বাংলাদেশে আসছে ব্লু বন্ড : বিএসইসি’র চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের বন্ড বাজার অনেক প্রসার হয়েছে। দেশে ব্লু বন্ড চালু করার কাজ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী; বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে শেয়ারবাজারের সম্ভাবনা” এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ (বিএসইসি) দেশের বন্ড বাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সুসুক বন্ড বেশ সাড়া দিয়েছে। ব্ল বন্ড নিয়ে আগামী ২৮ তারিখ কমিশন সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি বলেন, বিএসইসি দুর্বল কোম্পানি ও ওটিসি মার্কেটের চিত্র নিয়ে কাজ করছে। আমরা ৪টি দূর্বল কোম্পানিকে উঠিয়ে এনেছি। ওটিসি মার্কেটের ১৮ কোম্পানিকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি।

বিনিয়োগকারীদের উদ্দেশ্য তিনি বলেন, কিছু মানুষ গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য দিয়ে অন্যকে দিয়ে শেয়ার বিক্রি করাতো। এখন এসব বন্ধ হয়েছে। যারা বাজার নিয়ে আতংক তৈরি করে তাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, শেয়ারবাজারে বিশ্বব্যাংক অর্থায়ন করছে। বিশ্বব্যাংকের এসব প্রকল্প শেষ হলে বাংলাদেশের শেয়ারবাজার আরো আধুনিক ও গতিশীল হবে।

আইিসিবি প্রসঙ্গে বিএসইসি’র চেয়ারম্যান বলেন, আইসিবি এখন মন্ত্রনালয়ের সাথে সম্বনয় করে আরো শক্তিশালী ও স্থায়ীত্ব হওয়ার কাজ করছে। আইসিবি অতীতের কথা ভুলে সামনের দিনগুলোতে আরো ভালো করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান), অর্থমন্ত্রনালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডিসহ ট্রেক হোল্ডাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

সায়হাম কটনের পরিচালকের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের সায়হাম কটন মিলসের উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্দ্যোক্তা পরিচালক সৈয়দ মোহাম্মদ ফয়সাল ৬০ লাখ শেয়ার হস্তান্তর করবেন। তার হাতে মোট ১ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৫০০ টি শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ৬০ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার পুত্র সৈয়দ শাফকাত আহমেদকে ।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে পুত্রকে উপহার স্বরূপ হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

 

শবে-বরাত উপলক্ষে শেয়ারবাজার বন্ধ ৩০ মার্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ৩০ মার্চ, মঙ্গলবার মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ‘ঈদ-ই মিলাদুন্নবী’ উপলক্ষে দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পবিত্র ‘শব-ই-বরাত’ পালিত হবে আগামী ২৯ মার্চ দিবাগত রাতে। এর পরের দিন সরকারী ছুটি ঘোষনা করা হয়েছে ৩০ মার্চ।

‘শবে-বরাত’ উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এজন্য এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

পরের দিন বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে যথারীতি।

স্টকমার্কেটবিডি.কম/

ইন্দো বাংলা ফার্মার উৎপাদন বন্ধ রাখার ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কারখানা উৎপাদন ও ওষুধ বাণিজ্যকরণ বন্ধ থাকবে বলে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়। গত ৭ মার্চ এই নির্দেশনা প্রদান করে স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়টি নিয়ে কোম্পানি আদালতে একটি রিট পিটিশন করেছেন। এই রিটের শুনানী আগামী ৪ এপ্রিল ধার্য্য করা হয়েছে।

আদালতের নির্দেশনা পেলেই কোম্পানির কারখানাটি উৎপাদন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউনিলিভার কনজিউমার কেয়ারের লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ২৪ মার্চ , বুধবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

সূত্র জানায়, এর আগে রবিববার ও সোমবার কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/

লাফার্জহোলসিমের লেনদেন বন্ধ বুধবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বিডি লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ২৪ মার্চ, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ২৫ মার্চ , বৃহস্পতিবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ডাচ বাংলা ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংক রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৪ মার্চ, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৫ মার্চ, বৃহস্পতিবার। ব্যাংকটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮মার্চ, রবিবার।

রেকর্ড ডেটের কারণে ওইদিন ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৪২৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ২.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২০৭৫ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৬৫ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫৮.৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৬ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১১৪টি শেয়ারের মধ্যে ৪৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৪টি কোম্পানির দর, আর ৩৬টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারহোল্ডারদের ৩০% লভ্যাংশ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নগদ ও বোনাসসহ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিতে পারবে এনবিএফআইগুলো। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে ও পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশে বর্তমানে ৩৪টি এনবিএফআই রয়েছে। এর মধ্যে পিপলস লিজিং অবসায়নের সিদ্ধান্ত দিয়েছেন উচ্চ আদালত। এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে একজন অবসায়ক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে প্রতিষ্ঠানটি। এনবিএফআইগুলোর ২৩টি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। এ তালিকায় পিপলসও রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের জন্য এনবিএফআইগুলোর লভ্যাংশ দেওয়ার হার বেঁধে দেয়। এতে উল্লেখ করা হয়, সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিতে পারবে প্রতিষ্ঠানগুলো। এর প্রভাব পড়ে আরেক প্রতিষ্ঠানের শেয়ার দরে। যা নিয়ে আলোচনা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অধিকাংশ প্রতিষ্ঠানই নগদ লভ্যাংশ দেওয়ার প্রবণতায় ছিল। এমনিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কয়েকটিতে বড় কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, যার প্রভাব পড়েছে পুরো খাতে।

স্টকমার্কেটবিডি.কম/

দেশের সব ব্যাংক বন্ধ ৩০ মার্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র শবেবরাত উপলক্ষ্যে আগামী ৩০ মার্চ মঙ্গলবার দেশেব সব ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে ২৯ মার্চ সোমবার ব্যাংক বন্ধ থাকার কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মার্চ দিবাগত রাতের পরিবর্তে ২৯ মার্চ দিবাগত রাতে শবেবরাত পালিত হবে।

এ কারণে সরকারি ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ থাকবে। ফলে ওইদিন ব্যাংকও বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/