স্টাইলক্রাফট লিমিটেড পরিচালকের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের স্টাইলক্রাফট লিমিটেডের পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক শরীফ আলমাস রহমান ১ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। তার হাতে মোট ১১ লাখ ৩ হাজার ৭৪২ টি শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ১ লাখ ৫০ হাজার শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার স্ত্রী নাস্সারাত রহমান লোপাকে।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে স্ত্রীকে উপহার স্বরূপ হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

হাক্কানী পাল্পের পরিচালকের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার এন্ড প্রিন্টিং শিল্প খাতের হাক্কানী পাল্প এন্ড পেপার মিলসের উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্দ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা ১ লাখ শেয়ার হস্তান্তর করবেন। তার হাতে মোট ৫ লাখ ৬৬ হাজার ৬৬৬ টি শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ১ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার বোন ফারহানা তারান্নুমকে ।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে বোনকে উপহার স্বরূপ হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

আইডিএলসির এমডি আরিফ খানের পদত্যাগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সেরা আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী থেকে পদত্যাগ করেছেন আরিফ খান।২০১৬ সালের মার্চ থেকে তিনি প্রতিষ্ঠানটির এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার তিনি পদত্যাগ পেশ করেন।

আরিফ খান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনারের পদ থেকে পদত্যাগ করে ২০১৬ সালের ২ মার্চ আইডিএলসির এমডি হিসেবে যোগ দেন। তিন বছরের প্রথম মেয়াদ শেষে এখন দ্বিতীয় মেয়াদে আরও তিন বছরের জন্য চাকরি করছেন। আগামী বছরের মার্চে তার মেয়াদ শেষ হবে। একবছর আগেই তিনি পদত্যাগ করেছেন।

১৯৯১ সালে এবি ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফিশারিজ এবং জেনিথ ইনভেস্টমেন্ট ও আইডিএলসি ফাইন্যান্সে কাজ করেছেন।

পদত্যাগের কারণ জানেত চাইলে আরিফ খান বলেন, ব্যবসা করার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কারও সাথে যৌথভাবে কিংবা এককভাবে কোনো ব্যবসা করবেন বলে জানান।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২ মার্চ) সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৪৭০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট অবস্থান করে ১২৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট অবস্থান করে ২০৮৯ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ২৪২ কোটি ২৯ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৪৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করে।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ১৬ লাখ টাকার। এই সময়ে ৮০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৬টি কোম্পানির দর, আর ২৭টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।

সোমবার (১ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (২) মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কৈয়ূম চৌধুরীসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় বিপুল সংখ্যক রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

এই বার্ষিক সাধারণ সভায় ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের কার্যক্রম ও নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/

রিলায়েন্স ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

ফেসবুককে ৬৫ কোটি ডলার জরিমানা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ফেসবুক ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছিল। ২০১৫ সালে শিকাগোর অ্যাটর্নি জেনারেল জে অ্যাডেসন ফেসবুকের বিরুদ্ধে এ মামলা করেন। এই কারণেই ৬৫ কোটি ডলার জরিমানা দিতে হচ্ছে ফেইসবুককে।

বিচারের সময় প্রমাণ হয়েছিল, ফেসবুক ফেস-ট্যাগিং ফিচারের জন্য ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই মানুষের মুখের ডিজিটাল স্ক্যান বায়োমেট্রিক ডাটা সংরক্ষণ করে ইলিনয় আইন লঙ্ঘন করছে। এরপর ২০১৯ সালে ফেসবুক ফেসিয়াল রিকগনিশন ফিচারকে ঐচ্ছিক করে।

ইলিনয় অঙ্গরাজ্যের ১৬ লাখ বাসিন্দাকে যত দ্রুত সম্ভব এ অর্থ পরিশোধ করতে ফেসবুককে নির্দেশ দিয়েছেন বিচারক। দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে আদালতের বাইরেই নির্ধারিত হয়েছে জরিমানার এ পরিমান।

মামলায় দাবি করা হয়েছিল, ২০০৮ সালের ইলিনয় গোপনীয়তা আইন লঙ্ঘন করে ফেসবুক বায়োমেট্রিক ডাটা ও ফেস সংগ্রহ করেছিল। ২০১৮ সালে এটি ক্ল্যাশ অ্যাকশন মামলায় পরিণত হয়। গত বছরের জানুয়ারিতে মামলায় হেরে গিয়ে ফেসবুক ৫৫ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছিল। জুলাইয়ে মামলার বিচারক জেমন ডোনাটো এ অর্থকে অপ্রতুল হিসেবে রায় দেন।

বিচারক ডোনাটো বলেন, ‘এ মীমাংসা একটি মাইলফলক এবং ডিজিটাল গোপনীয়তা নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় গ্রাহকদের জন্য বড় জয়। মামলার বাদী প্রত্যেকে অন্তত ৩৫৫ ডলার করে ক্ষতিপূরণ পাবেন।’

এছাড়াও, ক্লাস অ্যাকশন মামলায় ৬৫ কোটি ডলারে বিষয়টি মীমাংসার চূড়ান্ত অনুমোদন দিয়ে নিশ্চিন্ত করেছেন মার্কিন ফেডারেল বিচারক নিশ্চিন্ত করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

৮ মাসে রেমিট্যান্স অর্জন ১৬০০ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে। গত জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসেও কমল রেমিট্যান্স। এ মাসে এসেছে ১৭৮ কোটি ডলার। আগের মাস জানুয়ারিতে এর পরিমাণ ছিল ১৯৬ কোটি ডলার। এই হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স প্রায় ৯ শতাংশ কমেছে। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এই মাসে রেমিট্যান্স বেড়েছে সাড়ে ২২ শতাংশ। সব মিলে চলতি অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) প্রথম আট মাসে রেমিট্যান্স সাড়ে ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৩ শতাংশ বেশি।

২০১৯ সালের ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরেও এই সুবিধা বহাল রাখা হয়েছে। এই প্রণোদনা দেওয়ার ফলে ২০১৯-২০ অর্থবছরের শুরু থেকে প্রতি মাসেই রেমিট্যান্স বাড়তে থাকে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নগদ প্রণোদনার জাদুতেই রেমিট্যান্সের ঊর্ধ্বগতি ধারা বজায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিট্যান্স আসে। এটি আগের মাস ডিসেম্বরের চেয়ে ৫.৬৬ শতাংশ কম। গত ডিসেম্বর মাসে ২০৫ কোটি ছয় লাখ ডলারের রেমিট্যান্স আসে। এ ছাড়া গত নভেম্বরে রেমিট্যান্স আসে ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। অক্টোবরে আসে ২১০ কোটি ২১ লাখ ডলার। জুলাইয়ে একক মাস হিসেবে এ যাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। সব মিলে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

মাইডাস ফাইন্যান্সিং স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৪ মার্চ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লংকাবাংলা ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে আর্থিক প্রতিষ্ঠানটি। গত বছর আর্থিক প্রতিষ্ঠানটি ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/