উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে । আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৪৩৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৮ কোটি টাকা।

ডিএসইতে আজ ৩৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৯টির। আর দর অপরিবর্তিত আছে ৯২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, জেবিবি পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও লূব-রেফ বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২১৭.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৫০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

পাওয়ার গ্রীডের কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষনা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিপিডিবির কাছে পাওয়ার গ্রীডের মোট ৫৬ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৩০৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৪৪১টি শেয়ার বিক্রয়ের ঘোষনা করা হয়েছে।

বিপিডিবি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা অনুযায়ী ২৯শে এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

 

এনআরবিসি ব্যাংকের লেনদেন শুরু ২২ মার্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভূক্ত এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২২ মার্চ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “NRBCBANK” এবং ডিএসইতে কোম্পানি কোড- ১১১৫০ নির্ধারণ হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শীঘ্রই অনুষ্ঠিত হবে আমান ফীডের এজিএম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফীড লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শীঘ্রই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

হাইকোর্টের নির্দেশনা মেনেই শীঘ্রই এজিএম করবে কোম্পানিটি। দ্রুতই এই এজিএমের দিন ও স্থান নির্ধারণের জন্য বোর্ড সভা আহবান করা হবে।

সম্প্রতি এক রিটের বিপক্ষে কোম্পানিটিকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দেন হাইকোর্ট।

উচ্চ আদালতের নির্দেশনা মেনে যথা সাধ্য অল্প সময়ের মধ্যে এই এজিএমটি করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ফাইন্যান্সের জমি পুনর্মূল্যায়ন

স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড জমি পুনর্মূল্যায়নকে অনুমোদন করেছে। কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পান্থপথে অবস্থিত ১৫ কাঠা জমির দর বর্তমান বাজার দরে নির্ধারণে পেশাদারি ভ্যালুয়েশন ফার্ম দ্বারা জমি পুনর্মূল্যায়নের কাজ করেছে কোম্পানিটি।

নতুন দরে কোম্পানিটির এই জমি পুনর্মূল্যায়ন করেছে ৯০ কোটি টাকা। যা পূর্বে ছিল ৩০ কোটি ৫১ লাখ ৫১ হাজার ২২ টাকা। এহিসাবে জমিটির মূল্য বেড়েছে ৫৯ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৯৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম

ইউনিলিভার কনজিউমার কেয়ার স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী রবিবার ২১ মার্চ স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২২ মার্চ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মার্চ।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

রবিবার তাকাফুল ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ২১ মার্চ, রবিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ২২ মার্চ , সোমবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হব

স্টকমার্কেটবিডি.কম/

সমরিতা হসপিটালের জমি ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেড ৪.১২ কাঠা জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা বোর্ডে সভায় ঢাকা জেলার শের-ই-বাংলা নগর থানায় অবস্থিত এই জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ঢাকা জেলার শের-ই-বাংলা নগর থানার পূর্ব রাজাবাজারে পুরাতন ৪ তলা ও ৫ তলা বিশিষ্ট দুইটা ভবন ক্রয় করবে। এটি সমরিতা হসপিটাল ভবন প্রাঙ্গনে ভবন দুটি ১১ হাজার ১৩৭ বর্গফুট।

জমি কিনতে পুরো খরচ সাউথইস্ট ব্যাংক থেকে অর্থায়ন করা হবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদে জমি কিনতে কোম্পানিটির ৫ কোটি টাকা ব্যয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/

 

সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের পঞ্চম কার্যদিবস আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫.৯১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪৮০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৬.৭৫ পয়েন্ট কমে অবস্থান করে ১২৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.০৯ পয়েন্ট কমে অবস্থান করে ২০৯০ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৮৩ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১২৮.১৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২৮ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১২৬টি শেয়ারের মধ্যে ২১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭৫টি কোম্পানির দর, আর ৩০টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

শীঘ্রই অনুষ্ঠিত হবে আমান কটনের এজিএম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শীঘ্রই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

হাইকোর্টের নির্দেশনা মেনেই শীঘ্রই এজিএম করবে কোম্পানিটি। দ্রুতই এই এজিএমের দিন ও স্থান নির্ধারণের জন্য বোর্ড সভা আহবান করা হবে।

সম্প্রতি এক রিটের বিপক্ষে কোম্পানিটিকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দেন হাইকোর্ট।

উচ্চ আদালতের নির্দেশনা মেনে যথা সাধ্য অল্প সময়ের মধ্যে এই এজিএমটি করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানাে হয়।

স্টকমার্কেটবিডি.কম/