‘অর্থপাচারের মতো অনৈতিক কাজ বন্ধে সতর্ক থাকতে হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থপাচারের মতো অনৈতিক কাজ বন্ধে সতর্ক থাকতে সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভেকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে অর্থ পাচার বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে।

রবিবার জাতীয় সংসদ ভবনস্থ সোনালী ব্যাংকের নতুন কার্যালয়ের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, সংসদ ভবনস্থ শাখার ব্যবস্থাপক নিলুফা সুলতানা রুমা প্রমুখ।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার সরকারের ভালো কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে কিছু মানুষ ভালো কাজের প্রশংসা না করে সমালোচনায় ব্যস্ত। এটা বন্ধ করতে হবে। উন্নয়ন কাজে সকলকে সহযোগিতা করতে হবে।

চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও স্পিকারের দিক নির্দেশনায় সংসদ ভবন চত্বরে পরিবর্তন আনা হচ্ছে। সোনালী ব্যাংকের সংসদ ভবনস্থ শাখা মূল সংসদ ভবনের বাইরে স্থাপন তারই একটি অংশ। সংসদ ভবন সংলগ্ন এই শাখায় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও এখানে সেবা পাবে। আধুনিক ও উন্নত সেবা প্রদান নিশ্চিত করার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেন, সোনালী ব্যাংককে রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। একইসঙ্গে বেসরকারী ব্যাংকের সেবার মতো সেবার মান উন্নত করতে হবে। যাতে করে এই বাংক সব সময় শীর্ষ স্থান দখল করে রাখতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/

কৃষিতে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে : কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কৃষি সব সময়ই একটি চ্যালেঞ্জিং পেশা। নতুন নতুন সমস্যা আসবে। সেসব সমস্যা মোকাবিলা ও কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সকলকে কর্মঠ ও নিষ্ঠাবান হয়ে কাজ করতে হবে। কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও নিবেদিতভাবে কাজ করে যেতে হবে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে কৃষিতে ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। যারা আগ্রহ নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রতিকূল পরিবেশে কাজ করবে তাদেরকে অবশ্যই কৃষি মন্ত্রণালয় পুরস্কৃত করবে।

রবিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ৩৮তম বিসিএস (কৃষি) ক্যাডারে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টশন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি হলো প্রকৃতি ও মৌসুমনির্ভর। এ কৃষিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে এনে দিয়েছিলেন একটা নতুন দিগন্ত। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। কিন্তু বিএনপি জোটের শাসনামলে সেটির ধারাবাহিকতা রক্ষা হয় নাই, বরং কৃষিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করে। সেদিনই নির্বাচনী ইশতেহারে জাতির কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে ছিলাম বাংলাদেশকে দানাজতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো, দারিদ্র্যতা কমিয়ে নিয়ে আসবো, এমডিজি গোল অর্জন করবো। ২০১৩-১৪ সালের মধ্যে বাংলাদেশ দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। ২০১৫ সালে এমডিজির প্রায় সবগুলো লক্ষ্যমাত্রা আমরা

অর্জন করি এবং দারিদ্র্যতা ২১ ভাগে নামিয়ে আনি। এটা কোনো জাদুর কাঠিতে হয় নাই। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা, কৃষি ও কৃষকের প্রতি তাঁর পরম দরদ ও আন্তরিকতার ফলে।

ড. রাজ্জাক আরও বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের দিগন্ত উন্মোচন করেছেন। এটিকে টিকিয়ে রাখার জন্য, ১৭ কোটি মানুষের জীবনমান উন্নত করার জন্য, এখনো আমাদের যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। সে যুদ্ধে আপনারা যারা আজকে নতুন যোগদান করেছেন তারা সেই দায়িত্ব পালন করবেন। সে যুদ্ধে আপনারা অবদান রেখে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা উন্নত জাতি হিসেবে গড়ে তুলবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ্ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক কৃষিবিদ কাজী আবদুল মান্নান।

স্টকমার্কেটবিডি.কম/

৫ বার সর্বোচ্চ করদাতার পুরস্কার পেলো গ্রামীণফোন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছে গ্রামীণফোন। ২০১৯-২০২০ অর্থবছরের করসংক্রান্ত মূল্যায়নের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রামীণফোনকে এ সম্মাননা দেয়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১১ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে ট্যাক্স কার্ড, সার্টিফিকেট এবং ক্রেস্ট নেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং সিএফও ইয়েন্স বেকার।

২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ অর্থবছরে টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় গ্রামীণফোন।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে এনবিআরের এ স্বীকৃতিতে আমরা সম্মানিত ও বিনীত বোধ করছি। গত বছরের অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে কানেক্টিভিটি সল্যুশনের মাধ্যমে দেশের জনগণের পাশে থাকতে আমাদের কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে পুরোপুরিভাবে সময়োচিত সহায়তা দিয়েছে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/

গৃহশ্রমিকদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি শ্রমিক ইউনিয়নের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গৃহশ্রমিকদের সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংগঠনটি আয়োজিত এক আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।

জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমেনা বেগম বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা ও কর্মসূচি নেওয়া হয়েছে। এই এসডিজির একটি বড় অঙ্গীকার হচ্ছে কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীকেও সঙ্গে রাখতে হবে।

তিনি বলেন, গৃহশ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ। অথচ তাদের শ্রমের বিনিময়ে নিয়োগকারীর পরিবারের মানুষেরা কাজ করার সুযোগ পায়, তাদের সন্তানরা নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ পায়। অথচ আইনগত বাধ্যবাধকতা না থাকার কারণে গৃহশ্রমিকদের নিয়োগকারীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন না।

আলোচনা সভা থেকে দাবি জানিয়ে বলা হয়, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত আইএলও কনভেনশন ১৮৯ ও রিকমেন্ডেশন ২০১ এবং কাজের জগতে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি নির্বাচন সংক্রান্ত আইএলও কনভেনশন ১৯০ এ নির্দেশনা বিবেচনায় রেখে গৃহশ্রমিকদের সুরক্ষা একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

‘সারাবিশ্ব এখন কর্মক্ষেত্রের নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বন্ধে নানারকম পদক্ষেপ নিচ্ছে। কর্মক্ষেত্র যদি নারীর জন্য নিরাপদ না হয় তাহলে একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, পাশাপাশি ব্যাহত হয় সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি। তাই নারীর প্রতি সহিংসতার অর্থ হলো অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা। অন্যদিকে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতিতে আশাপ্রদ অনেক নির্দেশনা থাকলেও প্রয়োগের দিক থেকে তা দুর্বল। গৃহশ্রমিকদের সুরক্ষায় আইন প্রণীত হলেই এসব নির্দেশনা প্রয়োগ করা সম্ভব হবে। ’

সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা আবুল হোসেন, আয়োজক সংগঠনের সভাপতি আমেনা বেগম, সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার নাহার, উপদেষ্টা অ্যাডভোকেট জাহান আরা হক প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ২১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কোম্পানিটি মোট ২ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড। কোম্পানিটির ৬ লাখ ২৫ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৭৩ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৫ লাখ ৪৮ হাজার ২০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৯৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রবি, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার,মীর আখতার, বিডি ফিন্যান্স, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিনকে এনবিআরের সম্মাননা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৯-২০২০ কর বছরে ‘স্পিনিং ও টেক্সটাইলস’ সেক্টরে সর্বোচ্চ করদাতা এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রবিবার তিনি এ সম্মাননা গ্রহণ করেছেন।

তার হাতে এ সম্মাননা তুলে দেন ঢাকার কর অঞ্চল-৯ এর কর কমিশনার রওনক আফরোজ।

স্টকমার্কেটবিডি.কম/

পোশাক খাতের সম্প্রসারণে বিদেশে আরএমজি উইং খোলা হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্বাচনে বিজয়ী হলে পোশাক খাতের নতুন বাজার সম্প্রসারণে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আরএমজি উইং খোলার উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাহাঙ্গীর আলম।

তিনি বিজিএমইএ নির্বাচনে স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম জানান, আরএমজি উইং থেকে পণ্যের ব্র্যান্ড, বাজার সম্পর্কে তথ্য দেয়া এবং বায়ারের সঙ্গে কোনো মতবিরোধ হলে তার সমাধানের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি শ্রম আইনের অচল ধারাগুলো সংশোধন করে যুগোপযোগী শিল্পবান্ধব শ্রমনীতি তৈরি করার উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, করোনাভাইরাস পৃথিবী থেকে কবে বিদায় হবে, আদৌ বিদায় হবে কিনা, এর প্রভাবমুক্ত হয়ে বিশ্ববাজার কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত। এমন বাস্তবতায় পোশাক খাত থেকে ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলারের রফতানি আয় অর্জন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, এসব ব্যর্থতার দায় কেবল করোনাভাইরাসের না। আমরা মনে করি না নেতৃত্বহীনতা, সময়োপযোগী সিদ্ধান্ত নিতে না পারা, আইনি সংস্কার করতে না পারায় অনেক গার্মেন্টস বন্ধের কারণ হয়ে থাকবে।

গার্মেন্টসের সংখ্যা কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, একসময় ঢাকা-চট্টগ্রাম মিলে প্রায় ৭ হাজার গার্মেন্টস ছিল, এটা কমতে কমতে এখন দুই হাজারের নিচে চলে এসেছে। এর জন্য দায়ী তথাকথিত কমপ্লায়েন্স, এটা নিয়ে বাড়াবাড়ি কারণে অনেক শিল্প ধ্বংস হয়ে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ২৪ কোম্পানির লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১১ লাখ ২৮ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ৩১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

লিন্ডেবিডি ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, ব্যাংক এশিয়া, বিবিএস, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম,বীকন ফার্মা, বেক্সিমকো, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, ম্যারিকো, মীর আখতার, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, রেকিট বেনকিজার, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও সামিট পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিএটিবিসি
  3. বেক্সিমকো ফার্মা
  4. রবি আজিয়াটা
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. সামিট পাওয়ার
  7. মীর আকতার হোসেন
  8. বিডি ফাইন্যান্স
  9. এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন
  10. আইএফআইসি ব্যাংক লিমিটেড।

সূচকের মিশ্রাবস্থা থাকলেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৪৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৬৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৫৫ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৩টির। আর দর অপরিবর্তিত আছে ১০১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, মীর আকতার হোসেন, বিডি ফাইন্যান্স, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৪.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৮৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৮৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৮৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ