1. বেক্সিমকো ফার্মা
  2. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
  3. ব্র্যাক ব্যাংক
  4. কাসেম ইন্ডাস্ট্রিজ
  5. এসোসিয়েট অক্সিজেন
  6. বেক্সিমকো লিমিটেড
  7. গ্রামীন ওয়ান : স্কিম টু
  8. নর্দার্ণ ইনস্যুরেন্স
  9. যমুনা ব্যাংক
  10. এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

সিএসইতে লেনদেন বাড়লেও ডিএসইতে অনেকটা কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন ও সূচক অনেকটা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৮৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ৭৯০ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির। আর দর অপরিবর্তিত আছে ৮২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, কাসেম ইন্ডাস্ট্রিজ, এসোসিয়েট অক্সিজেন, বেক্সিমকো লিমিটেড, গ্রামীন ওয়ান : স্কিম টু, নর্দার্ণ ইনস্যুরেন্স, যমুনা ব্যাংক ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৮৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইষ্টার্ণ ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

এক কোটি মি. ফান্ড বিক্রি করবে বিডি ফাইন্যান্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান ভ্যানগার্ড বিডি মিউচ্যুয়াল ফান্ডের এক করপোরেট উদ্দোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বিডি ফাইন্যান্স নামে এই উদ্দোক্তা প্রতিষ্ঠানটির ১ কোটি ইউনিট শেয়ার বিক্রয় করবে। তাদের হাতে মোট ১.৮৫ কোটি ইউনিট শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/

লেকশোর হোটেলের ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ না করার অভিযোগে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অভিযান চালানো হয়েছে। আজ মঙ্গলবার ওই অভিযান শেষে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, লেকশোর ক্রেতাদের কাছ থেকে ভ্যাট আদায় করেছিল ঠিকই, কিন্তু সরকারি কোষাগারে জমা দেয়নি।

অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অভিযান চলে। এই অভিযানে লেকশোর হোটেলের বারে ৩৪৯টি মদের বোতল পাওয়া যায়। এর বিপরীতে হোটেল কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
বিজ্ঞাপন

ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান বলেন, হোটেল প্রাঙ্গণ থেকে আবাসিক সেবা বিক্রির প্রকৃত হিসাব উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, হোটেল ২০১৯ সালে যে মাসিক ভ্যাট রিটার্ন জমা দিয়েছিল, তাতে ব্যাপক গরমিল রয়েছে। হোটেল কর্তৃপক্ষ প্রকৃত চিত্র গোপন রেখে ভ্যাট ফাঁকি দিয়েছে। তা ছাড়া লেকশোর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কোনো ভ্যাট রিটার্ন জমা দেয়নি। আইন অনুসারে প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভ্যাট গোয়েন্দারা হিসাব–নিকাশ করছিলেন। এ বিষয়ে আরও তদন্ত হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযান পরিচালনা করেন সংস্থার উপপরিচালক নাজমুন্নাহার কায়সার। র‍্যাবের একটি টহল দল তাঁদের সহযোগিতা করেন।

এ বিষয়ে জানতে লেকশোর হোটেল কর্তৃপক্ষের মন্তব্য জানার চেষ্টা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁরা কিছু বলতে চাননি।

স্টকমার্কেটবিডি.কম/

জি কিউ বলপেনের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জি কিউ বলপেন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ নভেম্বর পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির গত বছরের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এছাড়া এজিএম ও রেকর্ডের ডেট নির্ধারণ করে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিজেন্ট টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ১৮ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি গত বছরের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় চট্টগ্রামে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এছাড়া এজিএম ও রেকর্ডের ডেট নির্ধারণ করে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এস এস স্টিলের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ নভেম্বর পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১৫ নভেম্বর এই বোর্ড সভাটি আহবান করা হলে পরবর্তীতে তা বাতিল করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

গোল্ডের হার্ভেষ্টের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৩ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৬৬ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১১.৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ফুয়াং সিরামিকসের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেড কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১০ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৬০ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১১.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/