ন্যাশনাল পলিমারের রাইট সাবস্ক্রিপশন ৭ জানুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন আগামী ৭ জানুয়ারি শুরু হবে। এই সাবস্ক্রিপশন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১৫ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫৩ তম কমিশন সভায় এসব রাইট প্রস্তাব অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির ১০ টাকা মূল্যের ৩৬,৪৯১,৮৩৪ টি সাধারণ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্যে (শেয়ার প্রতি ৫ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ১আর:১ হারে মােট ৫৪,৭৩,৭৭,৫১০ টাকা মূলধন সংগ্রহের রাইট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাইটস শেয়ার ইস্যুর অর্থ জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানী, কার্যকরী মূলধন সংগ্রহ এবং ব্যাংক ঋন পরিশােধ করবে।

জুন ৩০, ২০১৯ইং তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি পুন:মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য (এনএভি) টাকা ৩৮ টাকা ৯৮ এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) টাকা ৪ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে নিয়ােজিত রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

২ কোম্পানির লেনদেন বন্ধ সোমবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি লেনদেন বন্ধ থাকবে আগামী সোমবার(২১ ডিসেম্বর)। কোম্পানিগুলো হলো- আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ ও অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল সোমবার এসব কোম্পানি ২টি বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট। এই রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত রাখবে এই ২ কোম্পানি।

এর পরের দিন, মঙ্গলবার থেকে এসব কোম্পানিগুলোর স্বাভাবিক লেনদেন হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এম

২ কোম্পানির লেনদেন চালু সোমবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামী সোমবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ক্যাবলস ও এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের।

আজ রবিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এপোলো ইস্পাত কমপ্লেক্সের এজিএম স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের (এজিএম) স্থগিত করা হয়ে। এজিএমের তারিখ পরবর্তীতে জানানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভাটির (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল।

এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে ।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. রিপাবলিক ইন্স্যুরেন্স
  4. ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ
  5. আইএফআইসি ব্যাংক
  6. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
  7. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  8. এস.এস. স্টিল
  9. ওরিয়ন ফার্মা
  10. নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি ডেস্ক:

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ রবিবার কোম্পানিটির ৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা যার শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮৯ লাখ টাকার।

তৃতীয় স্থানে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৯০ লাখ টাকার।

লেনদেনের তালিকার কোম্পানিগুলো হচ্ছে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২৫ কোটি ৯২ লাখ টাকা, আইএফআইসি ব্যাংক ২১ কোটি ৬১ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২০ কোটি ৭২ লাখ টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১৯ কোটি ৯১ লাখ টাকা, এস.এস. স্টিল ১৮ কোটি ৯৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১৮ কোটি ২০ লাখ টাকার ও নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড লেনদেন হয় ১৬ কোটি ১৪ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন বাড়লেও সূচক কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৭৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ৭০৫ কোটি ৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৩টির। আর দর অপরিবর্তিত আছে ৬৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এস.এস. স্টিল, ওরিয়ন ফার্মা ও নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইস্টার্ন লুব্রিকেন্টসের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিলভা ফার্মার প্লেসমেন্টহোল্ডারের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তারিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালসের প্লেসমেন্টহোল্ডার আল আমিন এগ্রো ফিসারিজ কমপ্লেক্সের চার উদ্যোক্তা পরিচালক সব শেয়ার অর্থাৎ সাড়ে ২৪ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিলভা ফার্মাসিউটিক্যালসের প্লেসমেন্টহোল্ডার আল আমিন এগ্রো ফিসারিজ কমপ্লেক্সের উদ্যোক্তা পরিচালক মিসেস সানজিদা মির্জা, আনোয়ার মির্জা, আব্দুর রহমান শিবলী মির্জা এবং আব্দুর রহমান হাসান মির্জা ২৪ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই চার উদ্যোক্তা পরিচালক একই সাথে সিলভা ফার্সাসিউটিক্যালসেরও উদ্যোক্তা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইস্টার্ন লুব্রিকেন্টসের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম