বাৎসরিক প্রতিবেদনের কনফারেন্স করবে আইডিএলসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০২০ সালের বাৎসরিক প্রতিবেদনের কনফারেন্স করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

কনফারেন্সটিতে ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি তুলে ধরা হবে। সকল স্টেক হোল্ডার অনলাইনে অনুষ্ঠিত এই কনফারেন্সে অংশ গ্রহণ করতে পারবেন।

আগ্রহীদের উক্ত সময়ে এই লিংকে কনফারেন্সটিতে অংশ গ্রহণ করতে পারবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রামীণফোন স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন (জিপি) লিমিটেড সোমবার স্পট মার্কেটে যাচ্ছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি, বুধবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ১৫ ও ১৬ ফেব্রুয়ারি স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের উত্থান-পতনে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইতে ২৮৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ১০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

মোজাফফর হোসেন স্পিনিংয়ে আগুন : ক্ষতি ১.৫ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলের কারখানায় অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে  কারখানাটির ক্ষয়-ক্ষতি পরিমাণ ১.৫০ কোটি টাকা বলে জানানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি নারায়নগঞ্জের রূপগঞ্চে অবস্থিত কোম্পানিটির কারখানায় এই আগুন লাগে। সেদিন সকাল ৯টার দিকে কারখানার নিচের একটি রুমে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ২ ঘন্টা পরে এই আগুন নিয়ন্ত্রনে আনে রূপগঞ্চ ফায়ার সার্ভিস।

আগুনে কাচামাল পক্রিয়াকরণ ইউনিটের ব্যাপক ক্ষতি হয়। সেখানকার মেশিন যন্ত্রপাতি আগুনে পুড়ে যায়।

এই অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতি পরিমাণ দেড় কোটি টাকা হবে বলে কোম্পানিটির পক্ষে থেকে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

অডিটর পরিবর্তনের জন্য মাইডাসের ইজিএম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ৩০ মার্চ সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে এই ইজিএম আহবান করা হয়েছে। ইজিএমের রেকর্ড ডেট ৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এই ইজিএমে প্রতিষ্ঠানটি অডিটর পরিবর্তন করবে। অডিটর হিসাবে হুদা বাসি চৌধুরী এন্ড কো:কে নির্বাচিত করেছে কোম্পানিটি। মেসার্স মাহফেল হক এন্ড কো: এর পরিবর্তে এই নতুন অডিটর নেওয়া হবে।

অডিটর পরিবর্তন এই বিষয়টিতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এই ইজিএম আহবান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মো: আনিসুর রহমানকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে পরিচালনা বোর্ড।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই নতুন চেয়ারম্যানকে অনুমোদন দেয় কোম্পানির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/

বিডি ফাইন্যান্সের বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং শিল্প খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি বছরের বার্ষিক বোর্ড সভা গতকাল হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল।

গত ১৩ ফেব্রুয়ারি আহবান করা এই বোর্ড সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। বোর্ড সভাটির নতুন দিন পরে জানানাে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ