এলআরগ্লোব মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এলআরগ্লোব মিউচ্যুয়াল মিউচ্যুয়াল ফান্ডের প্রথম, দ্বিতীয় প্রান্তিক ও বাৎসরিক ট্রাষ্টি সভা আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই সভায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত বছর ও চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই ট্রাষ্টি সভা আগামী ১৬ ফেব্রুয়ারি নিজস্ব কার্যালয়ে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

ট্রাষ্টি সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ফান্ডটির উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

দুই শেয়ারবাজারেই বড় উত্থানে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের উত্থান দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২২.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২৪.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬২.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৩০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ৭৮৯ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭টির। আর দর অপরিবর্তিত আছে ৯২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, বিএটিবিসি, লংকা বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম বিডি, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, স্কয়ার ফার্মা ও মীর আকতার হোসেন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯৯.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩১ কোটি ১১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. রবি আজিয়াটা
  4. বিএটিবিসি
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. সামিট পাওয়ার
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
  9. স্কয়ার ফার্মা
  10. মীর আকতার হোসেন লিমিটেড।

হাক্কানী পাল্পের ৪ উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার লিমিটেডের চারজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো: গোলাম কিবরিয়া, মো: গোলাম মোর্শেদ, মো: গোলাম হায়দার ও মো: গোলাম রসূল মোক্তাদির নামে কোম্পানিটির চারজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ করে শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে পরিচালকরা এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

মুন্নু সিরামিকসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের ঋণমান ‘এ৩’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-৩’। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসা ক্রেডিট রেটিং লিমিটেড ।

২০২০ সালের অর্ধ-বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াসা ক্রেডিট রেটিং লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনআরবিসি ব্যাংকের সকল শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা পাওয়া যাবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সকল শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এনআরবিসি ব্যাংকের ‘আল আমিন’ ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে পরিচালিত এই সেবা ব্যাংকের দেশব্যাপী পরিচালিত সকল শাখা থেকেই পাওয়া যাবে।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের ৮৩ টি শাখা, ৪০০টি উপশাখা, ৫৮৯ টি এজেন্ট পয়েন্ট রয়েছে। ২০১৩ সালে এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি থেকে ৮টি শাখায় ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর যাত্রা শুরু হয়।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, সকল শ্রেণী পেশার মানুষের অংশিদারিত্ব বাড়াতেই দেশব্যাপী সকল শাখায় ইসলামী ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে।

তিনি বলেন, ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকের সাধারণ মানুষের আরো কাছে আসার সুযোগ তৈরি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবি কমার্সিয়াল ব্যাংকের আবেদনের শেষদিন আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ শেষ হবে। আগ্রহী বিনিয়োগকারীরা আজ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইপিও আবেদন জমা দিতে পারবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত ৩ নভেম্বর কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়।

আইপিও আবেদনের সাথে এক লটের জন্য ৫০০ শেয়ারের দাম ৫০০০ টাকা করে জমা দিবে আবেদনকারীরা।

গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই আইপিও অনুমোদন দেওয়া হয়।

এনআরবিসি ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য অভিহিত মূল্যে ১০ টাকা মূল্যে ১২ কোটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

ব্যাংক এই আইপিও অর্থের সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা। আর গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা দাঁড়িয়েছে।

ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ শিপিংয়ের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড কোম্পানি চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি এই আয় ছিল ১.২৮ টাকা।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৭৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৭.২২ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৫৬.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/