রবির আইপিও আবেদন ৫.৭৪ গুণ : লটারি ১০ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রবি আজিয়াটা লিমিটেডের আইপিও আবেদনের লটারি আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির আইপিও আবেদন চাহিদার তুলনায় ৫.৭৪গুণ বেশি জমা পড়েছে। এজন্য লটারির মাধ্যমে বাছাই করে আইপিও শেয়ার বন্টন করবে কোম্পানিটি।

কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয় গত ১৭ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।

এসময়ের মধ্যেই আগ্রহী বিনিয়োগকারীরা এই আইপিও আবেদন করতে প্রতি লট শেয়ারের দাম ৫০০০ টাকা হিসাবে জমা দেন।

গত ২৩ সেপ্টেম্বর ৭৪১তম নিয়মিত সভায় রবির এই আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজারে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার ছেড়ে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

তবে আইপিও শেয়ারের মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পনির কর্মকর্তা কর্মচারিদের মধ্যে ইস্যু করা হবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নিজস্ব নেটওয়ার্কস সম্প্রসারণ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬৪ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইডিএলসি এনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কেয়া কসমেটিক্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান কেয়া কসমেটিক্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টা ৩০ মিনিট কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি কোন লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/

৩ কোম্পানির এজিএমের তারিখ ও সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজার তালিকাভুক্ত তিন কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে। কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার মিলস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অনিবার্য কারণে কোম্পানিগুলো এজিএমের তারিখ ও সময় পরিবর্তন করেছে। শ্যামপুর সুগার মিলসের ৩০তম এজিএম ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ১৬তম এজিএম ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৮তম এজিএম ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/

৮ কোম্পানির রবিবার লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়রবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির রবিবার লেনদেন চালু হবে। কোম্পানিগুলো হলো-শাহজিবাজার পাওয়ার, সোনালী আঁশ, আরএসআরএম স্টীল, হাক্কানী পাল্প, ফ্যামিলি টেক্স, ড্রাগন সোয়েটার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ বৃহস্পতিবার কোম্পানি গুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

আশুগঞ্জ বন্ডের ট্রাষ্টি বোর্ড সভা ১০ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ডের পরিচালনা পর্ষদের ট্রাষ্টি সভা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির ট্রাষ্টি সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

এএফসি এগ্রোর বোর্ড সভা ৮ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম;

বঙ্গজের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২১ টাকা ৬৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/