বিশ্বব্যাংকের কাছে ৫শ মিলিয়ন ডলার চায় বাংলাদেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনা মোকাবিলায় বাজেট সাপোর্ট হিসাবে বিশ্বব্যাংকের কাছে ৫শ মিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  একইসঙ্গে বিশ্বব্যাংকও এ বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

সোমবার (৫ এপ্রিল) দিনগত রাতে ভার্চ্যুয়াল বিশ্বব্যাংক–আইএমএফ’র চলমান স্প্রিং মিটিং-২০২১ এর অংশ হিসেবে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মি. হার্টউইগ শ্যেফারের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হিসেবে অর্থমন্ত্রী, অর্থসচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন সভায় অংশ নেন। বিশ্বব্যাংকের পক্ষে সভায় অংশ নেন মি. হার্টউইগ শ্যেফার ও মিজ মার্সি মিয়াং টেম্বন।

অর্থমন্ত্রী পরিবেশগত উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য প্রস্তাবিত প্রকল্পে পানি সরবরাহ ও স্যানিটেশন; পরিবহন; নদী কেন্দ্রিক পর্যটনের উন্নয়নে টেকসই পরিবেশ-বান্ধব অবকাঠামো তৈরিসহ এবং সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বিশ্বব্যাংককে অনুরোধ জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দূর-দৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এখন কমবেশি ভালো অবস্থানে রয়েছে। এই সঙ্কটময় পরিস্থিতির ভয়াবহতা প্রধানমন্ত্রী শুরুতেই অনুধাবন করতে পেরে দেশের সব ধরনের অর্থনৈতিক স্তরের মানুষের জন্য একের পর এক এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার মোট ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণার ব্যবস্থা করেছেন, ইতিহাসে যা একটি বিরল সাহসী পদক্ষেপ।

তিনি দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর বিষয়টিও উল্লেখ করেন।

মুস্তফা কামাল বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

কোভিড মোকাবিলার লক্ষ্যে বিশ্বব্যাংকের গৃহীত দ্রুত ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

চলমান করোনার প্রভাবের কারণে দেশের ক্ষতিগ্রস্ত শ্রমবাজার, আর্থিক ও সামাজিকখাত সচল রাখার লক্ষ্যে এখন বিশ্বব্যাংকের প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) প্রকল্পের আওতায় সাপোর্ট এবং কোভিড-১৯ টিকার জন্য ৫শ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্যও তিনি বিশ্বব্যাংকের প্রতি ধন্যবাদ জানান।
সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

ডি-৮ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট হলেন শেখ ফজলে ফাহিম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম। আজ মঙ্গলবার তিনি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত হয় ডি-৮।

ডি-৮ হলো উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি ডি-৮ অথবা উন্নয়নশীল আট নামে পরিচিত। এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক- এই ৮টি দেশ নিয়ে ডি-৮ সংস্থা গঠিত।

দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে ডি-৮ চেম্বার অব কমার্সের নবনিযুক্ত প্রেসিডেন্ট, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম’কে অভিনন্দন জানান মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক এম এ রাজ্জাক খান রাজ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মুন্তাকিম আশরাফ, সহ-সভাপতি নিজাম উদ্দিন রাজেশ, মীর নিজাম উদ্দিন, এফবিসিসিআই’র ডিরেক্টর সজীব রঞ্জন দাস, মুনির হোসেন, চপলসহ ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/

মার্চ মাসে রপ্তানি আয় প্রবৃদ্ধি ১২ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১ সালের মার্চ মাসে সরকার নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৭৯ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জন হয়েছে।

গত অর্থবছরের একই মাসের তুলনায় এবছরের মার্চে বাংলাদেশে রপ্তানি আয়ে ১২ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি হয়েছে, যা ৩.০৭ বিলিয়ন ডলার।

তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রপ্তানি আয় ০.১২ শতাংশ কমে ২৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার হয়েছে যা গত অর্থবছরের একই সময়েও ২৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার ছিল।

২০২১ সালের মার্চ মাসে সরকার নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৭৯ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জন হয়েছে।

২০২১-২২ অর্থবছরের নয় মাসে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ে ২ দশমিক ৫৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়। অন্যদিকে, কৃষি, চামড়া ও পাদুকা খাত, প্রকৌশল পণ্য, ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

৩ হাজার কোটি টাকার কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৩ হাজার ২০ কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সারা দেশে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার, রিপারসহ বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ কার্যত্রম উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয় থেকে ১৩টি স্পটে এই কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

চলতি অর্থবছরে (২০২০-২১) এই প্রকল্পের আওতায় দেশের ৫০০টি উপজেলায় এক হাজার ৬১৭টি কম্বাইন হারভেস্টার, ৭০১টি রিপার, ১৮৪টি রাইস ট্রান্সপ্লান্টারসহ মোট ৫ হাজার ৭৭৬টি কৃষিযন্ত্র বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে আমরা যে কৃষকদের কৃষিযন্ত্র দিচ্ছি এটি কৃষিক্ষেত্রে সরকারের নতুন একটি অধ্যায়। ১০/১৫ বছর আগেও দেশে চাষাবাদ, মাড়াইসহ সব কর্মকাণ্ড হতো গরু দিয়ে। এটার পরিবর্তন শুরু হয়েছে। তবে ধান কাটা ও ধান লাগানোর কাজটি এখনও মানুষ করে থাকেন। আমরা এটার একটা পরিবর্তন চাচ্ছি।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের কৃষিতে অভূতপূর্ব একটি পরিবর্তন হয়েছে, সেই ধারাকে অব্যাহত রাখার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে একটি নতুন প্রকল্প শুরু করেছি। যে প্রকল্পের মাধ্যমে কৃষিযন্ত্রপাতি দিচ্ছি। এগুলো দেব প্রণোদনার মাধ্যমে। আমরা প্রণোদনা দেব একটি যন্ত্রের মূল্যের ৫০ থেকে ৭০ শতাংশ। বাকিটা দেবেন কৃষক।’

ফসল ফলানো ঝুঁকিপূর্ণ এলাকায় কৃষিযন্ত্রে সরকার ৭০ ভাগ প্রণোদনা দিচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী ৫ বছর আমরা এই প্রণোদনা দেব, আজকে এটা শুরু হলো। আমি সকলকে বলতে চাই, শুরুতে সকলকে দিতে পারছি না। এই যে শুরু হলো এটা অব্যাহত থাকবে।’

‘বাংলাদেশের কৃষিকে শিল্পোন্নত পশ্চিমা দেশের মতো আধুনিক করব। বাংলাদেশের কৃষিকে আরা যান্ত্রিকীকরণ করব, বাংলাদেশের কৃষিকে আমরা বাণিজ্যিকীকরণ করব।’

স্টকমার্কেটবিডি.কম/

দুই ট্রিলিয়ন ডলারের মাইলফলকে ক্রিপ্টোকারেন্সি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট মূল্য ছাড়িয়েছে দুই লাখ কোটি ডলার। মাত্র দুই মাসের মধ্যে এ বাজার দ্বিগুণ হলো। এবার উত্থানটা হয়েছে দ্বিতীয় বৃহৎ ডিজিটাল মুদ্রার ইথারের বাজারমূল্য বেড়ে যাওয়ায়। গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বর্তমানে বিশ্বের শীর্ষ ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন। এটি একাই ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধনের ৫০ শতাংশের বেশি দখল করে আছে। চলতি বছর বিটকয়েনের দর ১০০ শতাংশের বেশি বেড়েছে। গত মাসে বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬১ হাজার ডলার ছাড়িয়ে যায়।
বিজ্ঞাপন

কয়েন ডেস্কের তথ্য অনুযায়ী, আজ এই ডিজিটাল মুদ্রার লেনদেন হচ্ছে ৫৮ হাজার ৮০০ ডলারে। ক্রিপ্টোকারেন্সির আজকের এই উত্থানে বড় ভূমিকা রেখেছে ইথার। ইথেরিয়াম প্রোগ্রামেবল ব্লকচেইনের ক্রিপ্টোকারেন্সি হলো ইথার।

আজ ইথারের সর্বোচ্চ দাম উঠেছে ২ হাজার ১৫১ ডলারে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮০ শতাংশ বেশি। ইথারের এই বাড়তি মূল্যের ওপর ভিত্তি করেই আজ প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল্য ছাড়িয়েছে দুই ট্রিলিয়ন ডলার।

অনেক কোম্পানিই এই মুদ্রার প্রতি আগ্রহ দেখাচ্ছে। চীনের অ্যাপ প্রস্তুতকারক কোম্পানি মেইতু গত মাসে ২ কোটি ২১ লাখ ডলারের ইথার কিনেছে। অবশ্য এখনো ক্রিপ্টোকারেন্সির বাজারের সিংহভাগই বিটকয়েনের দখলে।

স্টকমার্কেটবিডি.কম/

লিব্রা ইনফিউশন্সের বাৎসরিক বোর্ড সভা পুনঃনির্ধারিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান লিব্রা ইনফিউশন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ এপ্রিল পুনঃনির্ধারিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বোর্ড সভাটি গত ৭ মার্চ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে বোর্ড সভাটি স্থগিত করা হয়েছিল। বোর্ড সভাটি পুনঃনির্ধারিত করা হয়েছে।

এছাড়া ১২ এপ্রিল বেলা ৩টায় রাজধানীর মিরপুরে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। এর আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৫৯ লাখ ৯২ হাজার ৮৯৩টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ১০ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ৩২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ২১ কোটি ৯ লাখ, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৯৭ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৯৩ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৬৫ লাখ, সামিট পাওয়ারের ১৪ কোটি ৮১ লাখ, লাফার্জ হোলসিমের ১০ কোটি ৯৯ লাখ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ কোটি ৭৭ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

১.বেক্সিমকো লিমিটেড
২.রবি আজিয়াটা
৩.এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স
৪.লংকা বাংলা ফাইন্যান্স
৫.বেক্সিমকো ফার্মা
৬.প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
৭.প্রভাতী ইন্স্যুরেন্স
৮.সামিট পাওয়ার
৯.লাফার্জ হোলসিম
১০.দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

দিনশেষ সূচকের বড় উত্থানে লেনদেনও বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০৩.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,২৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২১.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫টির, আর দর অপরিবর্তিত আছে ৯১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৯৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৬১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারি কারখানায় অগ্নিকান্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানির কারখানায় অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত রবিবার দুপুর ১২.১৫টায় মালেক স্পিনিং মিলসের সাবসিডিয়ারি কোম্পানি সালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এর মধ্যে কারখানায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়ে যায়। ফ্যাক্টরি মেশিনারি, ফ্যাক্টরি শেড, এসি প্ল্যান্ট, সুতা ও ফেব্রিক্স ইত্যাদি আগুনে পুড়ে গেছে। তবে ফ্যাক্টরিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ৬/৭ ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটি ফায়ার ইন্স্যুরেন্সের আওতায় রয়েছে বলে ডিএসইকে জানানো হয়।

সালেক টেক্সটাইল লিমিটেডের ৯৭.৯২৫ শতাংশ শেয়ার মালিকানায় রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা