উভয় শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,০৮৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩৬.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮২.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২১ কোটি ১৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫১ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫১টির, আর দর অপরিবর্তিত আছে ৬৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, লংকা বাংলা ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিএটিবিসি ও সামিট পাওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৪২.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ১৮৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রেকর্ড ডেটের পর শাহজালাল ইসলামী ব্যাংকের লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ থাকা কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের লেনদেন আগামীকাল সোমবার চালু হবে। আজ রবিবার কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা বৃহস্পতিবার শেষ হয়।

স্টকমার্কেটবিডি.কম/

লক ডাউনে শেয়ারবাজার খোলা থাকবে : বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সকল ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের উদ্দেশ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে যে, আসন্ন লক ডাউনে শেয়ারবাজার খোলা থাকবে৷

আজ রবিবার বিএসইসি সূত্রে এ তথ্য জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)৷

অন্যদিকে বিনিয়োগকারীদের স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ডিজিটাল প্লাটফর্মে লেনদেন করার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)৷

বিএসইসি সূত্রে জানা যায়, ব্যাংক খোলা থাকলেই শেয়ারবাজারও খোলা থাকবে। এটা নিয়ে কোনো গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে করোনা মহামারি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার জনস্বার্থে সারাদেশে লকডাউন ঘোষনা করে৷ লকডাউন চলাকালীন সময়ে বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)৷

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ/রিমা

রেকর্ড ডেটের পর ২ কোম্পানির লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রেকর্ড ডেটের পর তালিকাভুক্ত ২ কোম্পানির লেনদেন চালু হবে আগামীকাল সোমবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

উল্লেখ্য, কোম্পানিগুলোর রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ ছিল। এর আগে ১ এপ্রিল এই দুই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

লংকাবাংলা ফাইন্যান্সের লেনদেন বন্ধ সোমবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ৫ এপ্রিল, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ৬ এপ্রিল, মঙ্গলবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে ভোটগ্রহণ চলছে। করোনা মহামারির মধ্যেই আজ রবিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর হোটেল রেডিসনে শুরু হয় ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

একইসময় চট্টগ্রাম অঞ্চলের জন্য বিজিএমইএ’র চট্টগ্রাম কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন বোর্ড সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সবাই মাস্ক পরে কেন্দ্রে আসছেন। প্রার্থীর সমর্থকদের অযথা জটলা না করারও অনুরোধ জানানো হয়েছে। করোনা প্রটোকল মেনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের অনুমোদন রয়েছে। সাংবাদিকদের জন্য আলাদা বুথ স্থাপনের পাশাপাশি নির্বাচন বোর্ড প্রতি ঘণ্টায় আপডেট তথ্য দেবে।

প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ঘরোয়াভাবে প্রচার শুরু করেন ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুই প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ঢাকা অঞ্চলে ভোটার রয়েছেন ১৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ভোটার ৪৬১ জন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ/রিমা

মার্কেন্টাইল ব্যাংকের লেনদেন বন্ধ সোমবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ৫ এপ্রিল, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ৬ এপ্রিল, মঙ্গলবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

একদিনে বিদ্যুৎ উৎপাদনে ১৩ হাজার মেগাওয়াটের নতুন রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ উৎপাদনে ১৩ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে দেশে সর্বোচ্চ ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

পিডিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ/রিমা

সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১৬২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ২৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭.০৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৯৩৬ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ১২৪ কোটি ৯৬ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৭৩.৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮২ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ২০ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ৯৯টি শেয়ারের ৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮৫টি কোম্পানির দর, আর ৫টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার বিওতে জমা দিল সিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৪ এপ্রিল রবিবার এই কোম্পানির আইপিও শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

আইপিও বিজয়ী শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপিতে তাদের বিও হিসাব দেখতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/