সিএসই ও রয়েল ক্যাপিটালের মধ্যে এপিআই শেয়ারিং চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) ‍এবং রয়েল ক্যাপিটাল লি. এর মধ্যে এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে রয়েল ক্যাপিটাল লি. তার গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল।

আজ সিএসই’র ঢাকাস্থ অফিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং রয়েল ক্যাপিটাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক এম. মুনির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। সিএসই এর ব্যবস্থাপরা পরিচালক বলেন এই চুক্তি কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে সব ডুয়েল ট্রেকহোল্ডার কোম্পানীসমূহকে আনার প্রক্রিয়া চলছে এবং অব্যাহত থাকবে এবং রয়েল ক্যাপিটাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক বলেন “এই চুক্তির মাধ্যমে সিএসই এবং রয়েল ক্যাপিটাল লি. এর মধ্যকার বন্ধন আরো দৃঢ় হলো এবং ভবিষ্যতে সমন্বিত কাজ করার ক্ষেত্র আরো প্রসারিত হল”।

এছাড়া সিএসই এর উপ-মহাব্যবস্থাপক এবং আইটি সার্ভিসেস এর প্রধান হাসনাইন বারী, রয়েল ক্যাপিটাল লি. এর আইটি হেড মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ইতিমধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী মিলেনিয়াম ম্যাচিং ইঞ্জিনে এপিআই (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) এর সাথে সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে লেনদেন করার জন্য সিএসইতে আবেদন করে। এর মধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী এই চুক্তি স্বাক্ষর করেছে এবং গত ডিসেম্বর-এ ইউএফটিসিএল এর সাথে এই চুক্তি সম্পাদিত হয়। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শীর্ষ ব্রোকারেজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসই গত ২০১৫ সালে প্রথম এই চুক্তি সম্পাদন করে এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সফলতার সাথে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) এর মাধ্যমে সিএসইতে লেনদেন সম্পন্ন করে আসছে।

স্টকমার্কেবিডি.কম/

বীমা শিল্পে নারীদের অবদান নিয়ে প্রথম ই-বই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বীমা এজেন্টদের পেশাগত সম্ভাবনা এবং বীমা শিল্পে নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ’সাফল্যের গল্প: বীমা শিল্পে নারীদের অর্জন গাথা’ নামে একটি ই-বই প্রকাশ করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশে বীমা শিল্পে প্রথমবারের মতো এ ধরণের একটি ই-বই প্রকাশ করা হলো।

হাজারো মানুষকে বিশ্বস্ত পরামর্শ এবং বিশ্বমানের সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে আত্মবিশ্বাসের সাথে জীবন যাপনে সহায়তা প্রদানে নারী এজেন্টরা যে অবদান রেখে চলেছেন তার একটি প্রেরণা দায়ক চিত্র তুলে ধরা হয়েছে এই ই-বইটির মাধ্যমে।

বীমা এজেন্টরা গ্রাহদের আর্থিক সুরক্ষা, প্রয়োজন বিশ্লেষণ, পরিকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা সেই সাথে প্রয়োজনে গ্রাহককে সহায়তা ও তাদের বীমা সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর দিয়ে বীমা সেবা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ নারী। বীমা শিল্পে পেশাগত জীবন গড়ে তোলার মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে নারীরা আরো বৃহৎ পরিসরে অবদান রাখতে পারবেন।

পেশা হিসাবে বীমা এজেন্টদের সুযোগ এবং সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মেটলাইফ নানা উদ্যোগ গ্রহণ করছে। ই-বইটির প্রকাশনা উপলক্ষ্যে মেটলাইফ-এর জেনারেল ম্যানেজার আলা আহমদ বলেন,“বিশ্বজুড়ে আমরা দেড়’শ-রও বেশি বছর ধরে প্রজন্মের পর প্রজন্মকে বীমা সেবা দিয়ে এসেছি। বাংলাদেশের গ্রাহকদেরকেও আমরা বীমা সেবা দিয়ে চলেছি। আমাদের মেধাবি এজেন্টদের মাধ্যমে আমাদের গ্রাহকদেরকে উপকৃত হতে দেখে আমরা গর্বিত। সম্ভবনা বিকাশের লক্ষ্যে কাজ করে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এই ই-বইটি আমাদের নারী এজেন্টদের সাফল্যের প্রমাণ।”

স্টকমার্কেটবিডি.কম/

মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণে স্প্রেড আদায় ১ জুলাই থেকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্চেন্ট ব্যাংকার কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের বিপরীতে সুদ আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় ১ জুলাই থেকে কার্যকর হবে।

গতকাল রবিবার (৭ মার্চ) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশটিতে স্বাক্ষর করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

তথ্য মতে, মার্চেন্ট ব্যাংকার (পোর্টফোলিও ম্যানেজার) কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের বিপরীতে গ্রাহকের কাছ হতে সুদ আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় গত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে কমিশন সার্বিক দিক বিবেচনায় আগামী ১ জুলাই থেকে কার্যকর করার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

এর আগে গত ১৪ জানুয়ারি সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায়ের বিষয়ে একটি নির্দেশনা জারি করে বিএসইসি। নির্দেশনায় বলা হয়, সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু ৭ মার্চ এ সংক্রান্ত বিএসইসির আদেশ জারির ফলে স্প্রেড আদায় ১ জুলাই থেকে কার্যকর হবে।

তবে মার্জিন ঋণের সুদের (সার্ভিস চার্জ ইত্যাদিসহ, যদি থাকে) বার্ষিক হার ১২ শতাংশের বেশি হবে না বলে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়ে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

মালেক স্পিনিং মিলসের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩০ জুন শেষ হওয়া ২০২০ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/

 

ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস শো-২০২১ শুরু ২২ মার্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুতা-বস্ত্র ও আনুষঙ্গিক উপকরণের প্রদর্শনী নিয়ে আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে ‘১৭তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস শো-২০২১’। সম্পূর্ণ থ্রিডি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রদর্শনী চলবে তিন দিন।

দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রির (সিসিপিআইট) সহযোগিতায় আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছে নিউ ইয়র্ক ভিত্তিক টেড শো আয়োজক সেমস গ্লোবাল ইউএসএ।

সোমবার (৮ মার্চ) ইকোনোমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম।

তিনি জানান, ২২ মার্চ শুরু হওয়া প্রদর্শনী চলবে ২৪ মার্চ পর্যন্ত। এতে চীন, ভারত, তুরস্ক, মরক্কো থেকে ৮০টির বেশি প্রদর্শক বিভিন্ন ধরনের টেক্সটাইল দ্রব্য উপস্থাপন করবেন। হাল ফ্যাশন ও উন্নত প্রযুক্তির ফেব্রিক্সসহ আরও অনেক কিছু থাকবে প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

ভার্চুয়ালি প্রদর্শনী আয়োজনের ব্যাপারে তিনি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে সকল ভ্রমণ বাতিল হওয়ায় বস্ত্র খাতের বেশ কিছু আন্তর্জাতিক প্রদর্শনী বাতিল অথবা স্থগিত হয়েছে। যদিও কিছু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, সেগুলোতে আন্তর্জাতিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপক অনুপস্থিতি পরিলক্ষিত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রেতারা যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে ভার্চুয়াল এক্সিবিশনকে বেছে নিয়ে তাদের চাহিদা পূরণে ডিজিটাল মাধ্যমে বিশ্বব্যাপী প্রস্তুতকারীদের সঙ্গে যুক্ত হয়েছে।

তিনি বলেন, ভার্চুয়ালি আয়োজন করা এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের জন্য আলাদা আলাদা বুথ থাকবে। আগ্রহীরা যেকোনো বুথে গিয়ে পণ্য দেখতে পারবেন। প্রয়োজনে ক্রেতারা ভয়েজ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বিএটিবিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ লাখ ৯৬ হাজার ৫২টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা সামিট পাওয়ার লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ৬১ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ৪২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বিডি, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, গ্রামীনফোন, জেবিবি পাওয়ার ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

অব্যবহৃত তরঙ্গ নিলাম প্রক্রিয়া শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুটি ব্যান্ডের অব্যবহৃত তরঙ্গ নিলাম প্রক্রিয়া শুরু করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ নিলামে দেশের চার মোবাইল অপারেটর অংশ নিচ্ছে।

ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ অপারেটর কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম নিলাম পরিচালনা শুরু করেছেন।

নিলামে অংশগ্রহণকারী চারটি টেবিলের মধ্যে ১ নম্বর টেবিলে রয়েছে রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটক, ২ নম্বর টেবিলে রয়েছে বাংলালিংক, ৩ নিম্বরে গ্রামীণফোন এবং ৪ নম্বর টেবিলে অপারেটর রবি।

নিলামের শুরুতে কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার এ কে এম শহীদুজ্জামান বলেন, ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ মোট পাঁচটি ব্লকে নিলাম প্রক্রিয়া প্রথমে শুরু করা হবে।

এর মধ্যে দশমিক ৪৪ মেগাহার্টজ তরঙ্গে দুটি এবং ২ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গে তিনটি – মোট পাঁচটি ব্লকে এ নিলাম হবে।

এর মধ্যে দুটি ব্লকের বেশি কেউ নিতে পারবে না। ১৫ বছরের জন্য এ তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। নিলামের ভিত্তিমূল্য ২০১৮ সালের ভিত্তিমূল্য অনুযায়ী ৩১ মিলিয়ন ডলার রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইভিন্স টেক্সটাইলের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি২’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াসো রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/

১.বিএটিবিসি
২.সামিট পাওয়ার
৩.লংকা বাংলা ফাইন্যান্স
৪.লাফার্জ হোলসিম বিডি
৫.বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি
৬.বেক্সিমকো ফার্মা
৭.ওরিয়ন ফার্মা
৮.গ্রামীনফোন
৯.জেবিবি পাওয়ার
১০.স্কয়ার ফার্মা লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭২১ কোটি ৫১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৭টির। আর দর অপরিবর্তিত আছে ১১১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বিএটিবিসি, সামিট পাওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বিডি, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, গ্রামীনফোন, জেবিবি পাওয়ার ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিবিএস ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/