ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১৮ লাখ ৪১ হাজার ১৬টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৭ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার বিকন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনিলিভারের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৩ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার টাকার, বিবিএস কেবলসের ১০ লাখ ৮১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১২ লাখ ৩৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ২৪ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখ ২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪৮ লাখ ৫৯ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ টাকার, খুলনা পাওয়ারের ২৫ লাখ ২ হাজার টাকার, ম্যারিকোর ২ কোট ১০ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৮ লাখ ৪৬ হাজার টাকার, সিঙ্গারবিডির ১৯ লাখ ৪২ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৬ লাখ ৩৭ হাজার টাকার, স্টাইলক্রাফটের ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

আজ শুরু হচ্ছে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা।মোট ৩০টি খাত-উপখাতের প্রতিনিধিদের সঙ্গে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের শুল্ক, ভ্যাট ও করসংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। এটি চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। এনবিআরের আয়োজনে মাসব্যাপী এ আলোচনায় খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বোর্ডের পক্ষ থেকে রবিবার এ-সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (১ মার্চ) প্রথম দিন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সভা শুরু হবে। সভাটি সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে ওইদিন বেলা সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সব বিভাগীয় শহরেও একটি করে মতবিনিময় সভা হবে। সব বৈঠকেই এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৯৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ২০ লাখ ৯০ হাজার ২০৬টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৬৩ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড ৪১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্স, জেবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও লাফার্জ হোলসিম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিএটিবিসি
  3. রবি আজিয়াটা
  4. লংকা বাংলা ফাইন্যান্স
  5. জেবিবি পাওয়ার
  6. বেক্সিমকো ফার্মা
  7. ওরিয়ন ফার্মা
  8. সামিট পাওয়ার
  9. স্কয়ার ফার্মা
  10. লাফার্জ হোলসিম লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৬৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৮ কোটি টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬০ কোটি ৬৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৫টির। আর দর অপরিবর্তিত আছে ১১৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, জেবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও লাফার্জ হোলসিম লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৩.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৮৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৫৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিবিএস ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্রাইম ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩ মার্চ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মার্চ।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩০ জুন শেষ হওয়া ২০২০ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম

মার্জিনধারীদের তথ্য চায় ইউনিলিভার কনজিউমার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ইউনিলিভার কনজিউমার লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

বিনিয়োগকারীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে এই তালিকা কোম্পানির শেয়ার অফিস পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদনের লটারি ড্র ৩ মার্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন সকাল ১০টায় লটারি ড্র অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে ব্যাংকটির আইপিও আবেদন গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়। আগ্রহী বিনিয়োগকারীরা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইপিও আবেদন জমা দেন।

আইপিও আবেদনের সাথে এক লটের জন্য ৫০০ শেয়ারের দাম ৫০০০ টাকা করে জমা দিবে আবেদনকারীরা।

গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই আইপিও অনুমোদন দেওয়া হয়।

এনআরবিসি ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য অভিহিত মূল্যে ১০ টাকা মূল্যে ১২ কোটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

ব্যাংক এই আইপিও অর্থের সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা। আর গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা দাঁড়িয়েছে।

ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

আইএফআইসির ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেট বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির উল্লেখিত এই প্রস্তাবটি আসন্ন এজিএমে শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম