সিএপিএম আইবিবিএল মি. ফান্ড দর পতনের শীর্ষে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সমাপ্ত সপ্তাহে দর পতনের শীর্ষে রয়েছে সিএপিএম আমান ফিড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭.৮৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফান্ডটি মোট ১৭ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা।

দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬৩ লাখ ১২ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৫ লাখ ৭৮ টাকা।

কেয়া কসমেটিকস রয়েছে তৃতীয় স্থানে । গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৯ লাখ ৬৭ টাকা।

তালিকায় থাকা আরও কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফিন্যান্স ১০.৬৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ৮.৪৮ শতাংশ, অ্যাক্টিভ ফাইন ৮.৩৩ শতাংশ , গোল্ডেন সন ৭.৮৯ শতাংশ, স্যালভো কেমিক্যাল ৭.৬৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্স ৭.৪৮ শতাংশ ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের দর কমেছে ৭.১৯ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

গাইবান্ধায় এনআরবিসি ব্যাংকের ৮০তম শাখার যাত্রা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে ব্যাংকের ৮০ তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। প্রধান অতিথি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি আশা করেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। তিনি বলেন, এখনও ব্যাংকিং সেবা থেকে যারা বঞ্চিত, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে।

ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, শুরু থেকেই নিত্য-নতুন প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক গ্রাহককে স্বচ্ছতার সাথে কার্যকর সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের বেশ কয়েকটি সেবামূলক কাজের অংশিদার হয়ে এনআরবিসি ব্যাংক কাজ করছে। এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। ব্যাংক চেয়ারম্যান বলেন, কৃষি নির্ভর এই জেলার কৃষিশিল্প বিকাশেও তাঁর ব্যাংক কাজ করবে।

অনুষ্ঠানে ব্যাংকের চীফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হারুনুর রশিদ, সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মাহমুদ আল হুমাইদ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ’র ফি আদায়, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও , গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এনআরবিসি ব্যাংক নিয়ে এসেছে অ্যাপ সুবিধা ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া, এনআরবিসি প্লানেট অ্যাপ ব্যবহার করে গ্রাহক সহজেই যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি ডেস্ক:

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিকেলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৩৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩১ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ১ লাখ ২৪ হাজার ০৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৬ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ২৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা।

এছাড়া চতুর্থ স্থানে থাকা রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের ৯২ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকা, পঞ্চম স্থানে এস.এস. স্টিল লিমিটেডের ৭৯ কোটি ৫৪ লাখ ২২ হাজার টাকা,
৬ষ্ঠ স্থানে ফরচুন সুজ লিমিটেডের ৭৪ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকা, ৭ম স্থানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭৪ কোটি ৫ লাখ ৭৭ হাজার টাকা,৮ম স্থানে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৭২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকা, ৯ম স্থানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ৬১ কোটি ১৫ লাখ ৯৭ হাজার টাকা এবং ১০ম স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম

৪ কার্যদিবসে ডিএসইতে মূলধন বেড়েছে ৬,৩৩০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৬,৩৩০ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩৬৫৯ কোটি ৮২ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৪১৭৩ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১২.৩১ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৯১৪ কোটি ৯৫ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯.৬২ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৩৪ কোটি ৬৮ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১০৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১০.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ার ও ইউনিটের দর। আর ৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ১০ হাজার ৬১৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৬,৩৩০ কোটি টাকা বা ১.৫৪ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম