1. নিটল ইন্স্যুরেন্স
  2. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
  3. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  4. নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স
  5. এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স
  6. এডিএন টেলিকম
  7. রিলায়েন্স ইন্সুরেন্স
  8. বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট
  9. ন্যাশনাল ফীড মিল
  10. কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড।

দিনশেষে লেনদেন কমলেও বেড়েছে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন কমলেও সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৬১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৮১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ৬৭১ কোটি ৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৯টির। আর দর অপরিবর্তিত আছে ৯২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- নিটল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, রিলায়েন্স ইন্সুরেন্স, বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল ফীড মিল ও কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫০.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ফীড মিল ও ফরচুন সুজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ফাইন্যান্সের হেড অফিস পরির্বতন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অফিসর ঠিকানা পরির্বতন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস পূর্বের ঠিকানা হতে সরিয়ে পিএফআই টাওয়ার ৫৬-৫৭ দিলকুশা কমার্শিয়াল এরিয়ায় স্থানান্তর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

মালেক স্পিনিং সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়াবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলসের সহযোগী প্রতিষ্ঠান নিউ এশিয়া সিনথেটিকস লিমিটেড (এনএসএল) পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার নিউ এশিয়া সিনথেটিকসের পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সহযোগী কোম্পানিটি বিদ্যমান ৫০ কোটি টাকা থেকে ৬৬ কোটি টাকায় পরিশোধিত মূলধন বাড়াবে। একারণে কোম্পানিটি ৬৬ লাখ সাধারণ শেয়ার ছাড়বে। আর প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০০ টাকা।

নিউ এশিয়া উত্তোলিত অর্থ দিয়ে অতিরিক্ত জমি ক্রয়, সহায়ক বিনিয়োগ এবং অন্যান্য কাজে ব্যয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্লাক্সো স্মিথ এখন থেকে ইউনিলিভার কনজুমার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সো স্মিথ লিমিটেডকে নাম, ট্রেডিং কোড ও খাত পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্লাসকোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের নতুন নাম হবে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। ডিএসইতে কোম্পানির কোড হবে “UNILEVERCL”। আগামীকাল ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে কোম্পানিটির এসব পরিবর্তন কার্যকর করা হবে।

কোম্পানিটির নাম পরিবর্তনের সাথে সাথে খাতও পরিবর্তন করা হচ্ছে। কোম্পানিটি ডিএসইতে ওষুধ-রসায়ন খাতের পরিবর্তে খাদ্য-আনুসঙ্গিক খাতে লেনদেন করবে। নাম, ট্রেডিং কোড ও খাত ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু জুটের নতুন নাম মুন্নু অ্যাগ্রো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলার্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে। আগমীকাল ২৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানিটি শেয়ারবাজারে নতুন নামে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মুন্নু জুটের নতুন নাম হবে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। কোম্পানিটির ট্রেডিং কোড হবে “MONNOAGML”।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

জিকিউ বলপেনের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের জিকিউ বলপেন লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বেলা সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

গোল্ডেন সনের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৫ পয়সা। আর এককভাবে লোকসান হয়েছে ৯৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ০৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানাবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/