২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৮ এপ্রিল, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১১ এপ্রিল, রবিবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ এপ্রিল, মঙ্গলবার।

রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ১০.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২০০৯ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৩০০ কোটি ১২ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১২১.৪৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৩৪টি শেয়ারের মধ্যে ৮৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪টি কোম্পানির দর, আর ৩৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

অগ্নিকান্ডের পর মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড কারখানার রোটার ইউনিটটির বন্ধ থাকা ৫০ শতাংশ চালু করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ৬ এপ্রিল এই কারখানাটির এই অংশ চালু করা হয়েছে।

সম্প্রতি এই কোম্পানির কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে ৬/৭ ঘন্টা পরে এই আগুন নিভায়।

জানা যায়, এই অগ্নিকান্ডে কোম্পানিটির আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়। সুতা, কাচাঁমালসহ কারখানার নতুন রিং ইউনিটটি আগুনে পুড়ে গিয়েছিল।

ইতোমধ্যে এই ইউনিটের অবকাঠামাে কাজ শেষ করে সকল মেশিন বসানো হয়েছে। এই রিং ইউনিটের প্রতি দিনের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার কেজি।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার ৭৫ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে ইনডেক্স অ্যাগ্রো লিমিটেডের শেয়ার লেনদেন আজ বুধবার হতে শুরু হয়েছে। প্রথম দিনেই শেয়ারটি সর্বোচ্চ ৭৫ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। বেলা ১০ টা ৪৭ মিনিট পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ৭৫ টাকায় লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ৭৫ টাকাতেই লেনদেন হয়। এসময় পর্যন্ত শেয়ারটির মাত্র ১৪৯ বারে ১৬ হাজার ৯৯১টি শেয়ার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

লংকা বাংলা ফাইন্যান্সের বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড ৩০০ কোটি টাকা জিরো কূপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটির নাম দেওয়া হয়েছে তৃতীয় নন কনভার্টেবল জিরো কুপন বন্ড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

এটি একটি ফুলি রেডিমেবল নন কনভার্টেবল জিরো কুপন বন্ড।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

তৌফিকা ইন্ডাস্ট্রিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তন করে তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেড রাখা হবে।

নাম পরিবর্তনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আহবান করা হয়েছে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম)।

এই ইজিএমের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই এই নাম পরিবর্তন করতে পারবে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

নিটল ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা