অনলাইনে হবে চট্টগ্রামের চা নিলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এনডিসি, পিএসসি বলেছেন, দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রম আরও গতিশীল করতে অনলাইন চা নিলাম সিস্টেম চালুর কোনো বিকল্প নেই।

সোমবার সকালে চট্টগ্রাম নিলাম কেন্দ্রের নিলাম কার্যক্রম পরিদর্শন শেষে টিটিএবি এবং ব্রোকার হাউজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এটা বাস্তবায়ন এখন সময়ের দাবী। বাংলাদেশ টি ট্রেডার্স এসোসিয়েশনকে (টিটিএবি) এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করতে হবে। এর মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই চা ক্রয় করতে পারবেন। এছাড়া বাগান মালিকরাও নিলাম চলাকালীন চায়ের দাম সম্পর্কে জানতে পারবেন।

টিটিএবি’র চেয়ারম্যান শাহ মঈনুদ্দীন হাসান সভায় বলেন, চা বোর্ডের নির্দেশনার প্রেক্ষিতে টিটিএবি কর্তৃক চট্টগ্রাম নিলাম কেন্দ্রে অনলাইন সিস্টেম চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ডের সাথে টিটিএবি-র নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে।

সভায় চা বোর্ড চেয়ারম্যান আরও বলেন, চা শ্রমিকদের মজুরি ১৮% বৃদ্ধির ফলে বাগানের উৎপাদন খরচও বেড়েছে। কিন্তু নিলামে চায়ের মূল্য বাড়েনি। এতে বাগান পরিচালনায় মালিকগণ হিমশিম খাচ্ছেন। নিলামে চায়ের দাম যাতে উৎপাদন খরচের চেয়ে কম না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টি দেয়ার প্রতি তিনি ব্যবসায়ীদের আহবান জানান। তিনি বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষে চায়ের রপ্তানি আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া করোনা পরিস্থিতিতে দেশে চায়ের অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় চায়ের ভোগ বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যকর পানীয় হিসেবে চায়ের উপকারিতার বিষয়ে ব্যবসায়ীদেরকে প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি পঞ্চগড়ের চায়ের মান বৃদ্ধির জন্য ক্ষুদ্র চাষীদের নিয়ে কর্মশালা করার বিষয়ে নিলাম পরিচালনাকারী ব্রোকার ও চা ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবানও জানান।

সভায় বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী চায়ের রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বাংলাদেশ চা বোর্ডের ইতিবাচক ভূমিকা ব্যাখ্যা করেন।

সভায় অন্যদের মধ্যে চা বোর্ডের উপপরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, ন্যাশনাল ব্রোকারের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, ইউনিটি ব্রোকারের নির্বাহী পরিচালক সাজ্জাদ হায়াত সহ চা ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রবাসীদের ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত রাখায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার(২ নভেম্বর)অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘যারা কষ্ট করে অর্থ পাঠিয়ে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘অর্থবছরের প্রথম তিন মাস যখন অবিশ্বাস্য গতিতে রেমিট্যান্স অর্জিত হচ্ছিল তখন অনেকই এগুলো ঠিক নয়, টেকসই নয় বলে মন্তব‌্য করেছেন। কর্মীরা তাদের কাজকর্ম বা ব্যবসা গুটিয়ে দেশে ফিরে আসছে বলেও মন্তব্য করা হয়। সেই সমস্ত লোকদের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও তাল মিলিয়ে বলতে শুরু করল এ প্রবাহ ঠিক নয়, টেকসই হবে না।’

মন্ত্রী বলেন, ‘খুবই আশ্চর্যের বিষয়, যে দেশের মানুষ তাদের সর্বশক্তি নিয়োগ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ দেশের মানুষের জন্য পাঠাচ্ছে তাদের মূল্যায়ন না করে আমরা নিরুৎসাহিত করতে শুরু করলাম কীভাবে। শেষ পর্যন্ত আমি বিশ্বব্যাংকে আমাদের এ সমস্ত রেমিট্যান্স যোদ্ধাদের কষ্টের স্বীকৃতি দিতে তাদের বার্ষিক সভায় অনুরোধ জানালাম। বিশ্বব্যাংক এখন নিজেই বলছে, ২০২০ সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং এ বছর রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও ৮ শতাংশ বৃদ্ধি পাবে।’

স্টকমার্কেটবিডি.কম/

 

ব্লক মার্কেটে লেনদেন ১৬ কোটি টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২৬ লাখ ৪ হাজার ৯৮৮টি শেয়ার ৬২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯ লাখ ৮১ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকের ১২ লাখ ২৬ হাজার টাকার, সুহৃদের ৯ লাখ ৯৮ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ টাকার, সায়হাম টেক্সটাইলের ১৪ লাখ ৪৫ হাজার টাকার, সায়হাম কটনের ১৬ লাখ ৯০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬৬ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ২৫ লাখ ২৬ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৬ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৯৯ হাজার টাকার, পেনিনসুলার ১ কোটি ২০ লাখ টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৭ লাখ ১০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৮ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ১২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৩৩ লাখ ২৮ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১৫ লাখ ১৮ হাজার টাকার, জেনেক্সের ২৮ লাখ ৩ হাজার টাকার, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫ লাখ ৮০ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২৮ লাখ ১ হাজার টাকার, ডিবিএইচের ৮ লাখ ৮০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার টাকার, বিডি থাইয়ের ৬ লাখ ৮২ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৫ হাজার টাকার, এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৬ হাজার টাকার এবং এপোলো ইস্পাতের ৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সোনারগাঁ টেক্সটাইলের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বিদায়ী অর্থবছরে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২০৬৪ ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বৃদ্ধি বেড়েছে উল্লেখযোগ্য পরিমানে। এবছর মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৬৪ ডলার, যা আগের বছর ছিল ১ হাজার ৯০৯ মার্কিন ডলার।

সেই সঙ্গে এবছর দারিদ্র্যের হারও আগের বছরের চেয়ে কিছুটা কমেছে। এই হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশ, যা আগের বছর ছিল ২১ দশমিক ৮ শতাংশ।

এছাড়া চরম দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ, যা আগের বছর ছিল ১২ দশমিক ৯ শতাংশ।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০১৯-২০ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আজকের মন্ত্রিসভার বৈঠকে আগামী বছর সরকারি ছুটির তালিকাও অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

দারিদ্র্য ও চরম দারিদ্র্যের হার কমা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনার কারণে দারিদ্র্যের প্রভাব চলতি অর্থবছরে বোঝা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া প্রবাসীদের অবস্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিসার মেয়াদ বাড়ানো ও মালয়েশিয়ায় ফেরাসহ ৬ দফা দাবিতে প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে সোমবার সকাল ১০টার দিকে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যান। প্রবাসীদের অবস্থানের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

প্রবাসীরা জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে তারা মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। হাতে টাকাপয়সাও নেই। তারা এখন কর্মস্থলে ফিরতে চান।

তারা আরও জানান, ডিসেম্বর মাস আসতে আসতে ৯০ শতাংশের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এ জন্য তারা কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এসব দাবির মধ্যে রয়েছে—১. মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সহজ স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেয়া; ২. চার্টার্ড ফ্লাইটে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা; ৩. কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান; ৪. প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারকে বহন করতে হবে; ৫. ছুটিতে আটকেপড়া সব প্রবাসীকে নগদ অর্থ সহায়তা ও প্রণোদনা দেয়া; ৬. বিদেশে কারাগারে থাকা প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনকে আইনি সহায়তা দিতে হবে।

প্রবাসীরা শান্তিপূর্ণ সমাবেশ করছেন বলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারি জানিয়েছেন। সূত্র : কালের কন্ঠ অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ শিপিংয়ের বাৎসরিক বোর্ড সভা ১০ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ২টা ৩৫ মিনিট কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
  3. গ্লোবাল ইন্স্যুরেন্স
  4. বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স
  5. বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট
  6. রিপাবলিক ইন্সুরেন্স
  7. এক্সপ্রেস ইন্স্যুরেন্স
  8. ব্র্যাক ব্যাংক
  9. পিপলস ইন্স্যুরেন্স
  10. এডিএন টেলিকম লিমিটেড।

দিনশেষে বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯১৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯২ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ৭৮৫ কোটি ৫০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট, রিপাবলিক ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৫.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লিন্ডে বাংলাদেশ ও এশিয়া ইন্সুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

একমি ল্যারেটরিজের পরিচালক শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি একমি ল্যারেটরিজ লিমিটেডের একজন পরিচালক ১ লাখ ৩৩ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তাসনিম সিনহা নামে কোম্পানিটির এই পরিচালক ১ লাখ ৩৩ হাজার ৩৩০টি শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/