ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড প্রদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেলো ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেলো ৬০ পরিবেশক ও প্রতিষ্ঠান।

ক্রিয়েটিভ ব্র্যান্ডিং আইডিয়ার মাধ্যমে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের প্রতি ক্রেতা আকর্ষণ তৈরি করায় এই পুরস্কার দেওয়া হয়। এছাড়া, ইনভেনটরি ব্যবস্থাপনা, বিক্রয় ও রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখায় ওয়ালটন গ্রুপের আরও ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

রবিবার (এপ্রিল ৪, ২০২১) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে অনলাইন প্লাটফর্মে ‘ব্র্যান্ডিং হিরোস’ শীর্ষক এক অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করা হয়। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এতে যুক্ত ছিলেন সারা দেশে বিস্তৃত ওয়ালটনের এরিয়া, জোনাল ও প্লাজা ম্যানেজার, ডিস্ট্রিবিউটরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অনলাইন আয়োজনে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডস এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, আমিন খান, ফিরোজ আলম, মফিজুর রহমান, শাহজালাল হোসেন লিমন ও রকিব উদ্দিন, ওয়ালটন এসি বিভাগের সিইও তানভীর রহমান, রেফিজারেটর বিভাগের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভি বিভাগের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিভাগের সিইও সোহেল রানা, হোম অ্যাপ্লায়েন্স বিভাগের সিইও ইয়াসির আল-ইমরানসহ আরও অনেকে।

উল্লেখ্য, বিক্রয়োত্তর কার্যক্রমকে অনলাইন অটোমেশনের আওতায় এনে সেবা প্রদান আরো সহজ ও দ্রুত করার লক্ষ্যে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং মডেল নম্বর ডেডিকেটেড সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহকরা। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন।

গত ২০ মার্চ ‘ওয়ালটন ডে’ উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০। এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের জন্য নগদ লাখ লাখ টাকা, ফ্রি পণ্যসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সুযোগ দেওয়া হচ্ছে।

অনলাইন প্লাটফর্মে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোস’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রোগ্রামে উপস্থিত ওয়ালটনের এরিয়া, জোনাল ও প্লাজা ম্যানেজার, ডিস্ট্রিবিউটরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/

বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের সময় ১৩ দফায় বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ৬ এপ্রিল, মঙ্গলবার থেকে কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকবে।

এর আগে ১২ দফায় ২২ মার্চ থেকে ৫ এপ্রিল, ১১ দফায় ৭ মার্চ থেকে ২১ মার্চ, দশম দফায় ২০ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, নবম দফায় ৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি, ৮ম দফায় ২১ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়রারি, ৭ম দফায় ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি, ৬ষ্ঠ দফায় ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, পঞ্চম দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর, চতুর্থ দফায় গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, তৃতীয় দফায় ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর, দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর থেকে ৮ নভেম্বর এবং প্রথম দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পরযন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

প্রসঙ্গত, গত বছরের ৭ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করে। কোম্পানিটি স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে চাই।এ খবরে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কিংবা কমলে বিনিয়োগকারী কিংবা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। তাই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, বিএসইসি এই সংক্রান্ত একটি নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিয়েছে। ১৯৬৯ এর সেকশন ৯ এর ৭ ধারা অনুযায়ী লেনদেন স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে স্টক এক্সচেঞ্জ ১৯৬৯ এর সেকশন ৯ এর ৮ ধারা অনুযায়ী প্রথম পর্যায়ে ৩০ দিনের জন্য লেনদেন স্থগিত করতে পারে। পরবর্তীতে এটি ১৪ দিন করে বৃদ্ধি করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/

মোবাইল ব্যাংকিংয়ে চার্জ ছাড়া লেনদেন ৪০ হাজার টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি হতে ব্যক্তি (পিটুপি) পদ্ধতিতে ৪০ হাজার টাকা পর্যন্ত চার্জ ছাড়াই লেনদেন করা যাবে। প্রতিবার চার্জ ছাড়া লেনদেন করা যাবে ১০ হাজার টাকা।

রবিবার (৪ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারী করে সকল মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে ব্যক্তি হতে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের সর্বোচ্চ মাসিক সীমা ৭৫ হাজার টাকা হতে ২ লাখ টাকায় উন্নীত করা হলো। অন্যান্য সকল লেনদেন সীমা পেমেন্ট সিস্টেমস বিভাগের ২০১৯ সালের ১৯ মে জারীকৃত সার্কুলারের নির্দেশনা বহাল থাকবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের নারায়নগঞ্জের ইউনিট-১ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিদ্যুৎ কেন্দ্রটি গত ১ এপ্রিল থেকে বন্ধ করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন ক্ষমতা ছিল ১০২ মেগাওয়াট।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

 

ডিএসই’র নতুন অফিস সময় ৯ হতে ২:৩০ টা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা বোর্ড অফিস সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসইর নতুন অফিস সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ৬ এপ্রিল মঙ্গলবার থেকে ডিএসইর নতুন অফিস সময় কার্যকর করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের সংখ্যাগরিষ্ঠ জয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ ২৪টি পদে জয়ী হয়েছে। বাকি ১১টিতে জয়ী হয়েছে এবিএম সামছুদ্দিন ফোরাম প্যানেল। ফলে বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন ফারুক হাসান।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ’র ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ঢাকা অঞ্চলে ভোটার রয়েছেন ১৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ভোটার ৪৬১ জন।ঢাকা অঞ্চলে মোট ভোট পড়েছে ১ হাজার ৬০৪টি। আর চট্টগ্রাম পড়েছে ৩৯২টি।

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা অঞ্চলের ২৬টি পরিচালক পদের মধ্যে ১৭টিতে জয়লাভ করেছে সম্মিলিত পরিষদ। ৯টিতে জিতেছে ফোরাম।সম্মিলিত পরিষদের ফারুক হাসান পেয়েছেন ১২০৪টি ভোট। আর বিজিএমইএ’র বর্তমান সভাপতি ফোরামের প্রার্থী রুবানা হক পেয়েছেন ১ হাজার ১৫৭ ভোট। অবশ্য ফোরামের প্যানেল লিডার এবিএম সামছুদ্দিন পরিচালক নির্বাচিত হতে পারেননি। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলে ৯টি পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ পেয়েছে ৭টি পদ। বাকি দুটি পেয়েছে ফোরাম।

পরিচালক পদে জিতলেন যারা:
সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন, ঢাকা অঞ্চলে- ফারুক হাসান, এসএম মান্নান কচি, আরশাদ জামাল দিপু, শহিদুল্লাহ আজিম, শিরিন সালাম ঐশি, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, খসরু চৌধুরী, আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দিন ও সাজ্জাদুর রহমান মৃধা। আর চট্টগ্রাম অঞ্চলে নির্বাচিত হয়েছেন- সৈয়দ নজরুল ইসলাম, তানভীর হাবিব, এএম শফিকুল করিম খোকন, হাসান জ্যাকি, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা কায়সার।

ফোরাম থেকে নির্বাচিত হয়েছেন- ঢাকা অঞ্চলে ড. রুবানা হক, এমএ রহিম ফিরোজ, মাহমুদ হাসান খান বাবু, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, বিদ্যা অমৃত খান, ইনামুল হক খান বাবুল, মিজানুর রহমান। আর চট্টগ্রাম অঞ্চলে নির্বাচিত হয়েছেন এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আব্দুস সালাম।

প্রসঙ্গত, নতুন বোর্ড দায়িত্ব নেবে আগামী ২০ এপ্রিল। নির্বাচনে বিজয়ী পরিচালকরা সভাপতিসহ ঢাকায় ৫ জনসহ সভাপতি এবং চট্টগ্রামে ২ জন সহ-সভাপতি নির্বাচিত করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

পূবালী ব্যাংকের বাৎসরিক বোর্ড সভার সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ এপ্রিল নির্ধারিত সময়টি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বোর্ড সভাটি আগামী ১২ এপ্রিল বেলা সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে বোর্ড সভাটির সময় পরিবর্তন করা হয়েছে।

এছাড়া ১২ এপ্রিল বেলা ১.৩০টায় রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সামিট পাওয়ারের নারায়নগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের নারায়নগঞ্জের ইউনিট-১ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিদ্যুৎ কেন্দ্রটি গত ১ এপ্রিল থেকে বন্ধ করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন ক্ষমতা ছিল ১০২ মেগাওয়াট।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মহাখালিতে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৪৫ লাখ ৮৮ হাজার ৩৬৩টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৭ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিমের ৮ কোটি ৬১ লাখ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ১২ লাখ, বিএটিবিসির ৬ কোটি ২৭ লাখ, স্কয়ার ফার্মার ৬ কোটি ২০ লাখ, গ্রামীনফোনের ৬ কোটি ১ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬৩ লাখ ও প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ কোটি ১০ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

 

ব্যাংক এশিয়া স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ এপ্রিল কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ এপ্রিল।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা