মবিল যমুনা বিডির ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি মবিল যমুনা বিডি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমাণ এএএ ও স্বল্পমেয়াদি ঋণমান এসটি-১ এসেছে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিএটিবিসি
  3. রবি আজিয়াটা
  4. বেক্সিমকো ফার্মা
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. সামিট পাওয়ার
  7. জেবিবি পাওয়ার
  8. আইএফআইসি ব্যাংক
  9. ওয়ালটন হাইটেক
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

ডিএসইতে ৯৯৫ ও সিএসইতে ৩৮ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৮২ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৫টির। আর দর অপরিবর্তিত আছে ১০০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, জেবিবি পাওয়ার, আইএফআইসি ব্যাংক, ওয়ালটন হাইটেক ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৮.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

স্টাইল ক্রাফটের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট ফ্যাশন লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ডা: আলমাস বেগম নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৮৯ হাজার ৭০৭টি শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে এবং ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। প্রথম ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে।

সূচক ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে ভালো অবস্থানে রয়েছে লেনদেনের গতি। প্রথম ঘণ্টাতেই ডিএসইতে লেনদেন তিনশ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বৃদ্ধির তালিকাও বড় হয়। এতে প্রথম ৪০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্টের ওপরে বেড়ে যায়।

তবে এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ১৬ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির। আর ১০০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৩৩ লাখ টাকা।

আরেক শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৯০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/

এনার্জিপ্যাক পাওয়ারের সাথে মেঘনা পেট্রোলিয়ামের চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের সাথে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি আওতায় এই কোম্পানির এলপিজি গ্যাস বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই চুক্তি আওতায়, মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত পাম্পে এই কোম্পানি এলপিজি গ্যাস বিক্রি ও কনভারশন করতে পারবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ।

আর বিক্রিত গ্যাসে প্রতি লিটারে ৫০ পয়সা করে মেঘনা পেট্রোলিয়ামকে প্রদান করবে এই কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/

জিপিএইচ ইস্পাতের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী জিপিএইচ ইস্পাত লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ ও স্বল্পমেয়াদি এসটি-২ এসেছে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

কিট উৎপাদনের অনুমোদন পেল এএফসি এগ্রো

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড দুটি কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর কোম্পানিটিকে এ সব কিট উৎপাদনের অনুমোদন দেয়। কিটগুলো নাম দিয়েছে- এএফসি ডিটেক এনসিওভি আরটি-পিসিআর কিট এবং এএফসিপ্রেপ ভাইরাল এক্সট্রাকশন কিট।

অতি দ্রুত এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড এই কিট দুটির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ই-জেনারেশনের আইপিও শেয়ার বিওতে প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ই-জেনারেশন লিমিটেডের আইপিও শেয়ার লটারী বিজয়ীদের বিওতে প্রদান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার এসব শেয়ার বরাদ্দকৃতদের বিও হিসাবে জমা দিয়েছে সিডিবিএল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষে মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

একমির দুই পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের দুইজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মিস. তাসনিম সিনহা ও মিসেস জাহানারা মিজান সিনহা নামে কোম্পানিটির দুইজন পরিচালক যথাক্রমে ১৪ হাজার ও ৪২ হাজার শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে পরিচালকরা এসব শেয়ার চলমান বাজার দরে এবং পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.