ই-জেনারেশনের আইপিও আবেদন ১২-১৯ জানুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে । এই আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত জমা নেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আগ্রহী বিনিয়োকারীদের প্রতিটি আবেদনের সাথে ১০ টাকা দরে এক লট (৫০০টি) শেয়ারের জন্য ৫ হাজার করে জমা দিতে হবে।

এর আগে ২১ অক্টোবর কমিশনের ৭৪৫তম নিয়মিত সভায় আইপিওটি অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, ই-জেনারেশন লিমিটেডকে শেয়ারবাজারে ১.৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বাণিজ্যিক স্পেস ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ, ডিজিটাল হেলথ কেয়ার ফ্লাটফর্ম তৈরি এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জু ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৫৬ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের দুই প্রতিষ্ঠান সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের ট্রাষ্টি সভা আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই সভায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই ট্রাষ্টি সভা আগামী ১৩ জানুয়ারি বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ট্রাষ্টি সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ফান্ডটির উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লংকা বাংলা ফাইন্যান্স
  3. লাফার্জ হোলসিম বিডি
  4. বেক্সিমকো ফার্মা
  5. আইএফআইসি ব্যাংক
  6. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  7. আইপিডিসি
  8. কনফিডেন্স সিমেন্ট
  9. পাওয়ার গ্রিড কোম্পানি
  10. এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৩৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫০৫ কোটি ৬৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ১৭০৫ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বিডি, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আইপিডিসি, কনফিডেন্স সিমেন্ট,পাওয়ার গ্রিড কোম্পানি ও এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম বিডি ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসই অর্ডার ম্যানেজমেন্টের কাজ শুরু ১১ জানুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) সক্ষমতা বৃদ্ধির জন্য আগামী তিন সপ্তাহ (১১ জানুয়ারি থেকে ০১লা ফেব্রয়ারি ২০২১ পর্যন্ত) এর রক্ষনাবেক্ষনের কাজ অব্যাহত থাকবে৷ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই তিন সপ্তাহে ডিএসইর মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেডিং এর সেবা সকাল ১০:১৫ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত চালু থাকবে৷

ডিএসই অর্ডার ম্যানেজমেন্টের রক্ষণাবেক্ষণের কাজ শেষে পূর্বের নিয়মেই মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেডিং এর সেবা চালু থাকবে৷

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে লেনদেনে আজ সূচকের ওঠানামা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (১০ জানুয়ারি) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৭৪ ও ২০৬৬ পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৭১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এইসময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দর।

সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা, রবি, আইএফআইসি ব্যাংক, একটিভ ফাইন, কনফিডেন্স সিমেন্ট, জিবিবি পাওয়ার ও এনবিএল।

লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাডে ৩৮ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১১ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৯ পয়েন্টে অবস্থান করে।

এদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এইসময়ে ৮৮টি কেম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৫টি কম্পানির দর। আর ২৬টি কোম্পানি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ফায়ারস্টোন কোম্পানির মালিকানা কিনলো লাফার্জহোলসিম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফায়ারস্টোন কোম্পানিকে অধিগ্রহণ করল লাফার্জহোলসিম
লাফার্জহোলসিম গ্রুপ ৩৪০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ফায়ারস্টোন বিল্ডিং প্রোডাক্ট কোম্পানিকে অধিগ্রহণ করেছে। এ ব্যাপারে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে।

ফায়ারস্টোন বিল্ডিং প্রোডাক্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল রুফিং এবং বিল্ডিং ইনভেলাপ সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান। এটি টায়ার প্রস্তুতকারক কোম্পানি ব্রিজেস্টোনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিদায়ী ২০২০ সালে ফায়ারস্টোনের নিট বিক্রির পরিমাণ ছিল ১৮০ কোটি ডলার। এ ছাড়া কর-পূর্ববর্তী মুনাফা করেছিল ২৭ কোটি ডলার।

লাফার্জহোলসিম বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, লাফার্জহোলসিম গ্রুপ নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ জোগানের পাশাপাশি ঋণ নিয়ে ফায়ারস্টোন অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের ফলে প্রতিবছর ১১ কোটি ডলার সাশ্রয় হবে বলে আশা করছে লাফার্জহোলসিম।

এই চুক্তি সম্পর্কে লাফার্জহোলসিম গ্রুপের প্রধান নির্বাহী বলেন, ‘আকর্ষণীয় রুফিং ব্যবসায় অন্তর্ভুক্ত হতে পেরে আমি আনন্দিত। ফায়ারস্টোন বিল্ডিং প্রোডাক্ট অধিগ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আমরা আমাদের অবস্থান আরও দৃঢ় করতে পারব। উদ্ভাবনী ও টেকসই কোম্পানি হিসেবে লাফার্জহোলসিমকে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই অধিগ্রহণ একটি মাইলফলক হয়ে থাকবে। ফায়ারস্টোনের কর্মীদের লাফার্জহোলসিমে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’

ব্রিজেস্টোন অ্যামেরিকাসের সভাপতি ও সিইও পাওলো ফেরারি বলেন, ‘ফায়ারস্টোনের প্রবৃদ্ধির জন্য এটা একটা দারুণ সুযোগ। এর ফলে ব্রিজেস্টোনও নিজস্ব ব্যবসায় অধিকতর আলোকপাত করতে সক্ষম হবে। আমরা নিশ্চিত লাফার্জহোলসিমের মতো কোম্পানির সান্নিধ্যে এসে ফায়ারস্টোন নিজেকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পারবে। ফায়ারস্টোনের কর্মী ও গ্রাহকদের ভালো দেখভাল করবে লাফার্জহোলসিম।’

স্টকমার্কেটবিডি.কম/

বোনাস শেয়ার বিওতে পাঠিয়েছে ৩ কোম্পানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানি ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও মেঘনা সিমেন্ট লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানিগুলো ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সিমেন্টের মান বাড়াবে লাফার্জ হোলসিম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের উৎপাদিত সিমেন্টের মান বাড়িয়েছে। এজন্য কোম্পানি অত্যাধুনিক কারখানা করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৯ জানুয়ারি হতে কোম্পানিটি এই ধরণের সিমেন্টের উৎপাদন শুরু করেছে। এজন্য কোম্পানিটির ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। এসব অর্থ নিজস্ব তহবিল থেকে খরচ করেছে কোম্পানিটি।

নতুন এই সংযোগে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত কোম্পানিটির কারখানার উৎপাদন ক্ষমতা প্রতি বছরে ধরা হয়েছে ১.২ মিলিয়ন টন।

স্টকমার্কেটবিডি.কম/