইন্সুরেন্স ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৭.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৭৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩৬ কোটি ০১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও দ্যা সিটি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

সৌদিআরবের টিকিট নিয়ে সতর্ক থাকার পরামর্শ বিমানের

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিআরবের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বুধবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি গমনকারী পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনরকম চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট তাদের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু এজেন্সি/ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দেবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম/বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা/প্রতারণামূলক প্রচার চালিয়ে আসছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবগামী যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।

স্টকমার্কেটবিডি.কম/

অক্সিজেন এসোসিয়েটেডের আইপিও লটারির ফলাফল প্রকাশ

associatedoxygenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য অক্সিজেন এসোসিয়েটেড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ ৭ অক্টোবর বেলা সাড়ে ১০ টায় রাজধানীর হোটেল কন্টিনেন্টালের ক্রিষ্টাল বল রূমে এই লটারি অনুষ্ঠিত হয়।

লটারির ফলাফল জানতে নিচে ক্লিক করুন………………

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

কোম্পানিটির আইপিও আবেদন চাহিদার তুলনায় ৩১.৪৬ গুণ বেশি জমা পড়েছে। এজন্য লটারির মাধ্যমে আইপিও শেয়ারগুলো বন্টন করবে কোম্পানিটি।

কোম্পানি জানায়, কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয় ১০ অক্টোবর থেকে। এই আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হয়।

প্রতিটি আবেদনের সাথে ৫০০ শেয়ার মূল্যের সমপরিমাণ বা ৫০০০ টাকা করে জমা দেয় বিনিয়োগকারীরা।

সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচবাবদ ব্যয় করা হবে।

২০১৯ সালে ৩০ জুন পর্যন্ত এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের মূল্য দেখানো হয়েছে ১৭.৩৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

স্টকমার্কেটবিডি.কম/

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরেও পুরোধমে চলছে কারখানা

Goldensonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান গোল্ডেনসন লিমিটেডের কারখানা সম্প্রতি অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয় ক্ষতি হলেও কারখানাটি পুরোধমে উৎপাদন চালু রেখেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর সন্ধ্যায় কোম্পানির কারখানায় অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে কোম্পানিটির প্রধান কার্যালয় ও কারখানার ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলায় ক্ষতি হয়। আগুনে ভবন, মেশিন, কাচামাল, আধা ও পূর্ণ উৎপাদিত পণ্য পুড়ে যায়।

উক্ত ভবনের বেসমেন্টে রাখা বিভিন্ন ধরণের জিনিসপত্র ফায়ার সার্ভিসের পানিতে অনেক ক্ষতি হয়।

এই ভয়াবহ অগ্নিকান্ডের পরেও কোম্পানিটি তাদের কারখানার উৎপাদন কার্যক্রম পুরোধমে চালু রেখেছে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্টান্ডার্ড ব্যাংকের উদ্দোক্তা ১০ লাখ শেয়ার বিক্রি করবেন

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, হারুন আর রশিদ নামে এই পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার হাতে ব্যাংকটির মোট ৩,০৫,১২,৪৫১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ২৯ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

নাহি এলুমিনাম কম্পোজিটের বোর্ড সভা বিকালে

naheeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ বিকাল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা সাড়ে ৪টায় রাজধানী বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/বি