গ্লোবাল হেভি কেমিক্যালসের ২০২০ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিস (এসিআরএসএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

 

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০২০ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/

রেকর্ড ডেটের পর ভ্যানগার্ড এএমএলের লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ২৯ মার্চ , সোমবার। আজ রবিববার রেকর্ড ডেটের কারণে ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে বুধবার ও বৃহস্পতিবার ব্যাংকের শেয়ার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/

রেকর্ড ডেটের পর ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ২৯ মার্চ , সোমবার। আজ রবিববার রেকর্ড ডেটের কারণে ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে বুধবার ও বৃহস্পতিবার ব্যাংকের শেয়ার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (২৮ মার্চ) বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১২৫ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৯২ কোটি ৫৭ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১২টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২০.৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৪৪ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ৭৭টি শেয়ারের মধ্যে ৩৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২১টি কোম্পানির দর, আর ২৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ভারতের স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতে দোলযাত্রা বা দোলপূর্ণিমার ছুটি থাকায় আজ রবিবার (২৮ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

তবে ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।

বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিকভাবে রয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘দোলযাত্রা বা দোলপূর্ণিমা একটি বৈঞব উত্সব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। ফলে গতকাল শনিবার (২৭ মার্চ) দুপুরের পর থেকেই সকল কাজে ভাটা পড়ে। আগামীকাল সোমবার (২৯ মার্চ) সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ভারতে হোলি উৎসবের ছুটির জন্য রবিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কার্যক্রম চলছে। পণ্য খালাস করতে আসা ভারতীয় খালি ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোনো বাধা নেই।

আগামীকাল সোমবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে জানান ওই কর্মকর্তা।

স্টকমার্কেটবিডি.কম/

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩১ মার্চ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ এপ্রিল।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

 

মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ২০২০ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবি+’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৪’।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০২১ সালের ছয় মাসের অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/

 

পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোনো লভ্যাংশ দিবে না

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৬ মে, সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/

রবি আজিয়াটার ২০২০ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এসেন্সি (ক্রাব)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির ঋণমান এসেছে ‘এএ২’।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০২০ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/

 

শাহজালাল ইসলামী ব্যাংকের ২০২০ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২০ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/