১ম বারের মত অনলাইনে হচ্ছে ‘দারাজ বইমেলা ২০২১’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের এক নম্বর অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd) প্রথমবারের মত তাদের প্ল্যাটফর্মে আয়োজন করেছে ‘দারাজ বইমেলা-২০২১’। মেলাটি চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। অসংখ্য লেখকের বিভিন্ন ধারার বিপুল সংখ্যক বইয়ের সমারোহ নিয়ে আয়োজন করা হয়েছে এই মেলার।

তিন হাজারেরও অধিক বইয়ের সংগ্রহ নিয়ে আয়োজিত দারাজ বইমেলায় বইপ্রেমীরা সহজেই তাদের পছন্দসই বই এবং প্রিয় লেখকদের খুঁজে পাবে। ‘বইয়ের ঘ্রাণে, সুবোধ জাগুক প্রাণে’– এ মূলমন্ত্রে আয়োজিত হচ্ছে অনলাইন বইমেলাটি। মন ও মননকে আলোকিত করার ক্ষেত্রে বইয়ের অবদান অপরিসীম, তাই এই উদ্দেশ্যকে সামনে রেখে দারাজ কিছু নির্বাচিত বইয়ের উপর সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড় দিচ্ছে এবং বিকাশ, মাস্টারকার্ড, সিটি ব্যংক, এইচএসবিসি, মেঘনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং ইউসিবি গ্রাহকদের দিচ্ছে ১০ শতাংশ ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)।

এ ব্যাপারে দারাজের বুকস অ্যান্ড স্টেশনারিজের ক্যাটাগোরি লিড মিনহাজ উদ্দিন বলেন ‘বই আমাদের জীবনের শ্রেষ্ঠ বন্ধু, তাই এবার সর্বোচ্চ মানের বইয়ের সমারোহ নিয়ে দারাজ নিজেকে সাজিয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারিতে আমাদের সকল গ্রাহকদের জন্য বইয়ের উপর কিছু অসাধারণ অফার দেয়ার চেয়ে আনন্দের আর কী হতে পারে? আমরা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে ডেলিভারি দিচ্ছি যাতে আমাদের গ্রাহকরা কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে সশরীরে বইমেলায় যাওয়ার ঝুঁকি এড়াতে পারেন।’

অন্যপ্রকাশ, অন্বেষা, সূচীপত্র, জামিল’স কমিকস অ্যান্ড কালেক্টিবলস সহ বিভিন্ন জনপ্রিয় প্রকাশনীর বাংলা ও ইংরেজি সাহিত্যের বই, আত্মবিকাশ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, ভৌতিক, থ্রিলার, এবং শিশুতোষ বই ও কমিকস দারাজ বইমেলা ২০২১- এ পাওয়া যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

হংকং স্টক এক্সচেঞ্জের নতুন সিইও নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

হংকংয়ের স্টক এক্সচেঞ্জের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন নিকোলাস অগাজিন। তিনি এর আগে জেপি মরগান চেজের ইন্টারন্যাশনাল প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। খবর ব্লুমবার্গ।

এশিয়ার গুরুত্বপূর্ণ এ শেয়ারবাজারের সিইও বাছাইয়ে দীর্ঘ প্রক্রিয়ার পর ৫২ বছর বয়সী এই ব্যাংকারকে দায়িত্ব দেয়া হয়। নিকোলাস অগাজিনকে তিন বছরের জন্য সিইও নিয়োগ দেয়া হয়েছে। তিনি সাবেক সিইও চার্লস লির স্থলাভিষিক্ত হবেন, যিনি গত মে মাসে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। প্রায় এক দশক দায়িত্ব পালন শেষে গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

অগাজিনকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, হংকং, মূল ভূখণ্ড চীন, এশিয়া এবং বৈশ্বিক ব্যাংকিংয়ে বিস্তৃত অভিজ্ঞতার কারণে তাকে নিয়োগ দেয়া হয়েছে। হংকংয়ের অন্যান্য বাজারে কোম্পানিটির প্রবৃদ্ধি চাঙ্গায় তিনি সহায়তা করবেন বলে আশা করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

তাওফিকা ফুডসের শেয়ার ২২.৫০ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে তাওফিকা ফুডস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আজ দ্বিতীয় দিন ছিল। এ দিনে শেয়ারটি সর্বোচ্চ ২২.৫০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। শেয়ার সর্বোচ্চ ২২.৫০ টাকায় লেনদেন হয়। শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ারটি ২২.৫০ টাকাতেই লেনদেন হয়। এসময় পর্যন্ত শেয়ারটির ৭২ বার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ৬৫ কোটি ৮৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লক মার্কেটে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ২১ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে ইস্টার্ন ব্যাংক। কোম্পানির ১৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৫ কোটি ৬৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে আছে রেকিট বেনকিজার।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৫ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৫৮ হাজার টাকা, আমান কটনের ৫ লাখ ২০ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ লাখ ৭ হাজার টাকা, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ টাকা, বার্জার পেইন্টসের ২ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকা, বেক্সিমকোর ২৫ লাখ ৬৫ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ৬৪ হাজার টাকা, সিটি ব্যাংকের ৩৯ লাখ ৫ হাজার টাকা, জিবিবি পাওয়ারের ১৪ লাখ ৭৭ হাজার টাকা, গ্রামীণফোনের ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকা, ইবনে সিনার ২ কোটি ১৬ লাখ টাকা, খুলনা পাওয়ারের ৫ লাখ ২২ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১৮ লাখ ৪৫ হাজার টাকা, লিন্ডে বিডির ৫ কোটি ৭ লাখ ৩২ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ১২ লাখ ৪০ হাজার টাকা, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫ লাখ ১০ হাজার টাকা, এমএল ডাইংয়ের ২৪ লাখ ৮৫ হাজার টাকা, মুন্নু সিরামিকের ৫ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ১০ লাখ ৯ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ৭৭ লাখ ৮৫ হাজার টাকা, রেনাটার ২ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা, রানার অটোমোবাইলসের ২৯ লাখ টাকা, এসএস স্টিলের ৪ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ১৯ লাখ ৮ হাজার টাকা এবং এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মার্কেন্টাইল ব্যাংক ৫ দিন বন্ধ থাকবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কেন্টাইল ব্যাংকের ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে। মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে।

এ সময় ব্যাংকের সব ধরনের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ), ইসলামী ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংসহ মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কামরুল ইসলাম চৌধুরী গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে বলেন, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং লেনদেন আরো সুরক্ষিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডাটা সেন্টার স্থানান্তরের ফলে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা সর্বাধুনিক ও সুরক্ষিত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

হাইডেলবার্গ সিমেন্টের সাথে দুই কোম্পানির একীভূতকরণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের হাইডেলবার্গ সিমেন্টের অন্য দুটি কোম্পানিকে একীভূতকরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির একীভূতকরণের বিষয়ে উচ্চ আদালত সম্মতি জানিয়েছে। এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানিকে একীভূতকরণ করেছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড।

সূত্র জানায়, হাইডেলবার্গ সিমেন্ট, এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি যৌথভাবে মার্জারের বিষয়ে উচ্চ আদালতে আবেদন করে। গত ৭ ফেব্রুয়ারি উচ্চ আদালত কোম্পানিগুলোর আবেদনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। আর বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানোর নির্দেশ দিয়েছে।

কোম্পানি আইন-১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী এই তিন কোম্পানি একীভূতকরণ করেছে।

এমিরেটস সিমেন্ট ও এমিরেটস পাওয়ার কোম্পানি মুন্সিগঞ্জ জেলায় পূর্ব মুক্তারপুরে অবস্থিত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দিনশেষে লেনদেনের শীর্ষে বিএটিবিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার বেক্সিমকোকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ২৬৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি মোট ১৫ লাখ ৬৮ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৬ কোটি ২৬ লাখ টাকা।

রবি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ১৬ লাখ ১২ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫২ কোটি ৫৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক, সামিট পাওয়ার, মীর আখতার হোসেন ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. বিএটিবিসি
  2. বেক্সিমকো লিমিটেড
  3. রবি আজিয়াটা
  4. বেক্সিমকো ফার্মা
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. স্কয়ার ফার্মা
  7. ইষ্টার্ণ ব্যাংক
  8. সামিট পাওয়ার
  9. মীর আকতার হোসেন
  10. ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূচক কমলেও লেনদেন অনেকটাই বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৮৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৫৫ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৮৬ কোটি ১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৪টির। আর দর অপরিবর্তিত আছে ৮৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বিএটিবিসি, বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ইষ্টার্ণ ব্যাংক, সামিট পাওয়ার, মীর আকতার হোসেন ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৫৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

অর্থপাচারকারীদের দেশে-বিদেশে বয়কটের আহ্বান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থ পাচারকারীদের সামাজিকভাবে বয়কটে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে কানাডাভিত্তিক সংগঠন ‘লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কানাডার টরন্টোয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ভাষা সৌধ (যা শহীদ মিনারের হুবহু আদলে নির্মিত) নির্মাণের দায়িত্বে থাকা ‘অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক (আইএমএলডি ইনক)’-এর সঙ্গে কতিপয় ব্যক্তি যুক্ত আছেন যাদের বিরুদ্ধে বাংলাদেশের এক বা একাধিক ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগ তদন্ত করছে বলেও পত্রিকায় খবর বেরিয়েছে। আইএমএলডির মতো একটি সংগঠনে তাদের অন্তর্ভুক্তি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা আশা করছি টরন্টো ও সমগ্র কানাডা তথা বিশ্বের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে কোনোভাবেই অর্থপাচারকারী এবং লুটেরাদের অন্তর্ভুক্ত করা না হয় এবং তাদের কাছ থেকে কোন ধরনের আর্থিক সাহায্য গ্রহণ না করা হয়। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/