বিদেশে চাকরি হারানোদের ফিরে আনতে প্রণোদনা দেওয়ার সুপারিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসকালে মধ্যপ্রাচ্যে চাকরি হারানো কর্মীদের দেশে ফিরে আনতে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে প্রণোদনা আদায়ের বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভাড়া কমানোর সুপারিশ করা হয়।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মৃনাল কান্তি দাস ও পংকজ নাথ বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে দেশের ভাবমর্যাদা রক্ষায় ভিজিট ভিসায় বিদেশ গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে ‘আন্ডারটেকেন’ রাখার বিষয়টি যুক্ত করার সুপারিশ করে কমিটি। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত কর্মীদের পাসপোর্ট সেবা প্রদানের জন্য বিশেষ করে মোবাইল পাসপোর্ট অফিস (মেশিনসহ) স্থাপন করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বপূর্ণ অভিবাসন নিশ্চিতকল্পে বিদেশে কর্মী প্রেরণে বাংলাদেশ বিমানের ভূমিকাসহ অভিবাসন নিয়ে এনআরবি, সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ চেম্বারের সভাপতি আবারো পারভেজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আবারও নির্বাচিত হয়েছেন ইভেন্স গ্রুপের চেয়ারম্যান এবং বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

সংগঠনটির ঊর্ধ্বতন সহ-সভাপতি হয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী। আর সহ-সভাপতি হয়েছেন ইকোক্যাম বাংলাদেশের পরিচালক শহিদুল ইসলাম নিরু।

সোমবার অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী ও পরিচালকদের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে সভাপতি, ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়। একই সঙ্গে ২৪ জন পরিচালক নির্বাচন করা হয়। সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পরিচালকদের মধ্যে অর্ডিনারি ক্লাসের রয়েছেন ১৬ জন। এরা হলেন- আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন রাজা, মোহাম্মদ ঈসমাইল হোসেন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, মোহাম্মদ ইউনুছ, এমএ রাজ্জাক খান, এসএম শাহ আলম মুকুল, রেহানা রহমান, মিজানুর রহমান, আবুল কালাম ভূঁইয়া, যশোদা জীবন দেব নাথ, মো. শাহিদ আলম, কে. এম. রিফাতউজ্জামান, রুসলান নাসির এবং মো. খায়ের মিয়া।

বাকি আটজন অ্যাসোসিয়েট ক্লাসের। এরা হলেন- প্রীতি চক্রবর্ত্তী, শহিদুল ইসলাম নিরু, রঞ্জন চৌধুরী, জিয়া হায়দার মিঠু, শাহ আলম লিটু, চৈতন্য কুমার দে (চয়ন), নাজমুল আনোয়ার এবং মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট।

স্টকমার্কেটবিডি.কম;

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৩১ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামী ১১ জানুয়ারি থেকে ৩১ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট এবং ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর, ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর আর ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর আর ২৫ দফার ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর হতে ১২ নভেম্বর, ২৭ দফায় ১৪ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ২৮ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ২৯ দফায় ১১ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর, ৩০ দফায় ২৭ ডিসেম্বর ১১ জানুয়ারি আর ৩১ দপায় ১২ জানুয়ারি হতে ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ দেখছেন বৃটেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের আর্থিক, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্রিটিশ বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও উন্নয়নের সুযোগ খতিয়ে দেখছে বলেও তিনি মন্তব্য করেন।

রবিবার রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) প্রধান কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় ব্রিটিশ হাইকমিশনার ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূতকে ইস্টার্ন ব্যাংকের সার্বিক কার্যক্রম, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে করোনা মহামারিকালে ব্যাংকটির ভূমিকা সম্পর্কে অবহিত করেন আলী রেজা ইফতেখার। বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ইবিএল যে সহায়ক ভূমিকা পালন করছে তাও তিনি তুলে ধরেন।

এ সময় হাইকমিশনার বাংলাদেশের ব্যাংকিং খাত, বিনিয়োগ পরিবেশ ও সুযোগ সম্পর্কে জানতে চান। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এ সময় দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপ-প্রধান খালিদ মুস্তাফিজ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র ও জার্মানির পর যুক্তরাজ্য বাংলাদেশি রপ্তানি পণ্যের অন্যতম বৃহত্তম বাজার।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাহিন, রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম। সংবাদ বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম/

শিল্পোদ্যোগ সূচকে নিচের সারিতে বাংলাদেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বে শিল্পোদ্যোগের জন্য সেরা দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান নিচের সারিতে। ২০২১ সালের এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্সে (শিল্পোদ্যোগ সূচকে) অবস্থান ১০০ দেশের মধ্যে ৮৪তম। এই তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূচকে পাকিস্তানের (৯৯তম) তুলনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ভারতের (৯ম) চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

বিশ্বে শিল্পোদ্যোগের জন্য সেরা দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান নিচের সারিতে। ২০২১ সালের এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্সে (শিল্পোদ্যোগ সূচকে) অবস্থান ১০০ দেশের মধ্যে ৮৪তম। এই তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূচকে পাকিস্তানের (৯৯তম) তুলনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ভারতের (৯ম) চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

নিউইয়র্কভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের ‘বেস্ট কান্ট্রি ফর এন্ট্রাপ্রেনারশিপ’ সূচকে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি এ তালিকা প্রকাশিত হয়।

সূচকে এমন ১০০টি দেশের অর্থনীতি নিয়ে মূল্যায়ন করা হয়েছে, যা বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের ৯৫ শতাংশ। ছয়টি মূল সূচকের ওপর এই সমীক্ষা করা হয়: উদ্ভাবন, প্রতিযোগিতা সক্ষমতা, শ্রম দক্ষতা, অবকাঠামো, মূলধন এবং মুক্ত ব্যবসা ব্যবস্থা। প্রতিটি সূচককে আবার ১ থেকে ১০০-এর মধ্যে সাজানো হয়েছে। এই সূচকগুলোর মধ্যে আবার কিছু উপসূচকও আছে।

এতে সার্বিকভাবে বাংলাদেশের স্কোর ১০০-তে ১২ দশমিক ৯৯। এর মধ্যে উদ্ভাবনে ৪ দশমিক ৩৪ পয়েন্ট, প্রতিযোগিতা সক্ষমতায় ৪ দশমিক ৮৯, শ্রম দক্ষতায় ২৩ দশমিক ০৫, অবকাঠামোয় ২০ দশমিক ৪৭, মূলধনে ৯৩ দশমিক ৬২ এবং মুক্ত ব্যবসায় ব্যবস্থায় ১ দশমিক ০৭ পয়েন্ট।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের স্কোর ৪২ দশমিক ৮৮ পয়েন্ট। বিশ্বের সর্বাধিক উদ্যোক্তা দেশ হিসাবে যুক্তরাষ্ট্র দেশটি স্বীকৃত পেয়েছে।

এ ছাড়া জার্মানি ৪১ দশমিক শূন্য ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, যুক্তরাজ্যের অবস্থান তৃতীয় (স্কোর ৩৫ দশমিক ৮), চতুর্থ ইসরাইল (৩৪ দশমিক ২৫), পঞ্চম সংযুক্ত আরব আমিরাত (৩১ দশমিক শূন্য ১), ষষ্ঠ পোল্যান্ড (২৯ দশমিক ৭৫), সপ্তম স্পেন (২৯ দশমিক শূন্য ১) অষ্টম সুইডেন (২৮ দশমিক ১৬), নবম ভারত (২৫ দশমিক ৪৭) এবং দশম ফ্রান্স (২৫ দশমিক ৩৪)। দক্ষিণ এশিয়ার চারটি দেশ তালিকায় স্থান পেয়েছে। প্রতিবেশী দেশ শ্রীলংকার অবস্থান ৮০তম (স্কোর ১৩ দশমিক ১৮)। আর ১২ দশমিক ২৪ পয়েন্ট স্কোর নিয়ে ৯৯তম অবস্থানে পাকিস্তান।

গ্লোবাল বিজনেস পলিসি ইনস্টিটিউটের (জিবিপিআই) অংশীদারিত্বে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের এই সূচক পরিচালিত হয় ১ লাখ ২০ হাজার অংশগ্রহণকারীর বিশদ জরিপের ভিত্তিতে। জরিপটি হয়েছিল গত বছরের ১৯ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে। সূচক তৈরিতে বিশ্বব্যাংক, জাতিসংঘ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটসহ বিশ্বের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে।

অর্থনীতি বিশ্লেকরা বলছেন, বাংলাদেশি উদ্যোক্তাদের বড় সমস্যা হলো আর্থিক সংস্থানের ঘাটতি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ব্যবসা শুরু করার জন্য তারা আত্মীয়দের ওপর অথবা নিজেদের সঞ্চয়ের ওপরই নির্ভর করছে। দেশে নতুন উদ্যোক্তাদের জন্য করের কাঠামোও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ নয়, ফলে ব্যবসায় লাভ না হলেও কর দিয়ে যেতে হয় তাদের।

অন্যান্য দেশে বাধ্যতামূলকভাবেই ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) থেকে কর সংগ্রহ করা হয়। তা ছাড়া নতুন উদ্ভাবন ও দক্ষ শ্রমিকের যথেষ্ট অভাব রয়েছে দেশে। আমাদের শিক্ষাব্যবস্থায় শিল্পমুখী দক্ষতা শেখানো হয় না। এদিকে গ্লোবাল বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ লিগের তালিকায় বাংলাদেশের অবস্থান নিচের দিকে।

২০১৯ সালের অক্টোবরে প্রকাশিত বিশ্বব্যাংক গ্রুপের ডুয়িং বিজনেস ২০২০ সমীক্ষায় এ দেশের অবস্থান ১৭৬ থেকে ১৬৮-তে উঠে এসেছে। গত বছরের জানুয়ারিতে, গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্স ২০১৯ প্রকাশ করে। সেখানে বাংলাদেশ রয়েছে ১৩৭টি দেশের মধ্যে ১৩২তম অবস্থানে। এ ছাড়াও গত বছর নভেম্বরে নারী উদ্যোক্তাদের মাস্টারকার্ড ইনডেক্স ২০২০-এ ৫৮টি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল তলানিতে।
সূত্র : যুগান্তর

স্টকমার্কেটবিডি.কম/

৬৪ মেগাপিক্সেলের অপো রেনো৫ এর বাজারমূল্য ৩৫৯৯০ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্লোবাল স্মার্ট ডিভাইজ ব্র্যান্ড অপো ৯ জানুয়ারি ২০২১ তারিখে একটি চাকচিক্যপূর্ণ অনলাইন ইভেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশের বাজারে তাদের অপো নিয়ে এসেছে তাদের জনপ্রিয় রেনো সিরিজের – অপো রেনো৫ । ৩৫৯৯০ টাকা বাজারমূল্যের রেনো৫ এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম ম্যাট্রিক্সের সাথে থাকছে এআই মিক্সড পোর্টেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড । উদ্বোধনী অনুষ্ঠানে রেনো৫ এর প্রোডাক্ট অ্যাম্বাসাডর হিসেবে বিশিষ্ট মডেল ও অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এইডি’র ব্র্যান্ড ম্যানেজার, উইদার এবং পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান।

একটি চমৎকার ক্যামেরা অভিজ্ঞতার জন্য অপো রেনো৫-এ আছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। এতে আরো আছে ৮ মেগাপিক্সেলের আল্রাুয-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি মনো লেন্স। এছাড়া এর ক্রিস্টাল ক্লিয়ার ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় ব্যবহারকারীদের সেলফি তোলার অভিজ্ঞতা হবে আরো অনন্য। অপোর উন্নত এইচডিআর অ্যালগরিদম, এআই হাইলাইট ভিডিও সহ চমৎকার আল্ট্রা নাইট ভিডিও অ্যালগরিদম এবং এআই হাইলাইট ভিডিও নিজে থেকে উজ্জ্বলতা ও ডিটেইলসের ভিডিও করতে সাহায্য করবে। ফুল ডাইমেনশন ফিউশন (এফডিএফ) পোর্ট্রেট ভিডিও সিস্টেম এবং এআই হাইলাইট ভিডিও তরুণ প্রজন্মকে অধিক ডিটেইলসে ছবি এবং ভিডিও ধারণে সাহায্য করবে।

সম্পূর্ণ কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে (ফ্যান্টাসি সিলভারের) রেনো৫ ফোনটি মাত্র ৭.৮মিমি এবং ওজনে মাত্র ১৭১ গ্রাম। রেনো৫ এর প্রাণবন্ত ও প্রিমিয়াম ডিজাইনে চকচকে পিছনের প্যানেলেটি দেখতে অনেকটা মিল্কিওয়ের মতো এবং এতে আলোর অসাধারণ প্রতিফলনে ব্যবহারকারীদের হাতে এনে দিবে সম্পূর্ণ ছায়াপথ।

রেনো৫-এ আছে ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ, যা ফোনটির ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ৮০ শতাংশ মাত্র ৩১ মিনিটে চার্জ করতে পারবে। রেনো৫ এর বিশাল ৬.৪-ইঞ্চি ৯০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৭ শতাংশ। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ গিগাবাইট র্যা ম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের এই ফোনটি প্রযুক্তিপ্রেমীদের দিবে চমৎকার স্মার্টফোন অভিজ্ঞতা। । ফোনটি অ্যান্ড্রয়েড ১১ উপর ভিত্তি করে কালারওএস ১১.১ এ চলে, যা স্মার্টফোনটি আর সহজে ব্যবহারে সাহায্য করবে।

এই অনুষ্ঠানে অপো বাংলাদেশ এইডি’র পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান বলেন, “অপো’তে আমরা ‘টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ডে’ বিশ্বাস করি এবং আমরা এই অনুপ্রেরণা থেকেই এই শিল্পে গুরুত্বপূর্ণ উদ্ভাবন নিয়ে আসছি। আমাদের অনন্য ইমেজিং ফিচারসমূহ ‘পিকচার লাইফ টুগেদারে’ সবাইকে উত্সাহিত করবে এবং স্মার্টফোন ফটোগ্রাফিকে সবার জন্যে আগের চেয়ে সহজ করে তুলছে।”

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্য জটিলতা দূর করতে একমত বাংলাদেশ-ভারত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য জটিলতা দূর করতে উদ্যােগ গ্রহণে একমত বাংলাদেশ-ভারত। আন্তরিকতার সঙ্গে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও একমত দুই দেশ।

সোমবার (১১ জানুয়ারি) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর মতবিনিময়কালে তারা বাণিজ্য জটিলতা দূর করতে একমত পোষণ করেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। উভয় দেশের চলমান বাণিজ্য আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে বাণিজ্য বাধাগুলো দূর করে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। ননট্যারিফ ব্যারিয়ারগুলোর বিষয়ে আলোচনা করা যায়। সীমান্তে কাস্টমস ব্যবস্থাপনার উন্নতি করে বাণিজ্য বাড়ানো সম্ভব।

তিনি বলেন, এ জন্য উভয় দেশকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। দু’দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য জটিলতা দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর প্রশংসা করে বলেন, আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যাগুলো আগেই সমাধান করা যেত। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা সম্ভব হয়নি, নতুন করে আলোচনা শুরুর সুযোগ এসেছে। এখন সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।

ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধির আরও সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কিছু জটিলতা আছে। উভয় দেশের মধ্যে আলোচনার মাধমে এ সকল সমস্যা দূর করা সম্ভব। রামগড় সীমান্তে ব্রিজ নির্মাণের ফলে উভয় দেশের আমদানি ও রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কাস্টমস হাউজ ও ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে কার্যক্রম চালু করা সম্ভব। এতে ত্রিপুরাসহ এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সীমান্তে কাস্টমসের আনুষ্ঠানিকতা সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৯৬ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে আমদানি করেছে পাঁচ হাজার ৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য জটিলতা দূর হলে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি আরও বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

করোনার টিকা আসছে ২৫ জানুয়ারির মধ্যে : বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে করোনা ভাইরাসের টিকার প্রথম চালান আসবে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসতে পারে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেশে আসবে।

গত নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো।

এদিকে আজ সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রেস ব্রিফিং করবেন। সেখানে টিকা–সংক্রান্ত তথ্য তুলে ধরা হতে পারে।

ভারত থেকে ঠিক কখন, কীভাবে এবং কী পরিমাণে করোনার টিকা আসবে, তা শুক্রবার পর্যন্ত সরকারি পর্যায়ে নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যেই গতকাল (রোববার) টিকার প্রথম চালান আসার কথা জানা গেল।

এর আগে নাজমুল হাসান জানিয়েছিলেন, ইতোমধ্যে করোনার টিকা পরিবহনের জন্য সাতটি গাড়ি আমদানি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত কুল বাক্স আনা হবে। ঢাকায় একটি কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৬৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৩৫কোটি ৬৫ লাখ টাকার।

৯৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রীড, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ব্লক মার্কেটে লেনদেন ৬১ কোটি টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৫৪৩টি শেয়ার ৮৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬১ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪২ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।।

এছাড়া বিকন ফার্মার ৪০ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২২ লাখ ৫০ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১ কোািট ৯৩ লাখ ৮০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৪৫ লাখ ৮৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ২০ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭২ হাজার টাকার, ডিবিএইচের ৫২ লাখ ৩৪ হাজার টাকার, ফাইন ফুডসের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭৪ লাখ ৮৪ হাজার টাকার, আইডিএলসির ১৬ লাখ ৬ হাজার টাকার, ইফাদ অটোসের ১ কোটি ৫৯ লাখ টাকার, আইএফআইসির ৬ লাখ ১৩ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৮ লাখ ৪০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৪০ হাজার টাকার, লিনডে বিডির র৪৭ লাখ ৫৬ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪২ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৮ লাখ ১০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৪৭ লাখ ১ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১০ লাখ ৩০ হাজার টাকার, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭৩ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৫১ হাজার টাকার, রবি আজিয়াটার ২ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ লাখ ৭২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩০ লাখ ৯৫ হাজার টাকার, সোনালী পেপারের ১০ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫৩ লাখ ৫০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৫০ লাখ ৪০ হাজার টাকার এবং ওয়ালটনের ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ